বকুল ফুল বকুল ফুল লিরিক্স ও গানের গীতিকার কে জানুন
বকুল ফুল বকুল ফুল লিরিক্স ও গানের গীতিকার কে আর এই গানের অর্থ কি কারণের ব্যবহার করেছে তা নিয়ে আজকের আর্টিকেল। এছাড়া ও আপনি চাইলে বকুল ফুল বকুল ফুল গানের স্বরলিপি দেখুন।
বকুল ফুল বকুল ফুল এই গানটি সাধারণত বাংলা লোকসংগীত হিসেবে বেশিরভাগ জায়গায় বাউল সংগীত হিসেবে পরিচিত। এই গানটি সাধারণত একটি মনোমুগ্ধকর গান। তাই চলুন জেনে নেওয়া আসল তথ্য গুলো।
পোস্ট সূচিপত্রঃ বকুল ফুল বকুল ফুল লিরিক্স ও গানের গীতিকার কে জানুন
বকুল ফুল বকুল ফুল লিরিক্স বাংলা
বকুল ফুল বকুল ফুল লিরিক্স বাংলা ভাষা সহজেই খুঁজে পাওয়ার জন্য এবং এই গানটি গাওয়ার জন্য যারা খুঁজছেন তাদের জন্য নিজের এই লিরিক্স দেখে সহজেই গানটি গাইতে পারবেন। তাহলে চলুন দেরি না করে বকুল ফুল এই গানের বাংলা লিরিক্স তা দেখে নেই।
- বকুল ফুল বকুল ফুল লিরিক্স বাংলা;
- বকুল ফুল বকুল ফুল,
- সোনা দিয়া হাত কানও বান্ধাইলি,,,।২।
- শালুক ফুলের লাজ নাই,
- রাইতে শালুক ফুটে লো, রাইতে শালুক ফুটে,
- যার সাথে যার ভালোবাসা,,,।২।
- সেইতো মজা লুটে লো। ঔ (২)
- আমার জামাই ধান বায় হরিণডাঙ্গার মাঠে লো,
- হরিণ ডাঙ্গার মাঠে,,,।
- সোনা দেহে ঘাম ঝরে,,।২।
- দেইখা পরান ফাটে লো। ঔ (২)
- শাওন ভাদর মাসে জামাই আদর করে লো,
- জামাই আদর করে লো,,(২)
- ইচ্ছে জামাই করে আদর(২)
- দানাতো নাই ঘরে লো,।। ঔ (২)
বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।।(২)
আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে সুন্দর করে গান টি পরিবেশন করতে হবে।উপরের লেখাটি পড়ে, যে ভাবে লেখা আছে টা সুর দিয়ে পড়ে আপনি এই গানটি করতে পারেন একদম শিল্পীর মত। এছাড়া আরো যে বিষয় গুলো সাধারণত আমরা জানতে চাই টা হল, এই বকুল ফুল বকুল ফুল গানের সুরকার, গীতিকার কে যা আমরা নিচে জানবো।
বকুল ফুল বকুল ফুল গানের গীতিকার কে
বকুল ফুল বকুল ফুল গানের গীতিকার কে এটা আমরা যারা জানি না, তাদের জন্য নিচের তথ্য গুলো অনেক কার্যকরী বলে আমি মনে করি। কারণ, কোন গান সম্পর্কে জানার আগে সেই গানের লেখক বা গীতিকার সম্পর্কে জানা উচিত। আপনি কি অসাধারণ গানটি গাচ্ছেন সেই গানটি কে লিখেছেন?
এরকম প্রশ্ন সকলের মনে আসতে পারে বিশেষ করে যারা শিল্পী তারা তো গীতিকারকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসেন। সাধারণ অর্থে আমরা দ্বিতীয়বার কে লেখক হিসেবে জানাতে হবে গীতিকার হচ্ছে গানের জনক যিনি গান তৈরি করেন। আর বকুল ফুল বকুল ফুল গানের গীতিকার হলেন আমাদের সকলের জনপ্রিয় মুখ।
বাংলার সুফি সাধক বাউল সম্রাট শাহ আব্দুল করিম। তিনি এই গানটিতে একটি বিশেষ ভাব প্রকাশ করেছেন কেন অনেক অর্থে ব্যবহার করা যায়। তবে এই গানের ভিতরে মূলত প্রেম স্মৃতি এবং অপেক্ষার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। কবিতার মুকুলক উদ্দেশ্য করে নিজের ভালোবাসার স্মৃতির কথা বলেছেন।
অনেক ভালোবাসার প্রতীক হিসেবে ফুলের বকুল ফুলের সৌরভ ও কোমলতা কাছে অতীতের সেই প্রিয় মুহূর্তগুলো মনে করিয়ে দেয়। এখানে আমাদের মূল বিষয় হলো প্রেমের মানুষ ঘুরে আছে তার স্মৃতিতে মন ভরে আছে। প্রাকৃতিকভাবে বিশেষ করে বকুলপুর সেই প্রেমের স্মৃতি জাগিয়ে রাখে। যাহার আমি প্রেম অপেক্ষায় এবং মিষ্টি স্মৃতিতে ভরপুর অনুভূতি দিয়ে থাকে।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা
বকুল ফুল বকুল ফুল গানের অর্থ জানুন
বকুল ফুল বকুল ফুল গানের অর্থ সাধারণত প্রেম প্রীতি এবং ভালোবাসা স্মরণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সাধারণত এই গানটি একটি লোক সংগীত যা গ্রামের জীবনের প্রেমের আশা আকাঙ্ক্ষা আনন্দ এবং বিভিন্ন মুহূর্তকে ফুটিয়ে তোলে। গানের মূল ভাব হল প্রকৃতির ব্যবহার ও বিভিন্ন সাধের সাথে বকুল ফুলের যে সুগন্ধ রয়েছে তার সতেজ আকারে উদযাপন করা হয়েছে।
প্রকৃতির সাথে একাত্মতা মিল রেখে বলা হয়েছে প্রকৃতির সাথে বিভিন্নভাবে এই কাজের আবেগ অনুভূতি গুলো প্রকাশ করার জন্য রূপকভাবে এগুলো ব্যবহার করা হয়েছে এখানে লেখা আছে সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই রাতে শালুক ফুটিলো। আসলে প্রেম একটি অসাধারণ অনুভূতি যা এই গানের ভিতরে ফুটে ওঠে। প্রেমের অধর আগ্রহী অপেক্ষার মধ্যে এক আলাদা মহত্ব রয়েছে। যার বহিঃপ্রকাশ এই গানের মধ্যে দিয়ে শাহ আব্দুল করিম উপস্থাপন করেছেন।
বকুল ফুল ছবি দেখুন
বকুল ফুল ছবি দেখে বুঝতে পারবেন এবং এই গানটি শুনুন তখন অনেকেই মনে করে বকুল ফুল দেখতে তাই আপনাদের জন্য গানটির রিলিক্স দেওয়ার পাশাপাশি বকুল ফুলের ছবি উল্লেখ করলাম। যাতে আপনি খুব সহজেই বকুল ফুল দেখতে পারেন এবং আপনার মনের সে আনন্দময় অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন।
বকুল ফুলের ইংরেজি নাম Spanish cherry, Medlar বা Bullet wood। এছাড়াও এই ফুলটির বৈজ্ঞানিক নাম আছে যা হল, Mimusops elengi। এই নামগুলো সাধারণত ব্যবহৃত হয় ইংরেজিতে এবং একটি বহুৎ পরিচিত নাম। আশা করি বকুল ফুলের ছবি বা গানের লিরিক্স দেখতে এসে আপনি এই বিষয়গুলো জানতে পারলে খুশি হবেন যার জন্য উপস্থাপন করা।
বকুল ফুল বকুল ফুল গানের সুর
বকুল ফুল বকুল ফুল গানের শুট একটি অসাধারণ তবে এই গানটিকে চলের গান হিসেবে সংরক্ষণ করা হয়। সুরকার কমপোস রাহুল আনন্দ তৈরি করেন এবং অন্যান্য জনপ্রিয় বিভিন্নভাবে এটি কম্পোজ করে তৈরি করা হয়। ইউটিউব ভার্সন ফেসবুক ভার্সন এবং বিভিন্ন অনলাইন ভার্সনে এই গানটি পাওয়া যায়।
এই গানটি সাধারণত জলের গান যা তাদের অ্যালবাম অতল জলের গান যার থেকে সংগ্রহ করা হয়েছে। সাধারণত এই গানটি লোগো গান যার ফলে যুক্তিযুক্ত এই গানটি কোন নির্দিষ্ট বছর লেখায় এর প্রকাশিত হয় সাধারণত ২০১৩ সালের দিকে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ভার্সনে এর প্রকাশ হয়েছে যায় যেভাবে পছন্দ সেভাবে দেখতে পারে। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।
লেখক এর শেষ মন্তব্য বকুল ফুল বকুল ফুল লিরিক্স
বকুল ফুল বকুল ফুল লিরিক্স বাংলা, যারা এই গানটি ভালোবাসেন তাদের জন্য উপরে উল্লেখ করলাম গানটির বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করতে পারবেন এই গানটি কেন কোন অর্থে প্রকাশ করা হয়েছে। জেনেছি এই গানটি সাধারণত একটি লোকসংগীত তবে বর্তমান সময়ে এই গানটি অত্যন্ত চঞ্চলকার পরিবেশ সৃষ্টি করেছেন।
সাধারণত এই গানটিকে একটি পর্যায়ের প্রথম পোস্ট করে আরো আকর্ষণীয় ও আরও মনোরম তৈরি করা হয় বিভিন্ন ধরনের শিল্পী এই গানটি পরিবেশন করেন বিভিন্ন সময়ে। তাই এই গানটি যুগে যুগে যেন নতুন রূপে মানুষের কাছে ফিরে আসে তাই এই গানের লিরিক্স গুলো অনেকেরই প্রয়োজন যার জন্য আজকের এই আর্টিকেলটিতে উপস্থাপন করা হলো আশাকরি আপনি উপকৃত হয়েছেন।





মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url