ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সকল লিটার অনুযায়ী দাম জেনে নিন

ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। কারণ এখানে বাংলাদেশি ভিশন রাইস কুকার ৩ লিটার প্রাইস ইন বাংলাদেশ সহ সকল মডেলের দাম উল্লেখ করা হবে।

ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

সাধারণত এই ভীষণ রাইস কুকারের দাম ২ হাজার থেকে শুরু করে ৫ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়াও ভীষণ কোম্পানি তার প্রোডাক্টের বিপ্লব মডেল ও নির্দিষ্ট বিক্রেতার উপর ভিত্তি করে এর মূল্য পরিবর্তন করতে পারে।

পোস্ট সুচিপত্রঃ ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সকল লিটার অনুযায়ী দাম জেনে নিন

ভূমিকা 

আপনি যদি ভিশন রাইস কুকার ৩ লিটার প্রাইস ইন বাংলাদেশ ও ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে নিচের তথ্যগুলো দেখুন এখানে স্পষ্টভাবে এর ক্যাপাসিটি এবং বিভিন্ন কার্যক্রম সহ কেন এই ভিশন রাইস কুকার ব্যবহার করবেন সে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হবে। আসলে আপনি যদি ভালো মানের রাইস কুকার ব্যবহার করতে চান তাহলে ভীষণ রাইস কুকার ব্যবহার করতে পারেন।

ভিশন রাইস কুকারের সুবিধা সমূহের মধ্যে রয়েছে এটা দ্রুত ও সহজে রান্না করা যায়। এবং রান্না শুরু করে দেওয়ার পর নির্দিষ্টভাবে স্বয়ংক্রিয় অবস্থায় বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর্যন্ত ভাত গরম ও খাবার উপযুক্ত রাখতে পারে। আমার এই উপকার গুলোর মধ্যে পেয়ে যাবেন মাল্টি ফাংশনাল ব্যবহার। আপনি চাইলে ভাতের পাশাপাশি খিচুড়ি পোলাও, নুডুলস, চুপ, ভাপা মাছ, এমনকি চাইলে কেক ও বানাতে পারবেন। এগুলোর অনেক গুলোর মধ্যে স্টিমার বাস্কেট থাকে।

আরো পড়ুনঃ সিঙ্গার ফ্রিজ বাংলাদেশ প্রাইস 2025 সকল মডেলের লিটার অনুযায়ী দাম জানুন 

সবচেয়ে উন্নত মান সেবা হচ্ছে বিদ্যুৎসাশ্রয়ী এবং অল্প খরচে অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। পাশাপাশি আপনার পরিবারের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইজের ছোট বড় আকার অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি এই টেকসই ও নিরাপত্তার জন্য খুব উপযোগী মনে করতে পারেন কারণ এগুলো মডেল এবং বিভিন্ন স্বাস্থ্যকর মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে। আপনার প্রয়োজনীয় ঝামেলা ছাড়াই রান্না করতে পারবেন অফিস হোটেল বা বিভিন্ন জায়গায়, সাশ্রয় দাম ভালো সার্ভিস। 

ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

ভীষণ রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ এর মধ্যে যে বিভিন্ন ধরনের মডেল রয়েছে সেই মডেল অনুযায়ী দাম গুলো দেখুন। সাধারণত রাইস কুকারের আকার লিটার অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে। আপনি বিভিন্ন কালারের পেয়ে যাবেন এর মধ্যে আপনি আপনার পছন্দমত রাইস কুকার ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সুতরাং নিচের রাইস কুকার গুলির দাম দেখে নিন।

ভিশন রাইস কুকার মডেল ও দাম সমূহ, 

  • VISION rice cooker 1.0L 100 SS RED (SINGEL POT) - 2170 TAKA.
  • VISION Rice cooker 1.8L Rel-40-06RED (Double pot) - 2990 taka.
  • VISION RICE COOKER 2.2L 50-04 (Double pot) - 3450 taka.
  • VISION RICE COOKER 3.0L REL - 05-05 SS RED (Double pot) price 3670 Taka.

ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ এই মডেল গুলোর দাম জেনে নিতে পেরেছেন। আপনি যদি আরো বিস্তারিত জানতে চান ভিশন রাইস কুকার এর সম্পর্কে তাহলে নিচের তথ্য গুলো দেখুন যেখানে বিভিন্ন ক্যাপাসিটি এবং কোন মডেলের জন্য কি ধরনের সুবিধা গুলো রয়েছে সেই বিষয়েও ধারণা দেওয়ার রয়েছে। আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে নিচের তথ্যগুলো অবশ্যই জানুন।

ভিশন রাইস কুকার ২.৮ প্রাইস ইন বাংলাদেশ

ভিশন রাইস কুকার ২.৮ প্রাইস ইন বাংলাদেশ এর জন্য যে দাম নির্ধারণ করা হয়েছে তার এক ঝলকে দেখে নিন এবং এর জন্য আপনি কি ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন এবং এই রাইস কুকার টির বৈশিষ্ট্য কেমন সেই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নিতে পারবেন। ২.৮ লিটারের কুকারে অনেক উন্নত মানের ফিচার ও বৈশিষ্ট্য রয়েছে। 

 

ভিশন রাইস কুকার ২.৮ প্রাইস ইন বাংলাদেশ

মডেল, Panasonic SR-G28 2.8 L jar capacity rice cooker. বর্তমান বাজারমূল্য ৭৭৫০ টাকা মাত্র। সাথে থাকছে এক বছরের ওয়ারেন্টি।   

  • মডেল, Kiam double pot rice cooker, বাজার মূল্য ৩৪৯৯ টাকা। 2 কেজী ওজন আলো সুইচ ইন্ডিকেটর লাইট,
  • উৎপাদন স্টাইলিশ স্টিল। 
  • উইজার খরচ ৭০০ ওয়ার্ড, 
  • সাধারণত রান্না ও সেভিং ফ্যাশন হিসেবে ব্যবহৃত হয়। 
  • এখানে এনালগ কন্ট্রোল সিস্টেম ডিসপ্লে ব্যবস্থা রয়েছে। 
  • যন্ত্রাংশ খুব সহজে পরিষ্কার করা যায় এবং বৈশিষ্ট্য অটো ফ্যান অফ ফ্যাশন বা তাপমাত্রা নিয়ন্ত্রক ব্যবস্থা রয়েছে।

আপনি কি রাইস কুকার ২.৮ বাংলাদেশ প্রাইস জানতে চান। তাহলে অবশ্যই এই উপরে উল্লেখিত তথ্যগুলো আপনার জন্য উপযুক্ত ছিল। সাধারণত এর স্থান এবং জায়গার পরিবর্তনের কারণে দামের একটু কম বেশি হতে পারে। এছাড়া আপনি আনুমানিক একটি সঠিক ধারণা নেওয়ার জন্য এই তথ্যগুলো জেনে যে কোন শোরুম থেকে কিনতে সুবিধা হবে। এখানে দামের কম বেশি হলেও এই কার্যক্ষমতা বা গুণাবলী গুলো একই রকম।

ভিশন রাইস কুকার ৩ লিটার প্রাইস ইন বাংলাদেশ 

ভীষণ রাইস কুকার ৩ লিটার প্রাইস ইন বাংলাদেশ জেনে রাখুন যা মডেল অনুযায়ী বিভিন্ন সময়ের বিভিন্ন দামের কমবশি। আপনি নিজে দেখতে পাবেন দুইটি জনপ্রিয় মডেলের নাম উপস্থাপন করা হয়েছে যে মডেলের দাম গুলো হাতের নাগালের মধ্যে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ফলে এর ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাই দেখে নিন এর মডেল ও দাম ও বিভিন্ন সুযোগ-সবিধা। 

 

ভিশন রাইস কুকার ৩ লিটার প্রাইস ইন বাংলাদেশ

  • মডেল, Vision MC-3.0L steeless Steel smart rice cooker বর্তমান ৩ হাজার ৮০০ টাকা পর্যন্ত হতে পারে।
  • Vision 3L 100 SS RED Rice cooker, বর্তমান বাজার মূল্য ২৭৯৯ টাকা মাত্র।
  • ভিশন 3.0L প্রিমিয়াম স্টিলনেস স্টিল ডাবল পট রাইস কুকার দাম ৩,১০০ টাকা মাত্র।
  • Vision 1100 w MC 3.0 l stainless steel যার বর্তমান বাজার মূল্য ৪,৯৫০ টাকা মাত্র। 
  • Vision 3.0 l rice cooker 50- 05 stainless steel classic double pot price 3,670 Taka only.

আশা করি আপনি বুঝতে পেরেছেন ভিশন রাইস কুকার ৩ লিটার বাংলাদেশ প্রাইস কত। এছাড়া এই রাইস কুকার গুলো ব্যবহার করলে বিশেষ কিছু সুযোগ-সুবিধা পাওয়া যায় যে সুযোগ-সুবিধা গুলোর জন্য আপনি এই রাইস কুকার গুলো নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। যা বিভিন্ন জায়গায় বহন করা যায় এবং খুব সহজেই আপনি রান্না করতে পারবেন। 

ভিশন রাইস কুকার ৪ লিটার প্রাইস ইন বাংলাদেশ 

ভীষণ রাইস কুকার ৪ লিটার প্রাইস ইন বাংলাদেশ চলুন দেখে নেয়া যাক। বাংলাদেশের ৪ লেটার এর কোন নির্দিষ্ট মডেল ভিশন রাইস কুকার সাধারণত পাওয়া যায় না তবে আপনি যদি ৫.৬ এবং ৩.৮ এর ক্যাপাসিটি মডেল গুলো জানতে জানতে জানতে জানতে জানতে অবশ্যই জানতে পারবেন। নিচের তথ্যগুলো দেখা হলো সাধারণত ৪ এর রাইস কুকার হয় না।

5.6L Giant মডেলের বাজার মূল্য সাধারণত স্ট্যাটাস স্ট্রাকচার ও ওয়ারেন্টির সাথে আসে। সে ক্ষেত্রে এর বাজার মূল্য ৫৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ভীষণ রাইস কুকার ৪ লিটার প্রাইস ইন বাংলাদেশ। আপনি যদি আপনার প্রয়োজন অনুযায়ী আরো বড় বা ছোট ধরনের ভীষণ রাইস কুকার ব্যবহার করতে চান তাহলে আজকের এই পোস্টের সম্পূর্ণ তথ্য বদলেই আপনি বুঝতে পারবেন বিষয়গুলো। 

আরো পড়ুনঃ সকল যান বাহনের জন্য গাজী টায়ার প্রাইস ইন বাংলাদেশ জানুন  

নিজেই আপনাদেরকে জানাবো বাংলাদেশের ১ ভিশন রাইস কুকার এর পাওয়া যায় কিনা এবং এই রাইস কুকার ব্যবহার করলে কি সুবিধা অসুবিধা বা আসলেই কি এই রাস্তার পাওয়া যায় কি না। প্রকৃত অর্থে আমরা জানি যে ১.৮ লিটার রাইস কুকার রয়েছে তবে এর চাইতে কম এবং ৫.৬ এর চাইতে বেশি রাইস কুকার নেই বললেই চলে। তাহলে চলুন নিচে জেনে নিই ১.৮ এর রাইস কুকারের মডেল অনুযায়ী দাম কত।

ভিশন রাইস কুকার ১.৮ প্রাইস ইন বাংলাদেশ 

ভীষণ রাইস কুকার ১.৮  প্রাইস ইন বাংলাদেশ চলুন দেখে নেই সেই বিস্তারিত দাম যা ব্যবহারকারী খুব সহজেই যে সুবিধাগুলো পাওয়ার জন্য ১.৮ এর রাইস কুকার কিনে। সাধারণত মডেল গুলিতে এই ১.৮ এর যে মডেল রয়েছে তার মধ্যে অনেক সুবিধা অসুবিধা রয়েছে এগুলোর মধ্যে দুই থেকে ৩০০০ এর বাজেট থাকলে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন।

  • মডেল, vision rice cooker 1.8 litre VS RC 40-07 এ মডেলটির বাজার মূল্য ২,৩০০ টাকা মাত্র।
  • Vision double pot rice cooker only SS food and Aluminium pot, বর্তমান বাজার মূল্য ৩২৫০ টাকা মাত্র
  • Power silencer snap, 1.8 l 220V-50Hz.
  • With MS body and five layer gift box, 

 

ভিশন রাইস কুকার ১.৮ প্রাইস ইন বাংলাদেশ

আপনি যদি ভিশন রাইস কুকার 1.8 L ,সিঙ্গেল পটের দাম জানতে চান তাহলে এই তথ্যগুলো আপনার জন্য উপযুক্ত বলে আশা করা যায়। এছাড়াও কিছু মানুষের জন্য কিছু প্রশ্নের উত্তর উপস্থাপন করবো নিজের দিকে অনেকেই ভিশন রাইস কুকার সম্পর্কে বিভিন্ন সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন রয়েছে যেগুলো জানতে চাই তাই আপনাদের সুবিধার্থে প্রশ্নগুলো উপস্থাপন করলাম এক নজরে দেখে নিলে আপনার উপকার হবে।

ভিশন রাইস কুকার নিয়ে জিকসিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ভালো মানের রাইস কুকারের দাম কত? 

উত্তরঃ ভালো মানের টাইলস করার জন্য একটু বাজেট বেশি প্রয়োজন হয় যা উপরে উল্লেখ করা হয়েছে। আপনি ১০ হাজার থেকে শুরু করে ৩০০০ এর মধ্যে ভালো মানের রাইস কুকার পেয়ে যাবেন। এজন্য ভিশন ব্যবহার করলে আপনি আরো বেশি উপকার হবেন বলে আশা করি।

প্রশ্নঃ রাইস কুকারে কত টাকা বিল আসে? 

উত্তরঃ রাইস কুকারের ব্যবহারের ওপর বিদ্যুৎ বিল নির্ভর করে। আপনি যদি রাইস কস ৭০০ থেকে ১০০০ ওয়াটের হয়ে থাকে তাহলে প্রতি ১০০০ ওয়াট ব্যবহার করলে এক ঘন্টা বিদ্যুৎ বিল আসবে ১ ইউনিট। এর বর্তমান বাজার মূল্য ৫থেকে ১২ টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনার ৩০ দিনে ১৫০ থেকে ৩৬০ মধ্যে বিল আসতে পারে।

প্রশ্নঃ রাইস কুকারে কি কি রান্না করা যায়? 

উত্তরঃ রাইস কুকারে ভাত, পোলাও খিচুড়ি, ডাল, সবজি, ডিম, মাছ মাংস, কেক, সুপ ইত্যাদি খাবার রান্না করা যায়।

প্রশ্নঃ রাইস কুকারে ভাত রান্না করতে কত সময় লাগে? 

উত্তরঃ সাধারণত রাইস কুকারে ভাত রান্না করার জন্য 20 থেকে 25 মিনিট সময় লাগে তবে কিছু ক্ষেত্রে এর সময় আরো কম বা বেশি হতে পারে। 

প্রশ্নঃ এক পট চালে কত পানি লাগে? 

উত্তরঃ এরপর চালে সাধারণত দুই পট পানি লাগে তবে কিছু ক্ষেত্রে ১.৫ - ২.৫ পথ পর্যন্ত পানি লাগতে পারে এটি চালের প্রকার ও রান্নার প্রকৃতির উপর করে। 

প্রশ্নঃ কিভাবে ভাত রান্না করতে হয়? 

উত্তরঃ ভাত রান্না করার জন্য প্রথমে চাল ধুয়ে পাত্রে সঠিক পরিমাণ পানি মিশিয়ে দিয়ে দিতে হবে এবং প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে সকল ধাপ রান্নার জন্য উপরের ঢাকনাটা লাগিয়ে কানেকশন দিতে হবে সুইচে তাহলে ১৫ থেকে ২০ মিনিটের ভিতরে রান্না হয়ে যাবে।

শেষ মন্তব্য ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ 

আপনি কি ভীষণ রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ এর যে সকল মডেল গুলো রয়েছে সেগুলোর দাম গুলো জেনেছেন। এছাড়াও আজকের এই পোস্টের মধ্যে জানতে পারবেন কোন মডেলের জন্য কি ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এবং কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। সাধারণত আমরা ভিশন রাইস কুকার ব্যবহার করতে পছন্দ করি কারণ এটা একটা ব্যান্ড বাংলাদেশি। 

তাই আপনি যদি একজন সচেতন মানুষ হন তাহলে নিরাপত্তার সাথে রাইস কুকার ব্যবহার করতে চাইলে। আবার আপনি যদি বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন রাইস কুকার সম্বন্ধে জানতে চান। তাহলে উপরে বললে কোন তথ্যগুলো আপনাকে উপকার করবে এখানে ভীষণ রাইস কুকার সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করা হয়েছে আশা করি আপনি এই তথ্যগুলো পড়ে উপকৃত হবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Post Page Ad Right After Title