রেডমি ফোনের দাম বাংলাদেশ ২০২৫ - রেডমি আপডেট ফোনের র‍্যাম রোম দেখুন

প্রিয় মোবাইল প্রেমী বন্ধুরা আপনি কি রেডমি ফোনের দাম বাংলাদেশ ২০২৩ থেকে ২৫ এর মধ্যে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো র‍্যাম রোম সম্পর্কে জানতে চান? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য উপযুক্ত।

রেডমি-ফোনের-দাম-বাংলাদেশ-২০২৫

এখানে আলোচনা করা হয়েছে রেডমি মোবাইল ফোনের দাম ২০২৪ বাংলাদেশ, রেডমি ৪/৬৪ দাম কত? রেডমি সকল আপডেট ফোন গুলোর দাম ও বিস্তারিত বিষয়ে জানুন।

পোস্ট সুচিপত্রঃ রেডমি ফোনের দাম বাংলাদেশ যা যা আছে জানুন

ভূমিকা

রেডমি ফোনের দাম বাংলাদেশ আগস্টের ২০২৫ সাল পর্যন্ত যেই দাম ছিল সেই অনুপাতে আজকের দাম গুলো উল্লেখ করা হয়েছে। রেডমি মধ্যে অনেক রকমের কোয়ালিটি সম্পন্ন ফোন রয়েছে। যে ফোনগুলো ১০ থেকে ২৯ হাজার টাকার মধ্যে প্রাইস রয়েছে। এর দাম কম বেশি হওয়ার কারণ রেম রোম, স্টোরেজ এবং অন্যান্য স্পেসিফিকেশনের উপর নির্ভর করে হয়। আমরা অক্সিমি রেডমি বাংলাদেশ ওয়েবসাইট থেকে বিভিন্ন মডেলের দাম সম্পর্কে জানতে পারি যা বর্তমানে প্রচলিত রয়েছে। 

আরো পড়ুনঃ টিকটক আইডি খোলার নিয়ম জেনে টাকা ইনকাম করার উপায় দেখুন

সাধারণত নিচে আমরা পর্যায়ক্রমে জানবো কোন ফোনের কি ধরনের দাম হতে পারে এবং এই ফোন গুলোর মধ্যে কি কারনে দামের কম বেশি রয়েছে। সাধারণত আমরা দেখি যে একই ধরনের ফল কিন্তু মডেল কম বেশি হওয়ার কারণে দামের অনেকটাই কম বেশি থাকে। এর কারণগুলো জানতে পারবেন আজকের আর্টিকেলটি থাকে এবং আরো বিস্তারিত বিষয়গুলো জানতে এই তথ্যগুলো পড়তে থাকুন। 

রেডমি ফোনের দাম বাংলাদেশ ২০২৫

রেডমি ফোনের দাম বাংলাদেশ বর্তমান যেই অনলাইন এবং অফলাইন প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখান থেকে মানুষ বিভিন্ন ধরনের ফোন ক্রয় করে। সেই অনুপাতে রেডমি ফোনের মডেল অনুযায়ী যে দাম গুলো রয়েছে তারা একটি সঠিক ধারণা দেওয়ার জন্য আপনি নিচের তথ্যগুলো দেখে নিতে পারেন এখানে একটি ফোনের কত রকমের মডেল এবং কি দামের তারতম্য রয়েছে সে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে।

সাধারণত রেডমির জনপ্রিয় ফোনের নাম গুলো, 

  1. Redmi A সিরিজের মধ্যে রয়েছে A2, A3, A2+, A3x, A5 এগুলো উল্লেখযোগ্য যা কম দামের ভিতরে পাওয়া যায় বিশেষ করে ১০ থেকে ২০ হাজার এর মধ্যে রয়েছে।
  2. Redmi সিরিজের redmi 9, redmi 10, redmi 11, redmi 12, 13, 14, 14c এই ফোনগুলো ১৩ হাজার থেকে শুরু করে ১৯ হাজার এর মধ্যে পাওয়া যায়। এগুলো রেম রম এর পার্থক্য থাকার কারণে দামের কমবেশি বা তারতম্য হয়ে থাকে।
  3. Redmi note সিরিজের জনপ্রিয় কিছু ব্যান্ড: redmi Note 10, redmi Note 10 Pro, Max, এছাড়াও redmi note 11s 11 Pro, 11 Pro+এগুলোর বাংলাদেশি প্রাইস 4gb + 64gb ১৯৪৯৯ থেকে 8GB + 128 স্টোরেজ এর বাজার মূল্য ২৪৪৯৯ হয়।
  4. Redmi note official 8 জিবি 128 জিবি স্টোরেজের দাম হয়ে থাকে সর্বোচ্চ ২৯৯৯৯ টাকা। এছাড়াও আপনি নিচের দিকে স্পেশালি সন এবং ক্যামেরা ব্যাটারি প্রসেসর এর তুলনামূলক বিষয়গুলো জেনে নিতে পারেন। 

রেডমি নোট সহ রেডমি ফোনের বাংলাদেশ দামের যে তারতম্য রয়েছে। এর প্রধান কারণ হচ্ছে এই ফোনগুলোর রেম রুম ও কাজের দক্ষতা ক্ষমতাকে কম বেশি করে রাখা হয়েছে। কারণ বিভিন্ন মানুষ রয়েছে যারা বেশি দামের ফোন ব্যবহার করতে পারে না কিন্তু রেডমি ব্যবহার করতে চাই তাদের জন্য এই সুবিধাগুলো অত্যন্ত গ্রহণযোগ্য। যেমন আমি নিজেও রেডমি ফোন ব্যবহার করি। আপনি কম দামের মধ্যে রেডমি ফোনের জন্য ব্যবহার করতে পারেন redmi A2।

রেডমি মোবাইল দাম বাংলাদেশ ২০২৩

রেডমি মোবাইল দাম বাংলাদেশ ২০২৩ এর জরিপ অনুযায়ী যে দামগুলো রয়েছিল তার একটি তালিকা প্রথম উপস্থাপন করলাম বিভিন্ন মডেল অনুযায়ী এর দামের তারতম্য রয়েছে। স্বাগত রেডমি ১০ থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত বা তারও বেশি দামের রেডমি ফোন রয়েছে। তবে সাধারণ বাজেটের দামগুলো ১০ থেকে ২০ এর মধ্যে রয়েছে, এছাড়া মিড রেঞ্জ এবং ফেকশিপ মডেল গুলোর দাম ২০ হাজার টাকার উপরে রয়েছে। 

রেডমি মোবাইল দাম বাংলাদেশ ২০২৩

মডেল গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো redmi 12, redmi note 12, redmi 13c উল্লেখযোগ্য এর দাম গুলো দেখুন, 

  • Redmi Note 7 Pro এর দাম ৮৪৯০ টাকা মাত্র।
  • Xiaomi redmi Note 7 এর দাম ৮৭০০ টাকা মাত্র। 
  • Redmi Note 8 Pro এর দাম ৯৯৯৮ টাকা মাত্র। 
  • Xiaomi redmi 5 এর দাম ৬১০০ টাকা মাত্র। 
  • Xiaomi redmi Note 14c এর দাম ১০৫০০ টাকা মাত্র। 
  • Xiaomi redmi note 7s এর দাম ঢাকা থেকে অনলাইনে অর্ডার করলে মাত্র ২০,০০০ টাকার পরিবর্তে ৮৬১১ পেয়ে যাচ্ছেন।
  • Xiaomi Redmi 13c এর দাম ৮,৯৯৯ টাকা মাত্র। 
  • Xiaomi redmi note 14 Pro Plus এর দাম ৪২০০০ টাকা মাত্র। 
  • Xiaomi MI 8 lite 4G /64 GB দাম ৯,৫৫০ টাকা মাত্র। এটি 4g ডবল সিম, ডিসপ্লে 6.2৬ ইঞ্চি, রেম 4g, ব্লাইন্ড স্টোরযে 64 জীবী।
  • Xiaomi redmi tourbo3 এর বর্তমান প্রাইস ৩৫০০ টাকা মাত্র। নেটওয়ার্কিং সিস্টেম ৫ জি এতে ডবল সিম রয়েছে। ইমিউনিটি ওয়াটার রেজিস্টার আইপি ৬৪ ডাস্ট। ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, ১২ জিবি রাম, বিল্ড ইন মেমোরি ২৫৬ জিবি, ইন্টার্নাল মেমোরি n/a, ক্যামেরা ৫০ মেগা পিকচার ও সামনে ৮ মেগা পিকচার। এন্ড্রইড ভার্সন ১৪ হাইপার ও এক্স। 
  • Proximity 14 ultra full specification এর দাম ৯৭ হাজার টাকা মাত্র, 4g নেটওয়ার্ক, জিএসএম/সিডিএমএ সুবিধা রয়েছে। ডাবল সিম, ডিসপ্লে ৬.৭৩ সাউন্ড লাউড স্পিকার, রেম ১২ জিবি, বিল্ড মেমোরি ২৫৬ জিবি, ক্যামেরা ৫০+৫০+৫০+৫০ মেগা পিকচার, ফ্রন্ট ক্যামেরা সিঙ্গেল ৩২ মেগাপিক্সেল। সেন্সর ফিঙ্গারপন্ট। ব্যাটারি ফিক্সড এবং ব্যাটারি ক্যাপাসিটি ৫ হাজার এম্পিয়ার নন রিমুভাল।
  • Oxime redmi Note 3 Pro 4G এর দম ৪০ হাজার টাকা মাত্র। জিএসএম রয়েছে নেটওয়ার্ক 4g, ন্যানো সিম ডাবল স্ট্যান্ড, ডিসপ্লে ৬.৬৭ এর রেম ৮ জিবি, ক্যামেরা ত্রিপল ফ্রন্ট ক্যামেরা সিঙ্গেল, ৫ হাজার এম্পিয়ার ব্যাটারি এবং ফিক্সড এই ফোনের মোট ওয়েট ১৮৮ গ্রাম।
  • Xiaomi redmi k70 এর দাম মাত্র ৪২০০০ টাকা মাত্র, নেটওয়ার্কিং সিস্টেম 4g, ডাবল সিম ন্যানো সিম ডবল স্ট্যান্ড বাই, ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি, এর রেম ১৬ জিবি, ক্যামেরা ৫০,৮,২ মেগা পিকচার। ফন্ট ১৬ এমপি, ভিডিও ৮k × ২৪ fps, এটাও ৫ হাজার এম্পিয়ার এবং ব্যাটারি ফিক্সড ২০৯ মোট ওজন। ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ও অন্যান্য সুবিধা রয়েছে। 
  • Xiaomi poco M4 5G এর দাম হচ্ছে ১৫ হাজার টাকা। জিএসএম এবং এইস এস পি এ রয়েছে। ডাবল সিম রয়েছে। ডিসপ্লে ৬.৫৮ ইঞ্চি। 
  • Xiaomi 12T pro এর দাম ৭৫ হাজার টাকা মাত্র। এর নেটওয়ার্ক ৫ জি, ডিসপ্লে ৬.৬৭, রেম ১২ জিবি, ব্যাটারি Li - po5000 ampr, ক্যামেরা ২০০, ৮, ২ মেগা পিকচার, ফন্ট ক্যামেরা, ২০ মেগা পিকচার।

আশাকরি আপনি রেডমি ফোনের দাম বাংলাদেশ অনুযায়ী মডেল এবং রেম গুলোর দাম রয়েছে সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন। সাধারণ কথায় বলতে গেল, প্রত্যেকটা মানুষের যেকোনো ফোন কিনার আগে তার পছন্দের বিষয়গুলো জেনে নিতে চাই। এছাড়া আপনি যদি রেডমি ফোন কিনতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি থেকে জানতে পারবেন কোন ধরনের ফোন কোন ক্যাপাসিটি সম্পন্ন করলে কত দাম হতে পারে। এগুলো জানার জন্য আজকের এই পোস্টটি উপস্থিত রয়েছে।

রেডমি আপডেট ফোন গুণাগুন 

রেডমি আপডেট ফোন বাংলাদেশের প্রচুর প্রচলিত রয়েছে বর্তমানে এই ফোন গুলোর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই রেডমি ব্র্যান্ড পছন্দ করেন। বিশেষ করে যারা নতুন ফোন কিনছে বর্তমান সময়ে তারা রেডমি কে অনেক প্রাধান্য দিচ্ছে। রেডমি বর্তমান ফিচারগুলো এতটাই মুগ্ধকর। এটি দাম অনুযায়ী ভালো পারফরম্যান্স দেয় বেশিরভাগ রেডমি ফোনে ৫ হাজার এম্পিয়ার ব্যাটারি রয়েছে।

আরো পড়ুনঃ মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার বিস্তারিত জানুন 

বর্তমানে রেডমি আপডেট ফোন ব্যবহার করে ভালো মানের ক্যামেরা পাওয়া যাবে এআই সাপোর্ট পাওয়া যায়। ৫০ মেগা পিকচার থেকে ৬৪ মেগাপিক্সেল এবং ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত রেডমি সিরিজের ফোন গুলোর মধ্যে ক্যামেরা ক্যাপাসিটি দেওয়া রয়েছে। আপনি চাইলে নাইট মোড, প্রোটেট মোড, ও মাইক্রো লেন্স সহ আরো অনেক ধরনের ফিচার পাবেন এই ফোনগুলোর সাথে যা ফোনগুলো কি আরও আকর্ষণীয় করে তোলে। 

রেডমি আপডেট ফোন গুণাগুন

এই ফোন গুলোর ইন ফ্রয়েড সেন্সর দেওয়া থাকে যা টিভি এবং এসি ইত্যাদি কন্ট্রোল করার সম্ভব। রেডমি নোট সিরিজের প্রিমিয়াম ডিজাইন গুলো খুবই ব্ল্যাংক হয়ে থাকে এগুলো গর্জিয়াস এবং প্রত্যেকটি গর্লিরা ক্লাস দিয়ে প্রটেক্টর দেয়া থাকে। নিজে কিছু আপডেট ফোনের লিস্ট উল্লেখ করা হলো যা দেখে আপনি বুঝতে পারবেন ২০২৫ সালের রেডমি সব নতুন ফিচার যা অত্যন্ত সুবিধাজনক এবং মানুষের ব্যবহারের বেশি প্রশংসনীয়।

রেডমি ফোনের ফোন সম্পর্কে যে বিষয়গুলো জানা উচিত 

রেডমি ফোন কিনার জন্য আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়ের জন্য চলুন জেনে নেওয়া যাক। আমরা অনেকেই দেখ বিভিন্ন ফোন কিনার আগে তার র‍্যাম রুম এবং বিভিন্ন বিষয়ে দেখি। জাপানের ধারণক্ষমতা এবং কার্যক্ষমতা কোয়ালিটি বোঝাতে সক্ষম। প্রকৃত অর্থে আমাদের জানা উচিত যে বিষয়গুলো যা ফোনের জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো হলো, 

রেডমি ফোনের ফোন সম্পর্কে যে বিষয়গুলো জানা উচিত

  • যে ফোনটি কিনবেন সেই ফোনটিকে অবশ্যই বৈধ বা রেজিস্ট্রেশন থাকতে হবে। IMEI জানতে হলে, *#০৬# ডায়াল করতে হবে আপনার ফোনের ডায়াল অপশন থেকে।
  • ডিসপ্লে টেস্ট এর বিষয়ে জানতে হলে, *#*#০#*#*ডায়াল করতে হবে। 
  • ব্যাটারি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে *#*#৪৬৩৬#*#* ডায়াল করতে হবে।
  • রিসেট টেস্ট ফোন জানার জন্য *২৬৭৬*৩৮৫৫# ডায়াল করতে হবে।
  • কাচিন স্কিন যে করার জন্য আপনাকে *#*#২৬৬৩#*#* ডায়াল করতে হবে। 

আপনি যদি একটি ফোন কিনে রাখে এই বিষয়গুলো চেক করে নিন তাহলে অবশ্যই কোন সম্ভাবনা থাকবে না। যদি কোনভাবে এই ফোনটি চেক করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফোনটি নির্ভেজাল এবং সঠিক পণ্য হিসেবে। অনেকে প্রতারণার শিকার হয় তাই আপনাদের সুবিধার্থে রেডমি ফোনের এই বিষয়গুলো থেকে নিয়ে আপনি খুব সমিতি আপনার কাঙ্খিত কোনটি নিঃসন্দেহে কিনতে পারেন। আশাকরি বুঝতে পেরেছেন কি কি জানা উচিত একজন মানুষের ফোন কেনার জন্য। 

সংক্ষিপ্ত ও প্রশ্নের উত্তর রেডমি ফোন সম্পর্কে 

প্রশ্নঃ redmi note 12 Pro Plus 5G স্মার্টফোনের বাংলাদেশ ও ভারতের দাম?

উত্তরঃ redmi note 12 Pro Plus 5G এই ফোনটির বাংলাদেশের দাম ৪৫ হাজার থেকে ৪৮ হাজার এর ভিতরে এবং ভারতের অফিশিয়াল দাম ৮ জিবি রেম ২৫৬ জিবি স্টোরেজ এর দাম ২৫৮৪৯ রুপিয়া।

প্রশ্নঃ শাওমি রেডমি নোট ১২ এর দাম কত?

উত্তরঃ রেডমি নোট 12 ফোনের 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্টজ, ব্রাইটনেস ১২০০, ডিসপ্লে রেজুলেশন ১০৮০ থেকে ২৪০০, প্রীতম ১২০০০ থেকে ১৬৯৯৯ পর্যন্ত রয়েছে।

প্রশ্নঃ ১৫ হাজার টাকার মধ্যে কোন মোবাইল ফোন ভালো?

উত্তরঃ ১৫ হাজর মধ্যে সামসাং গ্যালাক্সি রেডমি, রিইলমী, অক্সিমো রেডমি 13c ব্যবহার করতে পারেন।

প্রশ্নঃ বাংলাদেশের রেডমি ১২ এর দাম কত? 

উত্তরঃ বাংলাদেশের ঈদ মোবারক এর দাম ১৯,৯৯৯ টাকা মাত্র। ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোন ধরনের অনলাইন কাজ ও গেম খেলতে পারবেন।

প্রশ্নঃ রেডমি নতুন সেট কোনটি? 

উত্তরঃ রেডমি নতুন ফোনের আপডেট ভার্সন গুলো যেগুলো যেগুলো যেগুলো যেগুলো যেগুলো যেগুলো যেগুলো যেগুলো যেগুলো যেগুলো যেগুলো যেগুলো রয়েছে সেগুলোর নাম আপনাদেরকে উল্লেখ করা হলো, Redmi 12, Redmi 13c, Redmi note 13, Redmi 3 Pro Max, Redmi A5। 

আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা

শেষ মন্তব্য রেডমি ফোনের দাম বাংলাদেশ 

রেডমি ফোনের দাম বাংলাদেশ ২০২৫ যে নতুন রেডমি মোবাইল দাম জানার জন্য আপনি আজকে এই পোস্টটি ওপেন করলে অবশ্যই বিস্তারিত জানতে পেরেছেন। রেডমি নতুন ফোন গুলো উল্লেখ করেছি রেডমি আপডেট ফোন যেগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা আছে। আপনি খুব সহজেই আজকের এই পোস্টটি থেকে রেডমি সকল ফলের সম্পর্কে বিভিন্ন ধারনায় জানতে পারবেন স্পষ্টভাবে।

আপনি যদি একজন রেডমি হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে এই এগুলো লিখিত ফোনগুলো ব্যবহার করতে পারেন যা অত্যন্ত মার্জিত এবং নিখুঁতভাবে ইন্টারনেট এবং বিভিন্ন কাজ করার জন্য ব্যবহার করা যায়। সহজেই আপনার কাজগুলোকে গুরুত্বপূর্ণভবে করার জন্য এবং নেটে বিভিন্ন কাজ করার পাশাপাশি গেমিং ও অনলাইন কাজের জন্য এই ফোনগুলো উপযুক্ত। আমি নিঃসন্দেহে রেডমি প্রো ম্যাক্স বা রেডমি এ ৫ ব্যবহার করতে পারেন।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Post Page Ad Right After Title