সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস ২০২৪ - ২০২৫ সকল মডেলের দাম ও সুবিধা অসুবিধা জানুন

সুপ্রিয় পাঠক আপনি কি সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস ২০২৪-২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে আজকের আর্টিকেলটি থেকে দিতে পারে এখানে উপস্থিত সকল মডেলের সুবিধা অসুবিধা ও বিভিন্ন মডেলের দাম।

সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস ২০২৪-২০২৫

আমরা সবাই বাইক কেনার পূর্বে সে বাইক সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে চাই। তাই আপনি যদি কোন বাইক কিনতে চান তাহলে সেই বাইক সম্পর্কে যে বিষয়গুলো জানা প্রয়োজন নিচে ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে।

পোস্ট সুচিপত্রঃ  সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস ২০২৪ - ২০২৫ সকল মডেলের দাম ও সুবিধা

ভূমিকা 

সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস কত এ বিষয়ে জানার আগে এই সুযোগে জিক্সার সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সঙ্গ উপস্থাপন করলাম। মূলত সুজুকি জিএক্সক্সের একটি জাপানি কোম্পানি থেকে তৈরি হতো তবে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া লিমিটেডের তৈরি একটি জনপ্রিয় সিরিজের মধ্যে পড়ে। সাধারণত এই মোটরসাইকেলটি প্রথম ২০১৪ সালে বাজারে আসে দক্ষিণ এশিয়াতে দেশগুলোতে বিশেষ করে ভারত বাংলাদেশের দ্রুত জনপ্রিয়তা লাভ করে।

আরো পড়ুনঃ  সকল যান বাহনের জন্য গাজী টায়ার প্রাইস ইন বাংলাদেশ জানুন 

সুজুকি জিক্সার এর ইতিহাসের সর্বপ্রথম ২০১৪ সালের সুজুকি ভারতীয় বাজারে প্রথমবার Gixxer 155cc লঞ্চ করে। মূলত এটা ১৫০ সিসি ভাই তবে স্টাইলিশ ডিজাইন এবং মাইলেজ ও পারফরম্যান্স এর কারণে এটা জনপ্রিয়তা অর্জন করে। পর্যায়ক্রমে সুজুকি এর সুপার বাইক GSX আরো অনেক মডেল তৈরি করা হয় যেমন, GSX -R, GIXXER SF। পরবর্তীতে ইঞ্জিনের পরিবর্তন ও পরিশোধন করা হয়। 

এখানে সেই আগের ইঞ্জিনিয়ারের পরিবর্তে bs4 নরমাল অনুসারে ইঞ্জিন পরিবর্তনে আনা হয়। পরবর্তীতে ধীরে ধীরে আরো অনেক নতুন মডেল তৈরি করা হয়েছে। বর্তমান বাংলাদেশে এগুলো অত্যন্ত জনপ্রিয়। সুজুকি জিক্সার ১৫৫ ও Gixxer sf বাংলাদেশ ও ভারত সভার অন্যান্য দেশে জনপ্রিয় হয়ে ওঠে বর্তমান সময়ে। ব্যবহার করা হয়েছে আধুনিক ডিজাইন fi,ABS,LED উন্নত মাইলেজ ব্যবস্থা। যা বর্তমান সময়ে Yamaha fz, Honda CB, Bajaj Pulser এগুলোর সাথে প্রতিযোগিতা করে আসছে। 

সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস ২০২৪ - ২০২৫

সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস বিভিন্ন মডেল অনুযায়ী দেয়া দামগলো দেখে নিন। এখানে মডেলের সাথে এর দাম উপস্থাপন করা হয়েছে যা দেখে আপনি সেই মডেল অনুযায়ী বাজারে কেমন দাম সেটা ধারণা দিতে পারবেন। এবং আপনার নিকটবর্তী বিভিন্ন শোরুম থেকে আপনার পছন্দ অনুযায়ী মডেলের বাইক সংগ্রহ করতে পারবেন। তাই নিচে দেখুন যে মডেল গুলোর দাম উল্লে করা হয়েছে সেগুলো। 

  1. মডেল সমূহ, Suzuki gixxer classic matte বর্তমান বাজার মূল্য ২০২,৯৫০ টাকা মাত্র। সর্বোচ্চ গতি ১৩০ কেমি প্রতি ঘন্টায়, গাড়ির মোট ওজন ১৩৫ কেজী, ইঞ্জিন ক্ষমতা ১৫৪.৯ সিসি ম্যাক্সিমাম পাওয়ার, ১৪.৮ পিএস 
  2. Suzuki gixxer monotone বর্তমান বাজার মূল্য ১৯৯,৯৫০ টাকা মাত্র, টপ স্পিড ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টায়, ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ১ লিটার তেলে চলে। গাড়ির মোট ওজন ১৩৫ কেজী। ইঞ্জিন ক্যাপাসিটি, ১৫৪.৯cc।
  3. Suzuki gsx 125 বর্তমান বাজার মূল্য ১৪১,৯৫০ টাকা মাত্র, সর্বোচ্চ ইঞ্জিন ক্ষমতা ১২৫ সিসি, লিটার প্রতি ৪২ কিলোমিটার, গাড়ির মোট ওজন ১২৬ কেজী।
  4. Suzuki hayate EP বর্তমান বাজার মূল্য ১১৪,০০০ টাকা মাত্র, ইঞ্জিন ক্ষমতা সর্বোচ্চ ১১৩ সিসি, প্রতি লিটারে ৬০ কিলোমিটার চলে, মোট গাড়ির ওজন ১০৭ কেজি, সর্বোচ্চ গতিসমূহ প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার, এছাড়াও সর্বনিম্ন পাওয়ার হচ্ছে, ৮.৭ পিএস।
  5. New Suzuki gixxer SF FI ABS বর্তমান বাজার মূল্য, ৩১৯,৯৫০ হাজার টাকা মাত্র। গাড়ির সর্বমোট ওজন ১৩৬ কেজি, ইঞ্জিন ক্ষমতা ১৫৫ সিসি, মাইলেজ প্রতি লিটারে ৪২ কিলোমিটার, ম্যাক্সিমাম পাওয়ার ১৪,১ পিএস।
  6. Suzuki gixxer 250 এটার বর্তমান বাজার মূল্য ৩৯৯,৯৫০ টাকা মাত্র। ইঞ্জিন ক্ষমতা ২৪৮ সিসি, মাইলেজ ৩২ কিলোমিটার, ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১২ লিটার, ব্রেকফ্রন্ট ডিস্ক ডবল চ্যানেল। 
  7. Suzuki gixxer carburetor বর্তমান বাজার মূল্য ২৩২,৯৫০ টাকা মাত্র। ইঞ্জিন  ক্ষমতা ১৫৫ সিসি, মোট ওজন ১৩৬ কেজি, মাইলেজ ৪০ কিলোমিটার, ম্যাক্সিমাম পাওয়ার 14.1 ps@ 8,000rpm।
  8. Suzuki gixxer FI ABS বর্তমান বাজার মূল্য ২৭৯,৯৫০ টাকা মাত্র। এই মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা ১৫৫ সিসি, ম্যাক্সিমাম পাওয়ার ১৩.৬পি এস, ও ৮০০০ আরপিএম, মাইলেজ ৪০থেকে ৩৫ কিলো মিটার।
  9. Suzuki gixxer FI Disc বর্তমান বাজার মূল্য ২৪৯,৯৫০ টাকা মাত্র। ইঞ্জিন ক্ষমতা ১৫৫ সিসি, ম্যাক্সিমাম পাওয়ার ১৪.৮পিএস ও ৮০০০ আরপিএম, ম্যাক্সিমাম তারকিউ ১৪.০ এনএম ও ৬০০০ আরপিএম, সাথে মাইলেজ পার্সেন্ট ৪০ কিলোমিটার, এবং মোট গাড়ির ওজন ১৩৬ কেজি। কুলে সিস্টেম সকল মডেলের এয়ারকলার।
  10. Suzuki gixxer SF 250 যার বর্তমান প্রাইস ৪২৯,৯৫০ টাকা মাত্র। সর্বোচ্চ ইঞ্জিন ক্ষমতা ২৪৯ সিসি, ম্যাক্সিমাম পাওয়ার ২৬.৫ পিএস এবং ৯৩০০০ আরপিএম, মাইলেজ ৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। ব্রেক ফ্রম ডিস্ক উইথ এবিএস।
  11. Suzuki gixxer SF Matt Plus বর্তমান বাজার মূল্য ৩৪৯,৯৫০ টাকা মাত্র। ইঞ্জিন ক্ষমতা 155 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার ১৩.৬ পি এস ৮০০০ আরপিএম, সাথে মোট ওজন পেয়ে যাবেন ১৩৬ কেজি। ব্রেকফন্ট ডিস্ক সাথে এবিএস, সিট হাইট ৭৯৫।
  12. Suzuki gixxer R double ABS বর্তমান বাজার মূল্য ৬২৪,৯৫০ টাকা মাত্র। ইঞ্জিন ক্ষমতা ১৪৯ সিসি, ম্যাক্সিমাম টার্কি অফ ১৪ এনএম, ম্যাক্সিমাম পাওয়ার ১৮.৯ বিএইচপি, ও ১০৫০০ আরপিএম, গাড়ির মোট ওজন ১২১ কেজি, এই মাইলেজ ৩৮ কিলো প্রতি লিটারে।
  13. Suzuki access 125 Fi যার বর্তমান বাজার মূল্য ২০৫,০০০ টাকা মাত্র, ইঞ্জিন ক্ষমতা ১২৪ সিসি, ম্যাক্সিমাম পাওয়ার ৮.৭ পিএস এবং ৭০০০ আরপিএম, মাইলেজ ৪২ কিলো প্রতি লিটারে, গাড়িটির মোট ওজন ১০১ কেজি, ব্রেক ফন্ট ডিক্স, ফুয়েল ক্যাপাসিটি ৫.৬ লিটার।
  14. Suzuki intruder FI ABS বর্তমান বাজার মূল্য ৩২৯,৯৫০ টাকা মাত্র, ইঞ্জিন ক্যাপাসিটি ১৫৪.৯ সিসি, মাইলেজ ৪০ প্রতি কিলোমিটার, মোট ওজন ১৪৯ কেজি, ম্যাক্সিমাম পাওয়ার ১৪.৬ ডিএইচপি এবং ৮০০০ আরপিএম, ব্রেক ফন্ট এ বি এস উইথ ডিক্স।

আশা করি আপনি বুঝতে পেরেছেন সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস ২০২৪ ও ২০২৫ সালে যে দাম নির্ধারণ করা হয়েছে। আসলে এই দামগুলো বিভিন্ন মডেলের উপর বিভিন্ন দেশের জন্য বিভিন্ন দাম হতে পারে। বাংলাদেশি উপরে উল্লেখিত দামগুলো নির্ধারিত রয়েছে তাই আপনি আরো বিস্তারিত জানার জন্য নিকটতম বিভিন্ন শোরুমে দেখে নিতে পারেন, সেগুলো সরাসরি দেখি আপনি আরো বিস্তারিত জানতে পারবেন।

সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস ২০২৪ ডাবল ডিস্ক 

আপনি কি সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস ২০২৪ ডাবল ডিস্ক সম্পর্কে জানতে চান তাহলে নিচের তথ্যগুলো দেখুন। ২০২৪ সালের শেষের দিকে এবং ২০২৫  সালের শুরুর দিকে সুজুকি জিক্সার ডাবল ডিস্ক মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ৯৫০ টাকা মাত্র। সুজুকি জিক্সার এর ২০২৫ সালের ডাবল ডিস্ক এর বিভিন্ন মডেল রয়েছে সেই মডেল অনুযায়ী দাম গুলো দেখে নিন।

  • Suzuki gixxer double disc edition বাজার মূল্য ১৯৯,৯৫০ টাকা মাত্র। সাথে পেয়ে যাবেন কারবিউরেটর ডাবল ডিস্ক। ১২ লিটার একটি ফুয়েল টাঙ্ক। এছাড়া আরো উন্নত ফিচার গলো পেয়ে যাবেন।
  • Gixxer fi disc বর্তমান বাজার মূল্য ২৪৯,৯৫০ টাকা মাত্র এফআই ইঞ্জিন ডাবল ডিস্ক। ব্যবস্থা রয়েছে এছাড়াও এই মডেল গুলোর মধ্যে এবিএস সিস্টেম রয়েছে আপনার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী কিনতে পারেন। 
  • Gixxer SF double disc যার বাজার মূল্য ২ লক্ষ ১৯ হাজার ৯৪০ টাকা মাত্র, সাথে আপনি পেয়ে যাচ্ছেন এসএফ ফেব্রুয়ারি এবং কার্বুরেটর।

সাশ্রয়ী দামে ডাবল ডিস্কের এই আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ফিচার গুলো ব্যবহার করতে পারেন এখানে ফেয়ারিং ডিজাইন পছন্দ করতে পারেন। সবচেয়ে উন্নত ফিচার সমৃদ্ধ মডেলটি হচ্ছে জিএক্সক্সের এসএফ এফ আই ডিস্ক। Gixxer SF fi disc এটি অত্যন্ত জনপ্রিয় এবং আপনার পছন্দ অনুযায়ী আরো অনেক মডেল রয়েছে যেগুলোর বিস্তারিত উপস্থাপন করেছি যা আপনার পছন্দ হতে পারে। 

সুজুকি জিক্সার নিউ মডেল সম্পর্কে জানুন 

সুজুকি জিক্সার নিউ মডেল সম্পর্কে যে বিষয়গুলো আমাদের জানা উচিত তার অনেকটাই উপরে উপস্থাপন করা হয়েছে। সুজুকি জিএক্সক্সের নতুন মডেল গুলোর মধ্যে বাংলাদেশের মধ্যে যেগুলো পাওয়া যাচ্ছে Suzuki gixxer sfi abs এবং Suzuki gixxer FI ABS এ মডেলগুলোর বর্তমান যেই দাম নির্ধারণ করা হয়েছে তা দেখার জন্য সুজুকি জিক্সার নিউ মডেল এর যে ফিচার গুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। 

 

সুজুকি জিক্সার নিউ মডেল সম্পর্কে জানুন

Suzuki gixxer SF fi ABS তার বর্তমান বাজার মূল্য ৩৪৯,৯৫০ টাকা মাত্র। এটার সাথে সম্পূর্ণ ফেয়ারিং যুক্ত স্পোর্টস বাইক। এটি সম্পূর্ণ প্রিমিয়াম এবং স্টাইলিশ লোগো উন্নত মানের পারফরম্যান্স বিশিষ্ট। মাইলেজ ভালো তাই এর জনপ্রিয়তা দিন বেড়েই চলেছে। 

এছাড়াও আরেকটি হলো, Suzuki gixxer FI ABS যার বর্তমান বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে, ৩১৯,৯৫০ টাকা মাত্র। নিচে এই মডেল গুলোর সুবিধা অসুবিধা ও প্রধান বৈশিষ্ট্য গুলো দেখুন। 

সাধারণত উভয় মডেলের ১৫৫ সিসি এবং ফোর স্টক এয়ার কুলার ইঞ্জিন থাকে। যা ফুয়েল ইঞ্জিন ইনজেকশন এফআই সিস্টেমের মাধ্যমে শক্তি সরবরাহ করে। সাধারণত এগুলোর উন্নত বাইকের মধ্যে এবিএস সিস্টেম চালু থাকার কারণে চালক নিরাপত্তার সাথে যে কোন পরিস্থিতি কন্ট্রোল করতে পারে। সাথে নতুন ডিজাইন মডেল গুলো ম্যাক্কুলার বডি এবং সার্ফ এলইডি হেড ল্যাম্প সো প্রিমিয়াম স্টাইলিশ ও আধুনিক ডিজাইন দেওয়া হয়েছে। তাছাড়া আপনি সুজুকি রাইট কানেক্ট অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন জায়গার অবস্থান নির্ণয় করতে পারবেন। 

সুজুকি জিক্সার SF বাংলাদেশ প্রাইস ২০২৪-২০২৫

সুজুকি জিক্সার SF বাংলাদেশে যে প্রাইস নির্ধারণ করা হয়েছে সে বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা উচিত। সেই সুবিধার্থে সুজুকি জিক্সার এর সকল এসএফ মডেল গুলো উপস্থাপন করা হলো যা দেখে আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারবেন কোনটা আপনার জন্য উপযুক্ত। তাহলে আর দেরি না করে চলুন সেই কার্যকরী তথ্য গুলো দেখি। 

আরো পড়ুনঃ সিঙ্গার ফ্রিজ বাংলাদেশ প্রাইস 2025 সকল মডেলের লিটার অনুযায়ী দাম জানুন 

  • Suzuki gixxer SF বর্তমান বাজার মূল্য ২০৩,৮১৮.৬১ টাকা মাত্র, ইঞ্জিন ক্যাপাসিটর ১৫৫ সিসি, মাইলেজ ৪৫ প্রতি কিলোমিটার, ট্রান্স প্রিজম ফাইভ স্পিড ম্যানুয়াল, মোট ওয়েট ১৪৮ কেজী, ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১২ লিটার, সাথে সিট হাইট পাবেন ৭৯৫ এমএম।
  • Suzuki gixxer SF FI ABS স্যার বর্তমান বাজার মূল্য ৩৪৯,৯৫০ টাকা মাত্র। উপরের প্রত্যেকটি ফিচার এই মোটরসাইকেলের ভিতরে পেয়ে যাবেন। 
  • Suzuki gixxer SF 250 বর্তমান বাজার মূল্য ৪২৯,৯৫০ টাকা মাত্র চারটি কালার সচরাচর পাওয়া যায়। সাথে আপনি ইঞ্জিন ক্ষমতা পেয়ে যাবেন ২৪৯ সিসি, পাওয়ার এসপি ২৬.৫ মাইলেজ ৩৮ কেএম প্রতি লিটারে।

আপনি কি পছন্দ করেছেন সুজুকি জিক্সার SF যার বাজারমূল্য বর্তমানে রয়েছে সেটা উল্লেখ করা হয়েছে। আপনি যদি এই মোটরবাইকটি কিনতে চান তাহলে উল্লেখিত তথ্যগুলো দেখে নিলে আপনার এই বাইক সম্পর্কে পজেটিভ ধারণা আরো বাড়িয়ে দেবে এবং এই ডাইরেক্ট আসলেই দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছে সে বিষয়টা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। আশা করি খুব সহজেই এই বিষয়গুলো আপনি নোটিশ করবেন যে কোন ধরনের গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ করে সুজুকি জিক্সার। 

সুজুকি জিক্সার FI বর্তমান বাজার মূল্য 

সুজুকি জিক্সার FI DISC বর্তমান বাজার মূল্য যদি আপনি জানতে চান তাহলে নিচের তথ্যগুলো অবশ্যই জেনে রাখবেন। প্রকৃত অর্থে এই বাইকট বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি বাইক। যা বর্তমানে হাই কোয়ালিটির পারফরম্যান্স দিয়ে থাকে। আপনি যদি এই বাইকটি কন তাহলে পেয়ে যাবেন ১৫০ সিসি একটি ইঞ্জিন। সাথে ম্যাক্সিমাম পাওয়ার পায়ে যাবে ১৪.৬ বিএইচপি এবং ৮০০০ আরপিএম এটার ম্যাক্সিমাম টর্ককিউ ১৪,০০ এম এম। 

সুজুকি জিক্সার FI বর্তমান বাজার মূল্য 

ভালো পারফরম্যান্সের পাশাপাশি আপনি মাইলেজ পেয়ে যাবেন 40 কিলোমিটার প্রতি লিটারে। ডিস্ক ব্রেক সিস্টেম উইথ ডাবল টাইপ। সিট হাইট থাকবে 780 এমএম। এবং সর্বমোট গাড়ির ওজন হবে 135 কেজি। আপনি সর্বোচ্চ ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টায় চালাতে পারবেন। আর এই অসাধারণ গাড়িটির বাজার মূল্য বর্তমান ২৪৯,৯৫০ টাকা মাত্র। 

আশা করি আপনি যদি এই বাইকটি পছন্দ করেন তাহলে এই তথ্যগুলো চেনে আপনার সুবিধা হবে। কি কি সুবিধা পাবেন এবং কত মিটার চলবে এক লিটার তেলে সেই বিষয়গুলো জানতে পারবেন। পরিশেষে বলতে চাই আপনি যদি সুজুকি ব্যান্ডের বিভিন্ন মোটরসাইকেল কিনতে চান তাহলে এই পুষ্টতে উপস্থিত সকল মডেলের মোটরসাইকেল কিনতে পারেন এগুলো অত্যন্ত হাই কোয়ালিটি রয়েছে, যা আপনার জন্য উপযুক্ত।

সুজুকি জিক্সার নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ বাংলাদেশে Suzuki gixxer 4v এর দাম কত? 

উত্তরঃ বাংলাদেশ এই মডেলটির দাম তার ফিচার গুলো অনুযায়ী হতে পারে ৩৪৯,৯৫০ টাকা মাত্র Suzuki gixxer SF fi abs 4v এই মডেলটির দাম। Suzuki gixxer fi abs বাজার মূল্য ২৭৯,৯৫০ টাকা মাত্র। 

প্রশ্নঃ বাংলাদেশ GSXR এর দাম কত? 

উত্তরঃ বাংলাদেশের জিএসএক্স আর এর দাম বর্তমানে প্রতি সাল অনুযায়ী ৫,২৪,৯৫০ টাকা মাত্র। এটা ১৫০ সিসি এবং এবিএস ব্রেকিং সিস্টেম আছে।

প্রশ্নঃ GSXR কত cc?

উত্তরঃ সুজুকি জিএক্সক্সের অনেক রকমের মডেল রয়ছে এবং অনেক রকমের সিসি ব্যবস্থা রয়েছে। সাধারণত ১২৫ থেকে শুরু করে ৯৯৯ সিসি পর্যন্ত পাওয়া যায়। এবং ১০০০ আরপিএম থেকে শুরু করে ৪২০০০ পর্যন্ত হয়ে থাকে।

প্রশ্নঃ এবিএস ব্রেকিং কি? 

উত্তরঃ এবিএস ব্রেকিং হলো এন্টি লক ব্রেকিং সিস্টেম যা গাড়ির গতি নির্ধারণ করে এবং সে অনুযায়ী ব্রেকিং সিস্টেমে কাজ করে। যা ব্রেকিং করার সময় চাকা লক হওয়ার সম্ভাবনা কমায় এবং সাথে সাথে দুর্ঘটনা প্রবণতা কমায়। বর্তমান সকল গাড়িতে এবিএস ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

প্রশ্নঃ সুজুকি জিক্সার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি কত? 

উত্তরঃ সুজুকি জিক্সার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি সর্বোচ্চ ১২ লিটার পর্যন্ত হয়ে থাকে। ছোট্র মডেলের জন্য আরো কম যেমন, ৫.৬ হয়ে থাকে।

শেষ মন্তব্য সুজুকি জিক্সার প্রাইস ইন বাংলাদেশ

আপনি অবশ্যই সুজুকি জিক্সার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে অনেক তথ্য জেনেছেন। আপনি যদি একজন প্রকৃত অর্থে জিএক্সক্সের প্রেমে হয়ে থাকেন সে ক্ষেত্রে উপরে উল্লেখিত প্রত্যেকটা গাড়ি আপনার জন্য উপযুক্ত। কারণ এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ও ফিচার সমৃদ্ধ গাড়ির দাম ও বিভিন্ন ফিচার সম্পর্কে উপস্থাপন করা হয়েছে। 

আপনি যদি সহজে এই জিএক্সক্সের বিভিন্ন মডেলের দাম ও ফিচার গুলো দেখতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি সরাসরি অনলাইনের মাধ্যমে বিভিন্ন মডেলের মোটর বাইকের প্রাইস জানতে চান তাহলে এই লিংকের ঘরে প্রবেশ করতে পারেন। যেখানে সুজুকি জিক্সার অফিশিয়াল ওয়েবসাইট তাদের প্রোডাক্ট এর সম্পর্কে জানিয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Post Page Ad Right After Title