প্রেমের সমাধি ভেঙে লিরিক্স গানের লেখক ও শিল্পী কে জানুন

প্রেমের সমাধি ভেঙে লিরিক্স ও এই গানের লেখক ও শিল্পী সম্পর্কে জানুন আর গানের সুর জানা থাকলেই যে কোন গান গাওয়া যায়। আর তাই যে সকল গান প্রেমী মানুষ আছে তাদের জন্য গানের লিরিক্সি অনেক কাজের তাই প্রেমের সমাধি ভেঙে লিরিক্স দেখুন।

প্রেমের সমাধি ভেঙে লিরিক্স ও গানের লেখক ও শিল্পী

আমাদের দেশের অনেক মানুষ আছে যারা বাংলা গান অনেক বেশি পছন্দ করে, কিন্তু গান গুলো অনেক সময় পুরাটা মনে থাকেনা। এর জন্য নিচে গানের লিরিক্স দেওয়া হল যাতে যেকোন গান গাইতে পারেন।

পোস্ট সূচিপত্রঃ প্রেমের সমাধি ভেঙে লিরিক্স ও গানের লেখক ও শিল্পী নিয়ে যা জানবেন

প্রেমের সমাধি ভেঙে লিরিক্স দেখুন

প্রেমের সমাধি ভেঙে লিরিক্স দেখুন যাতে আপনি এই জন প্রিয় গান বিভিন্ন গানের আসরে, বন্ধুদের আড্ডায়, সাধুর আসরে সহজেই নির্ভুর করে গাইতে পারেন। আরো জানাবো এই গানের শিল্পী ও এই গানের লেখক বা গীতিকার এর নাম। এই গানটি পাওয়া যায় প্রেমের সমাধি সিনেমা থেকে। আর এই গান ১৯৯৬ সালে জনপ্রিয় গান। প্রেমের সমাধি ভেঙে লিরিক্স দেখুন।

প্রেমের সমাধি ভেঙে লিরিক্সঃ 

চলে যায়,,,,,
প্রাণের পাখি চলে যায়
পিঞ্জর ভেঙ্গে চলে যায়।।২।।


প্রেমের সমাধি ভেঙ্গে,,,,
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়।।২।।


আ ... আ ... আ ... আ...।
তোমায় পাবনা জানি, ,
শুধু চোখের পানি,
দিয়ে গেলে আমায়।।২।।


আ ... আ ... আ ...।
খাঁচার পাখি তবু
খাঁচায় থাকে না , ,
বনেরও পাখি বনের
মায়া ছাড়ে না .. ...।।২।

আ ... আ ... আ ... আ...।
পাখি যায় উড়ে যায়
প্রেমের সমাধি ভেঙ্গে, ,
মনের শিকল ছিঁড়ে, ,
পাখি যায় উড়ে যায়
আমার হৃদয় ভেঙ্গে যায় ...।।২।।


আ ... আ ... আ ... আ ...।.....। 
ফুল ফুটেছিল
মনেরও বাগিচায়, ,


পানি বিনা পাপড়ি
সবই ঝরে যায় ...।।
কোন অপরাধে,
আমার প্রেমের তরী
অকূলে ভাসালে ...।২। 

ও ... ও ... ও ... আ ... আ ... আ ...।
আমি ছিলাম তোমার,
চোখের মনি - - -
কেন আঁধারে ডুবালে ???...।


তুমি যাও চলে যাও,, ,,
শুধু স্মৃতি রেখে যাও
তোমার স্মৃতি স্মরণে,
বেঁচে রব জীবনে ...। ...। .... ।২।


আমি চোখের জলে,
আমার হৃদয় ভেঙ্গে যায় ...।


আ ... আ ... আ ... আ
তীর ভাঙ্গা ঢেউ,
আমি নীড় ভাঙ্গা ঝড়,
উজান ভাটির দুনিয়াতে
সবই হল পর ...। ...। ...। ২।


চেয়ে ছিলাম আমি,,
হৃদয়ে তোমার সুখের
প্রদীপ জ্বালাবো ...। ...। ...। ২।


আ ... আ ... আ ... ও ... ও ... ও...। ...। ...।
সুখে যদি থাক,,
আমি শত দুঃখে হেসে যাব, ,
তুমি যাও চলে যাও,
শুধু স্মৃতি রেখে যাও ...। ...। .... ।২।


প্রেমের সমাধি ভেঙ্গে,,
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায় ...। ...। ...। ২।


আ ... আ ... আ ... আ ...
তোমায় পাবনা জানি,
শুধু চোখের পানি,
দিয়ে গেলে আমায় ... ...। ... । ২।


আ ... আ ... আ ... আ ...। ...। ...।
খাঁচার পাখি তবু
খাঁচায় থাকে না,
বনেরও পাখি বনের
মায়া ছাড়ে না ...। ...। .... ।২।


আ ... আ ... আ ... আ ...।
পাখি যায় উড়ে যায় ...।
প্রেমের সমাধি ভেঙ্গে,
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়..
আমার হৃদয় ভেঙ্গে যায় ...। ...। ...। ...। {{অই}}

উপের গানটি আশা করি বলার জন্য এই নিয়ম অনুযায়ী গাইতে পারেন এতে আপনার অনেক উপকার হবে। আর এই গানের ১৯৯৬ সালের পর থেকে এখনো মানুষের মুখে অনেক প্রিয়। সেই সময় প্রেমের সমাধি ছবিতে এই গানটি নায়ক বাপ্পারাজ ও নায়িকা বা হেরোইন হল শাবনাজ তাদের এই অসাধারণ অভিনয় ও সকল মানুষের মনে এই গভীর জায় গা করে নেয়। আরো যা জানতে ছাই তাহল লেখক এর নাম।

প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায়

প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় এই গানটি অনেক জনপ্রিয় একটি গান আর এই গানের গীতিকার হল আমাদের সকলের প্রিয় দেলোযার জাহান ঝন্টু। যা অনেক গান ও সুর আমাদের সকলের মনের শাহতে অনেক টা মিলে যায়। তাই আমরা সবাই কম বেশি গানকে ভালোবাসি।

প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায়

তিনি বাংলাদেশের খ্যাত্মান গীতিকার, নাট্যকার ও চলোচিত্র পরিচালক। তিনি  বাংলা সিনেমার গান ও গল্প রচনা করেন। যা অনেক জনপ্রিয় বাংলার মানুষের কাছে।

প্রেমের সমাধি ভেঙে এই গানের সুরকার

প্রেমের সমাধি ভেঙে এই গানের সুর করেছেন আমাদের খ্যাতিমান সুরকার আনোয়ার জাহান নান্টু। তিনিও বাংলার অনেক গানের সুর করেছেন যেই সুর এখন মানুষ তাদের মনের মাঝে গেঁথে রেখেছে। বর্তমান সময়ে ও তার অনেক গানের সুর আছে যে গুলো আমাদের গানের এই সুন্দর্য কে আরো বেশি  গভীর করে তুলে, তাই বল হয় গানের সুর হল গানের প্রাণ।

আপনার পছন্দ হতে পারে এমন পোস্ট দেখুন

গানটির সুর / স্কেল / টোনালিটি বিশ্লেষণ জানুন

গানটির সুর / স্কেল / টোনালিটি বিশ্লেষণ জানলে আপনি আরো অনেক ভালো করে গানটি করতে পারবেন। তাই নিচের তথ্য গুলো দেখুন এতে আপনার গান বলার অভিজ্ঞতা বাড়বে। এর গান হল প্রেমের অনুভূতির গান এর দ্বারা গানটি গাইতে হয়। {C Minor} সি স্কেলের গান এটি যার ব্যবহার আবেগী ও বিচ্ছেদ গানের দ্বারাই বেশি হয়। 

গানটির সুর / স্কেল / টোনালিটি বিশ্লেষণ জানুন

আর এই গানের রাগ কে সাধারণত ভৌরবি রাগ বলে যা গানের গভীরতা প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হয়। আর এই গানটির মধ্যে খুব কাছের মানুষের হারানোর কথা তুলে ধরা হয়েছে যা আমাদের জন্য অনেকেই জানে তাই যারা গান গাইতে ভালোবাসে গান শুনতে ভালোবাসে তাদের এই বিষয় গুলো জানা অনেক ভালো উপকারী।

শেষ কথা প্রেমের সমাধি ভেঙে লিরিক্স

প্রেমের সমাধি ভেঙে লিরিক্স জানা আমাদের দরকার তাই আপনি আশা করি এই পোস্টি পড়ে জানতে পেরেছেন। একটি শিল্পী যা গান করে যাদের অনেক গান গাইতে হয়। আর সকল গান মনে রাখা যায় না যার কারণে তারা গানের নোট বুক বাণীয়ে রাখে, টাই এটাকে আরো সহজ করতে আজকের এই আর্টকেল্টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। 

আপনাদের অনুপ্রেরণা পেলে সকল জনপ্রিয় গানের লিরিক্স তৌরি করে দেবো যাতে আপনারা খুব সহজেই সকল জনপ্রিয় গানের চর্চা করতে পারেন ও তা আপনার হাতের মোবাইলের দ্বারা যেকোন সময় দেখে নিতে পারেন। আশা করি আপনি গান শেখার জন্য এ এর ব্যবহার করতে পারেন।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Post Page Ad Right After Title