মন মাঝি খবরদার লিরিক্স গানের ইতিহাস অর্থ জানুন
মন মাঝি খবরদার লিরিক্স গান জেনে নিন। বর্তমানে অনেক ভাইরাল গান আছে যেগুলোর লিরিক্স আপনি যেকোন সময় অনলাইনে পেতে আজকের আর্টিকেল্টি পড়ে দেখতে পারেন। এতে মন মাঝি খবরদার গানের লিরিচক্স দেওয়া হল।
আবার আপনি মন মাঝি গানের লিরিক্স লেখক কে জানতে পারেন। মন মাঝি খবরদার গানের ইতিহাস এই গানের অর্থ জানতে পারেন। এই গানটি অনেক আগের গান, তবে গানটি বর্তমানে অনেক জনপ্রিয়। তাই গানটি নিচে দেখুন।
পোস্ট সূচিপত্রঃ মন মাঝি খবরদার লিরিক্স গানের ইতিহাস অর্থ জানুন
মন মাঝি খবরদার লিরিক্স লেখক কে জানুন
মন মাঝি খবরদার লিরিক্স লেখক কে এটা আমরা অনেকেই জানতে চাই। তার কারণ অনেকেই আছে যারা গান শুনতে চাই, গান শুনে তারা অনেক সময় গানের গীতিকার বা লেখকের নাম জানতে চাই তাই এই তথ্য গুলো উপস্থাপন করলাম। মন মাঝি খবরদার গানটির কথা ও সুর করেন দীনু ফকির যা বর্তমানের ভাইরাল শিল্পী পারভেজ খানের কণ্ঠে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।
আরো পড়ুনঃ বকুল ফুল বকুল ফুল লিরিক্স ও গানের গীতিকার কে জানুন
এছারাও আরো জানা যায় এই গানটি ১৯২৪ সালের চরভদ্রাসনের দীনু ফকিরের কাছে থেকে সংগ্রহ করা হয়। তবে এই গানটি হল একটি মুর্শিদা গান এর মুল কবি হলেন মুর্শিদা গানের যা জসীমউদ্দিনের কবিতা থেকে প্রকাশ করা হয়েছে। আর এই মন মাঝি গানটি হল সারিগান এই নিজের জীবনকে পরিচালনার জন্য মনের ভাব প্রকাশ করে।
মন মাঝি খবরদার লিরিক্স দেখুন
মন মাঝি খবরদার লিরিক্স দেখুন যা আপনাকে গানটি গাইতে সাহায্য করবে। আর আপনি যদি ধৈর্য সহকারে আজকের এই পুরো আর্টিকেলটি পড়েন তাহলে এই গানটি গাওয়ার যে তাল সুর রয়েছে তা একটু জানতে পারবেন সহজেই গানটি গাওয়ার জন্য। তবে প্রথমেই আপনাদের সামনে উপস্থাপন করলাম মন মাঝি খবরদার লিরিক্স যা দেখি আপনি গানটি বলতে পারবেন।
মন মাঝি খবরদার লিরিক্সঃ
- মন মাঝি খবরদার,
- আমার তরী যেন ভেড়ে না,
- আমার নৌকা যেন ডুবে না,
- মন মাঝি খবরদার,,,,,।২। ঔ
- সাড়ে তিন হাত নৌকার খাঁচা
- মন মাঝিরে ঘন ঘন জোড়া,,,,,।২।
- ও মাঝিরে ঘন ঘন জোড়া,,,(১)
- সেই নৌকা খান বানাইতে আমারণ,
- মন মাঝিরে হাড় হইল গুড়া রে। ঔ(২)
- মাস্তুলে উঠিয়ারে মাঝি মন মাঝি রে,
- এদিক ওদিক চাই,,,,,।
- পেছন ফিরে চাইয়া দেখো র,
- মন মাঝিরে বেলা ডুইবা যায় ও রে,,,,,। ঔ (২)
মন মাঝি খবরদার,
আমার তরী যেনো ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। গানটির মধ্যে বিশেষ এক মুহূর্ত প্রকাশ পেয়েছে যা মানুষের জীবনকে পরিচালনার জন্য এক বিশেষ রূপক হিসেবে নৌকাকে ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে দেহটি একটি খাজা এই খাঁচা কি নৌকার ছবি যে খনির মধ্যে উপস্থাপন করা হয়েছে। কিন্তু হোক তার গানের মধ্যে নিজের দেহ কে ঠিকমতো পরিচালনা করার জন্য তার মনের মধ্যে যে মাঝে রয়েছে তাকে বলছে।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা
- প্রথম ভালোবাসার গোলাপ ফুলের ছবি
- স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাস - স্বার্থপর মানুষের বৈশিষ্ট্য জানুন
- যুক্তি দিয়ে কথা বলার ২৬টি উপায় বিস্তারিত জানুন
মন মাঝি খবরদার লিরিক্স অর্থ গজল কি জানুন
মন মাঝি খবরদার লিরিক্স অর্থ জানতে অনেকেই পছন্দ করে। অনেক কি আছে যারা বিভিন্ন গান শুনে কিন্তু গানের মানে বা অর্থ বুঝতে চায় না। কিন্তু প্রকৃত অর্থে প্রত্যেকটি গান শোনার পর সে গানের যে মূলভাব সে বিষয়টি জানা উচিত। এতে করে আপনি গানটি শোনার পরে বুঝতে পারবেন যে লেখক গানটি কি কারণে প্রকাশ করেছেন।
সাধারণত এই অর্থে মন মাঝি খবরদার গানটির যে বিশেষ ভাব আমরা দেখতে পাই সেই বিষয়টি হলো নিজের জীবনের নৌকাকে বা জীবন পরিচালনা করার প্রক্রিয়াকে সাবধানতার সাথে চালিয়ে নিতে বলা হচ্ছে। সাধারণত এখানে মন ভাঁজে হলো জীবনের চালক বা মন যে মন মানুষের শরীর নিয়ন্ত্রণ করে। শুধু শরীর নয় মানুষের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে মানুষের মন।
তাই সাধক বা সুফি লেখক অথবা বিভিন্ন লেখক যারা রয়েছে তারা তাদের দর্শন থেকে এ কথাগুলো বলে থাকে। এছাড়াও নৌকা রয়েছে বাতুরি যা জীবনকে বোঝানো হয়েছে গানটি জীবন যুদ্ধে যেন নৌকা না ডুবে যায় এবং তীরে ভেড়া থেকে বিচ্যুত না হয়। তার জন্য ধমকের ভাষায় সতর্কতার ভাষায় বারবার বলে দিচ্ছে। এখানে সাড়ে তিন হাত খাঁচার কথা বলা হয়েছে যা মানবদেহকে নির্দিষ্ট করে বুঝায়।
মন মাঝি সাবধানে নিজেকে চালাও এবং আমার জীবনের তরে যেন সঠিক গন্তব্যে পৌঁছায়। সেই সাথে আমার নৌকা যেন না ডুবে যায় বা কোন খারাপ অনাকাঙ্ক্ষিত অবস্থায় না পড়ে সেই জন্য হুশয়ারি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে এই মানব জীবন নষ্ট দেহের প্রতি সাড়ে তিন হাত নৌকা বলতে সাধারণত যে মানব দেহকে বোঝানো হয়েছে। বলা হয়েছে নৌকা খান বাড়িতে আমরণ মানে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাইতে হবে।
আবার বলছে মন মাঝিরে হাড় হইলো গুড়ারে, এখানে জীবনের প্রত্যেকটা পর্যায় পার করতে গিয়ে মানুষ তার শরীরের হাড় ক্ষয় করে ফেলছে বা জীবন তার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলছে এই বিষয়টি বোঝাই। সুতরাং আপনি যদি এই গানটির মূল ভাব সম্প্রসারণ বুঝতে চান তাহলে নিজের জীবনধারাকে সঠিক এবং পরিকল্পিতভবে পরিচালনা করার পরামর্শ দিচ্ছে ধমকের ভাষায়। আশা করি কোন মাছের খবরদার লিরিক্স অর্থ বুঝতে পেরেছেন।
মন মাঝি খবরদার গানের ইতিহাস জানুন
আপনি কি মন মাছি গানের ইতিহাস জানতে চান তাহলে নিচের দেওয়া তথ্যগুলো করুন। সাধারণত এই গানটি একটি বিশেষ আধ্যাত্মিক গান। মন মাঝি খবরদার গানের ইতিহাস জানতে নিচের তথ্য গুলো দেখুন। আসলে এই গানটি ১৯ শতকের গান। এখানে গুগল থেকে পাওয়া যে তথ্য সেখানে বলা হয়েছে। গানটির গীতিকার হল জাহিদ পিন্টু।
এই গানের নৌকা ও মাঝি কে দিয়ে রূপক ভাবে ব্যবহার করে। তবে এর নৌকা হল নিজের দেহকে আর এর মাঝি হল নিজের মন কে বুঝায়। আর জীবনের চলার পথ কে সঠিক ভাবে চালানোর জন্য বলা হয়েছে। গানটি অনেক আড্ডায় বিভিন্ন শিল্পী অনেক ভাবে গায়। বর্তমানে এই গানটি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।
মন মাঝি খবরদার লিরিক্স লেখক এর শেষ মন্তব্য
মন মাঝি খবরদার এই গানটি একটি জনপ্রিয় অসাধারণ গান। বর্তমানে ফেসবুক ইউটিউব শপ বিভিন্ন অনলাইন প্লাটফর্ম এ প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। এই গানটি বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন ও ইউটিউব এর জনপ্রিয় কিংবদন্তি শিল্পীরা খুব জনপ্রিয়তা অর্জন করেছে। এই গানটির অনেক ভার্সন রয়েছে যা বিভিন্ন শিল্পীর দ্বারা তৈরি।
তবে আপনিও যদি এই শিল্পীদের মত করে মন মাঝি খবরদার গানটি গাইতে চান সেক্ষেত্রে আপনাকে এই গানের লিরিক্স টি সংগ্রহ করার পর তাল ও বিশেষ কিছু দিক অনুশীলন করে গানটি গাইতে হয়। যা বর্তমান সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের গানগুলোর সাথে মিলিয়ে দেখলে বুঝতে পারবেন। আপনি যদি গান প্রিয় হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।



মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url