ভিশন ফ্রিজ ১৫০ থেকে ৩৫০ লিটার দাম কত ও সকল ধরনের সুবিধা ও অসুবিধা জেনে নিন

আপনি কি ভিশন ফ্রিজ ১৫০ লিটার দাম কত এবং ভিশন ফ্রিজ ২১৬ লিটার দাম কত প্রভিশন এর সকল ফ্রিজের দাম জানতে চান তাহলে আজকের এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। 

ভিশন ফ্রিজ ১৫০ লিটার দাম ২০২৩ - ২০২৪ 

আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, ভিশন ফ্রিজ বিভিন্ন লিটার প্রতি কি দাম নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে। এছাড়াও অন্যান্য ফ্রিজের মতো এই ফ্রিজে কি কি সুযোগ সুবিধা আছে সে বিষয়েও আলোচনা করবো। 

পোস্ট সুচিপত্রঃ ভিশন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ - ২০২৫ যা জানবেন

ভিশন ফ্রিজ দাম সম্পর্কে জানুন 

ভিশন ফ্রিজ প্রাণ এবং আরএফএল এর যৌথ একটি প্রোডাক্ট। এটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের প্রোডাক্ট কম দামে ভালো সার্ভিস যুক্ত প্রোডাক্ট সারাদেশে পৌঁছায় দিচ্ছে। ভিশনের ফ্রিজের বিভিন্ন ধরনের মডেল রয়েছে। আপনি সকল মডেল গুলো আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখানে সাধারণত মিনি, টপ মাউন্ট, বটম মাউন্ট, নন ফাস্ট এবং ইনভার্টার সাইট রয়েছে। 

আরো পড়ুনঃ যমুনা ফ্রিজ বাংলাদেশ প্রাইস ২০২৪ - ২০২৫ কত সেফটির কত দাম জেনে নিন 

সাধারণ তৈরির দাম ১৫ থেকে শুরু করে ৯৬ হাজার পর্যন্ত রয়েছে যা বিভিন্ন মডেল ভিত্তিক নির্ধারিত করা হয়। এই পর্যন্ত যে মডেল অফিসার গুলো রয়েছে তার বিভিন্ন ধরনের এলইডি লাইট এবং এন্টি ব্যাকটেরিয়াল গ্যাস কিট ব্যবহার করা হয়েছে। এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে যে সুবিধা জানলে আমরা ভিশন ফ্রিজ ব্যবহার করতে আগ্রহী হব। দামগুলো জানার পূর্বে চলুন এর সুবিধা-অসুবিধা গুলো একটু জেনে রাখি।

ভিশন ফ্রিজের সুবিধা ও অসুবিধা জেনে নিন 

আপনি যদি ভিশন ফ্রিজ ব্যবহার করতে চান তাহলে এই ফ্রিজের যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেই বিষয়গুলো এক নজরে দেখে নিন। সাধারণত আমরা জানি, ভিশন ফ্রিজ বাংলাদেশের আরএফএল গ্রুপের একটি প্রোডাক্ট যা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষের সেবার জন্য ব্যবহার হয়ে আসছে। প্রকৃত অর্থে একটি দেশি পণ্য হওয়ায় এর কিছু বিশেষ সুবিধা রয়েছে যা আমাদের এই ফ্রিজ ব্যবহার করতে বিশেষ সুবিধা প্রদান করে। নিচের সুবিধা অসুবিধা গুলো, 

ভিশন ফ্রিজের সুবিধা, 

  • ভিশন ফ্রিজ এনার্জি সেভিং প্রযুক্তি ব্যবহার করা হয় যার কারণে এটি অন্যান্য ফ্রিজের তুলনায় ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় ক্ষমতা বহন করে। এছাড়া ভীষণ দাবি করে উন্নত মানের ফিরোজ গুলোতে উন্নত কম্প্রেসার ব্যবহার করা হয় যেটি বিভিন্ন সময় ত্রুটিমুক্ত থাকতে পারে।
  • কোম্পানি আরো দাবি করেন যে ফ্রিজে ১০০% ফুড গ্রেড মেটেরিয়াল ব্যবহার করেন তার কারণে এটি খাবারের জন্য তাদের নিরাপদ এবং যে খাবার সকলেই খাবে পরিবারে তাই পরিবার ও নিরাপদ থাকবে।
  • ভিশন ফ্রিজ বাংলাদেশের তৈরি ভিশন ফ্রিজ দেশীয় প্রতিষ্ঠাতা আরএফএল এবং প্রাণের যৌথ প্রোডাক্ট। এটি আমাদের যন্ত্রাংশ ও সার্ভিস দিয়ে থাকে। আপনি ভিশন থেকে কোন ফ্রিজ কিনলে সেই ফ্রিজের ১০ বছরের গ্যারান্টি ও বিভিন্ন সার্ভিস ফ্রি পেয়ে যাবেন।
  • দামের দিক থেকে অনেকটাই সাশ্রয় হাওয়ায় ভালো ফিচার সমৃদ্ধ ফ্রিজ ব্যবহার করতে পারবেন। এখানে ভিশন ফ্রিজ দেশে উৎপন্ন হওয়ার কারণে কম দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তাই আপনি সাশ্রয়ী দামে ভালো ফিচার সমৃদ্ধ ফ্রিজ পেতে ভিশন ফ্রিজ ব্যবহার করুন।
  • ভীষণ ফ্রিজে এমন কিছু অত্যাধুনিক মডেল ব্যবহার করা হয়েছে যেখানে ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রযুক্তি ব্যবহার করার ফলে আপনি কম বিদ্যুৎ খরচে চালাতে পারবেন। যেখানে অন্যান্য ব্যান্ডের ফ্রিজের তুলনায় বিদ্যুৎ সাশ্রয়ী। 
  • বিভিন্ন ডিজাইন ও কালার কমিউনিকেশন রয়েছে তাই আপনি আপনার পছন্দমত বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন ভিশন ফ্রিজ কিনে নিতে পারেন। সাধারণত ১৫০ লিটার থেকে শুরু করে ৫০০ লিটার পর্যন্ত বিভিন্ন সাইজ রং ও কালারের ভিশন ফ্রিজ পাওয়া যায়।
  • বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই এই ভিশন কোম্পানির সার্ভিস সেন্টার রয়েছে যেখান থেকে আপনার নিকটতম সার্ভিস সেন্টার গুলোতে আপনার ভিশন ফ্রিজ এর ক্ষেত্রে কোন সমস্যা হলে তা দ্রুত সারিয়ে নিতে পারবেন।
  • কোন পার্টস বা ভিতরে কোন সমস্যা হলে আপনি দ্রুত তার সাথে সেরেন হৃদয় পারবেন পাশাপাশি আপনি যে কোন সময় পরিবর্তন করে নিতে পারবেন। নতুন ফ্রিজ ব্যবহারকারীরা ফ্রিতে ১০ বছরের ওয়ারেন্টি সহ নানান সুবিধা ভোগ করতে পারবেন।

অসুবিধা, 

  • ভিশন ফ্রিজের কিছু সামান্যতম অসুবিধা রয়েছে যে অসুবিধা গুলো সম্পর্কে সচেতনতা জন্য জেনে রাখা উচিত। সাধারণত সামসাং, সো আরো যে সকল দামি কোম্পানি রয়েছে তাদের চাইতে ভিশন ফ্রিজ একটু কম স্থায়ী তবে কম দামের মধ্যে ভালো মানের ভিশন ফ্রিজ পাওয়া যায়।
  • অনেক সময় দেখা যায় কুলিং পারফর্মেন্স বিভিন্ন হতে পারে। এখানে দেখা যায় কুলিং সমস্যা হলে বরফ জমে যেতে সময় নাই এবং দীর্ঘদিন ব্যবহার করলে সমস্যা হয়। নতুন অবস্থায় ভালো পারফরমেন্স দেয়। 
  • আন্তর্জাতিক বাজারে এই ব্যান্ডের সেকেন্ড হ্যান্ড বাজারে ভ্যালু বেশি পাওয়া যায় না। কারণ অন্যান্য ব্যান্ড এর চাইতে সেকেন্ড হ্যান্ড থাকলে ভালো চলে তাই এই ভিশন ফ্রিজ সেকেন্ড পুরাতন হয়ে গেলে দাম পাওয়া যায় না বিক্রি করতে হলে। 
  • কম দামের হওয়ায় এবং উন্নত প্রযুক্তি থাকলেও কিছু স্মার্ট কন্ট্রোল থাকে তবে সীমিত পর্যায়ে তাই উন্নত পর্যায় ব্যবহার করার জন্য ভালো ব্যান্ডের ফ্রিজ ব্যবহার করা উচিত। তবে আপনি কম দামে ভালো ফিচার সমৃদ্ধ ফ্রিজ ব্যবহার করতে ভিশন ফ্রিজ নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।

এছাড়া আপনি যে ফ্রিজের তুলনায় কম খরচে দেশি পণ্য হিসেবে ভালো মানের সুইচ পেতে ভিশন ফ্রিজ ব্যবহার করতে পারেন। ভিশন ফ্রিজ যাদের কম বাজেট এবং দেশীয় সার্ভিস পছন্দ করেন তাদের জন্য অন্যতম অপশন। এখানে সকল ফিচার গুলোই থাকে তবে এর বাজেট অনুযায়ী বিভিন্ন সময় দেখা যায়। অনেকটাই বেশি ফিচার যুক্ত রয়েছে। ফ্রিজগুলোর দাম কম রাখা হয় যাতে সবাই ব্যবহার করতে পারে সকল শ্রেণীর মানুষ সুতরাং এটা মধ্যবিত্ত এবং নিম্ন বৃত্ত দের জন্য ভালো অপশন। 

ভিশন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ - ২০২৫

ভিশন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ - ২০২৫ ভিশন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ বিভিন্ন ব্র্যান্ড ও মডেল অনুযায়ী দামের পার্থক্য রয়েছে। যারা একটু ভালো বাজেটের ভিতরে ভিশন ফ্রিজ ব্যবহার করতে চান তাদের জন্য নিচে দেওয়া আজকের এই ভীষণ ফ্রিজের মডেল গুলো দেখতে পারেন। এখানে ভালো মানের ভিশন ফ্রিজের মডেল উপস্থাপন করা হয়েছে এবং পাশাপাশি দাম উপস্থাপন করা হয়েছে যাতে আপনার সাধ্যের ভিতরে পছন্দ করে কিনে নিতে পারেন। 

  • মডেল, VISION glass door refrigerator RE-180L Dahlia Redmi top mount এর দাম মাত্র ৩২,৮৫০ টাকা। 
  • মডেল, VISION glass door refrigerator RE- 185L Dahlia RE- d Bottom mount এর দাম ৩৭২০০ টাকা মাত্র। 
  • মডেল, VISION glass door refrigerator Re-200L Redmi Flower বাজার মূল্য ৩৭,৮০০ টাকা মাত্র। 
  • মডেল, VISION glass door refrigerator RE- 216 যার বর্তমান বাজার মূল্য ৩৯,৩০০ টাকা মাত্র। 
  • মডেল, VISION glass door top Mount refrigerator RE- 238L Lily Flower Moroon দাম মাত্র ৪১,২০০ টাকা। 
  • মডেল,VISION GD REFRIGERATOR RE- 240L Dahlia Red-TM বাজার মূল্য ৪১,২০০ টাকা মাত্র। 
  • মডেল, ভিশন ফ্রিজ ২৫২ লিটার যার বর্তমান বাজার মূল্য ৪৩,৬০০ টাকা মাত্র।
  • এসব রয়েছে ভিশন ফ্রিজ ২৬২ লিটার যার বর্তমান বাজার মূল্য ৪৩,৯০০ টাকা মাত্র। 

আশা করি আপনি বুঝতে পেরেছেন ভিশন ফ্রিজের বর্তমান বাজার মূল্য বিভিন্ন মডেলের উপর নির্ভর করে কেমন নির্ধারণ করা হয়েছে। তবে একটি কথা বলে রাখা ভালো, এই উপরে উল্লেখিত দামগুলো ভীষণের অনলাইন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। আপনি অনলাইনে ওয়েবসাইটের এই দামগুলো থেকে একটি নির্দিষ্ট ধারণা নিতে পারবেন কিছু টাকা কম বেশি হতে পারে। আপনার এলাকার স্থানীয় শোরুম ও উপরে উল্লেখিত দামের মধ্যে কিছু কম বেশি হতে পারে। এখান থেকে ধারণা নিয়ে সেই অনুপাতে আপনার নিকটতম শোরুমে কথা বলতে পারেন।

ভিশন ফ্রিজ ১৫০ লিটার দাম ২০২৩ - ২০২৪ - ২০২৫

ভিশন ফ্রিজ ১৫০ লিটার দাম ২০২৩, ২০২৪, ২০২৫ সাল অনুযায়ী একটু কম বেশি হয়েছে তবে আপনাদেরকে একটি সঠিক ধারণা দেওয়ার জন্য নিচে মডেল অনুযায়ী বিভিন্ন ১৫০ লিটার ফ্রিজ এর দাম উপস্থাপন করলাম। উপরেও এর কিছু দাম উপস্থাপন করেছি তবে এর বিস্তারিত জানার জন্য এই তথ্যগুলো উপস্থাপন করলাম। যাতে আপনি সহজেই বুঝতে পারেন। 

ভিশন ফ্রিজ ১৬০ লিটার দাম কত জানুন

  • VISION glass Door refrigerator RE- 150L Daisy Redmi Top mount, বর্তমান বাজার মূল্য ৩২,২১০ টাকা মাত্র। 
  • প্রডাক্ট ইনফর্মেশন, ১০০% কপার কনডেন্সার
  • ১০০% ফুড গ্রেট কোয়ালিটি সম্পন্ন 
  • তিনটি লেয়ার আছে ও এন্টি ব্যাকটেরিয়াল গ্যাসকিট রয়েছে। 
  • ৬০% এনার্জি সেভিং ক্ষমতা রয়েছে।
  • আইটেম কোড, ৮৯২০৬২
  • মডেল, Vis - 150 Liter
  • মোট ক্যাপাসিটি ১৫০ লিটার, ক্রস ভলিউম ১৭৫ লিটার।
  • নেট ওজন, ৫২.২০/৪৭.৮৯ কে জি এস
  • Power, 70-75w,160-260V,50Hz.
  • Foaming density,35-37(kg/m3)

ভিশন ফ্রিজ ১৫০ লিটার ব্যবহার করলে আপনি উল্লেখিত সকল সুবিধা গুলো পেয়ে যাবেন। এবং এটা দেশি পণ্য হয় এটা আপনার বাম হাতের নাগালেই থাকবে। আপনি চাইলে আপনার বাসার প্রয়োজন মেটানোর জন্য এটি ব্যবহার করতে পারেন এটি ভিশন এর অন্যতম একটি ফ্রিজ। যা ব্যবহার করে অনেক কাস্টমার তাদের ছোট ফ্যামিলির জন্য সুরক্ষা হিসেবে গ্রহণ করেছে। খাবারের সুরক্ষায় ভিশন ফ্রিজের তুলনা নেই যা কম খরচে মানুষের সুবিধা দিয়ে থাকে।

ভিশন ফ্রিজ ১৮০ লিটার দাম কত ২০২৪ ও ২০২৫

ভিশন ফ্রিজ ১৮০ লিটার দাম কত ২০২৪-২০২৫ এবং কি কি সুবিধা রয়েছে সেই বিষয়গুলো চলুন জেনে নেয়া যাক। আসলে এই ১৮০ লিটার ফ্রিজ অত্যন্ত সুবিধাজনক এবং হাতের নাগালের ভিতরে দাম তাই অনেকেই কিনতে আগ্রহী। প্রথমের মডেল এবং বিভিন্ন সুবিধা অসুবিধা ও দামগুলো জেনে নেয দরকার কারণ এটা ফ্রিজ কেনার জন্য অন্যতম উপায়। 

ভিশন ফ্রিজ ১৮০ লিটার দাম কত ২০২৪ ও ২০২৫

  • মডেল, VISION glass Door refrigerator RE- 180L Mirror Iris top Mount বর্তমান বাজার মূল্য ৩৯,১০০ টাকা মাত্র। 
  • প্রডাক্ট ইনফর্মেশন, মডেল vis-180L,
  • Net capacity, 180L
  • Gross volume, 202 L
  • Electric rating power input, 80-85w,160-260v,50Hz
  • Climate type, (SN,N,ST,T):N~T
  • Cooling effects, freezer cabinet listen 18° c
  • Refrigerator cabinet 0° 2 + 6° C
  • Net weight, 60.69/55.96kgs

সাথে পাচ্ছেন আল্ট্রা মডার্ন গ্লাস ডোর কালার, অনেক ভালো কুলিং ব্যবস্থা, হাইজেনিক ক্লিন ইয়ার, অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট, হিউজ স্টোর কেপাসিটি, ফুড গেট মেটেরিয়ালস, লো লয়েস কম্প্রেসার, এছাড়াও পাচ্ছেন, R600a Refrigerant - HFC Free। তালা চাবি এবং সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। টেম্পারেচার কন্ট্রোলার মেশিন রয়েছে ইজি অপারেটিং সিস্টেম রয়েছে। ইন্টেরিয়র এলইডি লাইট এবং ১০০% কপার কনসিডার।

ভিশন ফ্রিজ ২০০ লিটার দাম কত জানুন 

ভিশন ফ্রিজ ২০০ লিটার দাম কত এটা জানার জন্য আপনি নিচের তথ্যগুলো দেখুন। ভিশন ফ্রিজে ২০০ লিটারের দাম এবং কি কি ফিচার পাবেন সে বিষয়গুলো একটু জেনে রাখুন। পুলিশে কয়েকটি মডেল অনুযায়ী ২০০ লিটারের দাম উপস্থাপন করলাম যা ভীষণের অনলাইন ওয়েবসাইট থেকে জানানো হয়েছে তবে আপনার এলাকায় যেই শোরুম গুলো রয়েছে সেখান থেকে এই দামের কিছুটা কম বেশি হতে পারে তবে একটি আনুমানিক নির্দিষ্ট ধারণা পাওয়ার জন্য এই তথ্যগুলো জানা দরকার।

আরো পড়ুনঃ সকল পোকো মোবাইল বাংলাদেশ প্রাইস কত ও র‍্যাম রম বিষয়ে বিস্তারিত জেনে নিন 

  • ভিশন মডেল, RE - 200 L Mirror blue flower top Mount দাম মাত্র ৩৭,৯০০ টাকা। 
  • ভিশন মডেল, Re -200L Mirror purple flower top Mount যার দাম বর্তমানে ৩৭,৯০০ টাকা মাত্র। 
  • ভিশন, Re -200L purple peony too mount বাজার মূল্য ৩৬,৯০০ টাকা মাত্র। 
  • এছাড়াও মোট ভলিউম ২০০ লিটার 
  • ক্রস ভলিউম ২২৬ লিটার
  • Electrical rating output power ,160-260V,50Hz
  • With direct cool refrigerator, cooling effect freezer cabinet 18° C
  • Cooling effect refrigerator cabinet 0°c to -6°C

 

ভিশন ফ্রিজ ২০০ লিটার দাম কত জানুন

এছাড়াও উপরে উল্লেখিত সকল সুবিধা পেয়ে যাচ্ছেন যা অন্যান্য ভিশন ফ্রিজের ক্ষেত্রে বলা হয়েছে। আপনি যদি নিশ্চিন্তা এই সেফটি সহকারে ফ্যামিলি নিরাপত্তা ভাবেন তাহলে এই ফ্রিজ কিনতে পারেন খুব কম দামে এবং ভালো ফিচার সমৃদ্ধ। যা আপনার প্রয়োজন মেটাতে সক্ষম এবং আপনার ফ্যামিলির শারীরিক হেলথ কে সুস্থ রাখতে সক্ষম। 

ভিশন ফ্রিজ ২১৬ লিটার দাম কত জানুন

ভিশন ফ্রিজ ২১৬ লিটার দাম কত জানার জন্য নিচের তথ্যগুলোর সাথে যে ফিচার গলো পেয়ে যাবেন তা দেখে নিতে পারেন। সাধারণত যাদের মিডিয়াম মাপ বড় সাইজের ফ্রিজ দরকার তারা ভীষণের ফ্রিজ কিনতে চাইলে এই ফ্রিজটি ব্যবহার করতে পারেন। তাই নিচে এর বিস্তারিত বিষয় গুলো দেখুন এবং আপনার পছন্দ হলে কিনে নিতে পারেন সাশ্রয়ী দামের মধ্যে রয়েছে। 

ভিশন ফ্রিজ ২১৬ লিটার দাম কত জানুন

  • ভিশন ফ্রিজ মডেল, VISION glass Refrigerator RE-216 L pansy Fancy Bottom Mount বর্তমান বাজারমূল্য ৪০ হাজার ৯০০ টাকা মাত্র। এবং যে সুবিধা রয়েছে দেখে নিন। 
  • সর্বমোট ক্যাপাসিটি রয়েছে ২১৬ লিটার। গ্রোস ভলিউম রয়েছে ২৬৯ লিটার।
  • Electric output power 85-90w,160-260V,50Hz
  • Direct cool refrigerator 
  • Freezer cabinet 18°C, refrigerator cabinet 0°C to +6°C
  • Swimming density,35-37(kgs)

Temperature controller machines, easy operating system, enterior LED light, এছাড়াও 100% কপার কনসিডার এবং কম শব্দযুক্ত কম্প্রেসার, খাদ্য নিরাপত্তা এবং ফুড গ্রেট প্লাস্টিক, সাথে এন্টি ব্যাকটেরিয়াল গ্যাস কিটসহ আরো হাইজেনিক ক্লিনিয়ার ব্যবস্থা রয়েছে। আপনি নিঃসন্দেহে এই ফিচারগুলো সহকারে এই ভিশন ফ্রিজের মডেল ২১৬ ব্যবহার করতে পারেন।

ভিশন ফ্রিজ ২৫২ লিটার দাম কত জানুন

ভিশন ফ্রিজ ২৫২ লিটার দাম কত এবং কি কি ফিচার রয়েছে সে বিষয়গুলো জেনে নিন। সাধারণত ভিসা অফিস ২৫২ লিটার ২০২৪ এবং ভিশন ২৫২ লিটার দাম ২০২৩ সালে যে দাম ছিল। সেই মূল্য কিছুটা পরিবর্তন হয়ে এখন বর্তমান যে মূল্য রয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এছাড়াও যে সুবিধা-অসুবিধা গুলো রয়েছে তা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি তাই ভিশন ফ্রিজের যেই মডেলই হোক না কেন এই সুবিধাগুলো পাওয়া যায়।

আরো পড়ুনঃ প্রতি মাসে ২০-৫০ হাজার ইনকামের ৯টি উপায় জেনে কোটি টাকা আয় করুন 

  • মডেল, BISION glass door refrigerator smart Dis. RE- 252L blue River Bottom Mount বর্তমান বাজার মূল্য, ৪৫,৪০০ টাকা মাত্র। 
  • অন্য মডেলের মধ্যে এই মডেলটি অত্যন্ত ভালো, যাদের পরিবারের লোক সংখ্যা বেশি এবং বেশি খাওয়ার সংরক্ষণ করা প্রয়োজন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। 

সকল সুবিধা এটাতে রয়েছে নেট ভলিউম ২০০ লিটার, ক্রস ওয়েট বা নেট ওয়েট ৫৮/৫৩ কেজিএস,: ফোমিং ডেনসিটি, ৩৫-৩৭ কেজি/এম৩, ও ডিপি ০, এখানে আল্ট্রা মডার্ন গ্লাস ডোর কালার রয়েছে, সেভেন সিগমেন্ট ডিজিটাল ডিসপ্লে, ইনসাইড টেম্পারেচার এক্সেপ্ট ডোর ওপেন এন্ড ক্লোজ, অটো স্পেল মোড, মোর এনার্জি এফিশিয়েন্ট, স্মুথ পারফরম্যান্স ভেরিফাস্ট কুলিং স্পিরিট, দেবস্টিং ম্যানুয়াল এবং টেম্পারেচার কন্ট্রোলার এলইডি লাইট ও নতুন নতুন ফিচার রয়েছে। 

ভিশন ফ্রিজ ২৬২ লিটার দাম কত জানুন 

ভিশন ফ্রিজ ২৬২ লিটারের দাম নির্ধারণ করা হয়েছে যা তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এ ভিশন ফ্রিজ অত্যন্ত আধুনিক এবং উন্নত ফিচার সমৃদ্ধ। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন কুলিং সিস্টেম এবং উপরে উল্লেখিত অন্যান্য মডেলের মধ্যে যে সুবিধা সকল রয়েছে তার সকল সুবিধাগুলো। এর ধারণ ক্ষমতা ২৬২ লিটার ডিরেক্ট কুলিং রেফ্রিজারেটর রয়েছে। 

  • এছাড়াও আপনি ক্রস ভলিউম পেয়ে যাবেন ২৭১ লিটার, সাথে ফ্রিজ ৯৫ থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, এবং ১৬০-২৬০V,50Hz  চলে, এটি T~N জলবায়ু অঞ্চলের জন্য উপযুক্ত, ফ্রিজের অংশে ১৮°c তাপমাত্রা রাখতে পারে।
  • এছাড়াও রেফ্রিজারেটরের অংশে ০°c থেকে +৬°c তাপমাত্রা বজায় রাখতে পারে। টপ মাউন্ট গ্লাস ডোর রেফ্রিজারেটর যা নীরব হোয়াইট এবং পার্পেল রঙে পাওয়া যায়। এই ফ্রিজের বর্তমান বাজার মূল্য রয়েছে, ৪৫,৭০০ টাকা মাত্র। 

এছাড়াও উপরে যে সুবিধা এবং ফিচারগুলো কথা বলা হয়েছে। তোর সবগুলো ফিচারও এই ফ্রিজের মধ্যে রয়েছে। তাই আপনি ভীষণের যেকোনো ফ্রিজ ব্যবহার করে। কম সহজে এই উন্নত ফিচারগুলো পেয়ে যাবেন। আশাকরি আপনার যে ২৬২ লিটার ফ্রিজের সম্পর্কে জানার সকল বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে যা আপনাকে সঠিক ফিরেছে যাচাই করার জন্য এবং এর কার্যক্ষমতা সম্পর্কে জানার জন্য সাহায্য করবে। 

ভিশন ফ্রিজ ১৬০ লিটার দাম কত জানুন 

ভিশন ফ্রিজ ১৬০ লিটার দাম কত জানার জন্য নিচের তথ্যগুলো দেখুন। কি কি ফিচার রয়েছে সে বিষয়গুলো যুক্ত করা আছে এবং আপনি ফ্রিজ কেনার জন্য যে বিষয়গুলো জানা দরকার সে সকল বিষয়ে এখানে জানতে পারবেন। আচরণ মডেল অনুযায়ী বিভিন্ন দাম রয়েছে তা দেখি। ভিশন ফ্রিজ বাংলাদেশের অতি পরিচিত ও জনপ্রিয় একটি ফ্রিজ দ্বারা ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় অন্যান্য ফ্রিজের তুলনায়। তাই এর মডেল ও দাম দেখুন। 

  • ফ্রিজের মডেল, VISION glass door refrigerator RE- 160 blue FL-BM যার বর্তমান বাজার মূল্য ৩২,১০০ টাকা মাত্র। 
  • মোট ক্যাপাসিটি ১৬০ লিটার, ক্রস ভলিউম ১৭৭ লিটার, নেট ওয়েট, ৪৪.২০০/৪০.২৮ kgs। 

ভিশন ফ্রিজ ১৬০ লিটার দাম কত জানুন

উপরের যে বৈশিষ্ট্য গুলো রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, হাইজেনিক ক্লিনার, বেস্ট এন্ড ফাস্ট স্টোরিস ক্যাপাসিটি, ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার, টেম্পারেচার কন্ট্রোলার, সহজ কন্ট্রোলিং সিস্টেম। সব মিলে একবার উপযুক্ত হিসেবে তৈরি করা হয়েছে এই ভিশন ফ্রিজ। যা ব্যবহার করে কি আরো সহজ এবং নিরাপদে খাবার রাখার জন্য সাহায্য করে। দীর্ঘদিন খাবার রাখা যায় এবং প্রাকৃতিক ভাবে খাবার তাজা ও সক্রিয় থাকে। যার ফলে এটি দিন দিন ব্যবহার তারে আরো বেশি ব্যবহারের জন্য আগ্রহী হচ্ছে। 

ভিশন ফ্রিজ দাম নিয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন এবং উত্তর 

প্রশ্নঃ ভিশন ফ্রিজ ৩৫০ লিটার রেফ্রিজারেটর প্রাইস ইন বাংলাদেশ? 

উত্তরঃ বাংলাদেশ ভিশন Re 350 লিটার এর সর্বনিম্ন দাম ৩৬,৪৯০ টাকা মাত্র।

প্রশ্নঃ রেফ্রিজারেটর কি? 

উত্তরঃ রেফ্রিজারেটর হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা খাবার বা বিভিন্ন পানি ও ঠান্ডা করে সংরক্ষণ করে। এটি একটি তাপ নিরোধক বাক্স যেখানে একটি রেফ্রিজারেটর নামক উপাদান ব্যবহার করে ভেতরে তাপমাত্রা বাহিরের পরিবেশে থেকে কম রাখে। এই প্রক্রিয়ায় বিভিন্ন খাবার ও পানীয় সংরক্ষণ করার মেশিনকে রেফ্রিজারেটর বলে। 

প্রশ্নঃ হিমালয়ের তাপমাত্রা কত? 

উত্তরঃ ৮৫ সেন্টিমিটার থেকে ১৮৫ ফারেনহাইট তাপমাত্রায় গলে যায়। এবং ৩২ সিএম থেকে ৪০ সিএম থেকে তাপমাত্রার মধ্যে সীমাবদ্ধ হয় বা জমাট বাঁধে।

প্রশ্নঃ ফ্রিজ কে আবিষ্কার করেন? 

উত্তরঃ এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া ছিল যেখানে অনেক বিজ্ঞানী ও প্রকৌশল অবদান রেখেছে। এখানে একক ভাবে কেউ আবিষ্কারক নয় তবে গুরুত্বপূর্ণ কিছু নাম উল্লেখ করা যায়, যেমন উইলিয়াম কুলিন, ১৭৪০ সালে প্রথম কৃত্রিম রেফ্রিজারেটর এর ধারণা দেন। জন গরি ১৮৫০ এর দশকে হিমায়িতকরণ নিয়ে কাজ করেন, বাণিজ্যিকভাবে ভূমিকা রাখে, এছাড়া ১৯১৩ সালে ফ্রেড ডব্লিউ, উলফ প্রথম ঘরোয়া বৈদ্যুতিক রেফ্রিজারেটর তৈরি করে। এবং ১৯১৬ সালে ক্যাবিনেটের নিচে একটি কম্প্রেসার সহ একটি স্বয়ংসম্পূর্ণ রেফ্রিজারেট তৈরি হয়।

প্রশ্নঃ রেফ্রিজারেটর কত প্রকার? 

উত্তরঃ রেফ্রিজারেটর সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ডবল সিঙ্গেল এবং সাইট, বাই সাইট টপ ফ্রিজার বটম ফিচার এছাড়াও এদের মধ্যে ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হয়। আমার নন ফাস্ট মডেল দেখা যায়। 

প্রশ্নঃ ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত? 

উত্তরঃ কিসের তাপমাত্রা সুদ ১.৭ থেকে ১.৩° সেলসিয়াস রাখা উচিত। পর্যায়ে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না। তবে ঋতুভেদের পরিবর্তন করা উচিত।

শেষ মন্তব্যঃ ভিশন ফ্রিজ ১৫০ লিটার দাম কত ২০২৪ - ২৫

আপনারা যদি ভীষণ ফ্রিজ দাম মডেল ও বিভিন্ন ডিজাইন অনুযায়ী কিনতে যান তাহলে আজকের এই তথ্যগুলো আপনার জন্য বিশেষভাবে উপকার করবে। বর্তমানে ভিশন ফ্রিজ একটি জনপ্রিয় বাংলাদেশি ইলেকট্রনিক ব্যান্ড। ভীষণ বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে আমাদের সবার কাছে পৌঁছে দেয়। সুতরাং আজকের এই পোস্টটি পড়ে আপনি ভিশন ফ্রিজের সকল বিস্তারিত বিষয় সম্পর্কে জানতে পারবেন।

বিভিন্ন ধরনের মডেল ও কোয়ালিটি সম্পন্ন রেফ্রিজারেটর নিয়ে আপনাদের সামনে এর কোয়ালিটি ও বিভিন্ন গুনাগুন উপস্থাপন করেছি এখান থেকে আপনি খুব সহজে আপনার পছন্দ ও প্রয়োজনমতো মডেল ও লিটার সম্পূর্ণ ভিশন ফ্রিজ এর দাম জেনে নিতে পারবেন এবং সেটা বাসায় ও বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। সাধারণত আমরা বিভিন্ন ব্যান্ডের ফ্রিজ ব্যবহার করি তবে কম দামের মধ্যে ভালো ব্র্যান্ডের ফ্রিজ ব্যবহার করতে এই ফ্রিজ অন্যতম সেরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Post Page Ad Right After Title