মিলন হবে কত দিনে লিরিক্স দেখে নিন
মিলন হবে কত দিনে লিরিক্স এই গানের কথা ও সুর গানের মুল ভাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমাদের দেশের প্রচুর গান প্রেমী মানুষ আছে যারা বাউল গানের ভক্ত তাই লিরিক্স তুলে ধরলাম।
এছাড়া আপনি আরো জানতে পারেন, গানটির অর্থ কি বুঝানো হয়েছে। এবং মিলন হবে কত দিনে গানটি কোন তার ব্যবহার করা হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে উপস্থাপন করবো যাতে আপনি সহজেই গানটি গাইতে পারেন।
পোস্ট সূচিপত্রঃ মিলন হবে কত দিনে লিরিক্স দেখে নিন
- মিলন হবে কত দিনে লিরিক্স দেখুন
- মিলন হবে কত দিনে গানের গীতিকার কে জানুন
- মিলন হবে কত দিনে গানের অর্থ
- মিলন হবে কত দিনে কোন তাল
- মিলন হবে কত দিনে স্বরলিপি
- শেষ মন্তব্য মিলন হবে কত দিনে লিরিক্স
মিলন হবে কত দিনে লিরিক্স দেখুন
মিলন হবে কত দিনে লিরিক্স বাংলা বাসায় যা দেখি আপনি খুব সহজেই গানটি মুখস্ত করে আপনার পছন্দমত পরিবেশে বলতে পারেন। এছাড়াও অনেকে আছে যারা গান বলতে পারেন কিন্তু মুখস্ত রাখতে পারেন না তাদের জন্য এই লিরিক্স টি সবচেয়ে বেশি উপকারী বলে আমি মনে করি। আপনি যে কোন সময় এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে গানটি দেখে নিতে পারেন।
মিলন হবে কত দিনে লিরিক্সঃ
*মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি, চেয়ে আছে কালো শশী।
হবে বলে চরণদাসী, ও তা হয়না কপালগুলো।।২
*মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ।
কালারে হারায়ে আমি তেমন,
ঐ রূপ হেরিয়ে দর্পণে।। ঐ ২
*ঐ রূপ যখন স্মরণও হয়
থাকেনা লোক লজ্জার ভয়।
লালন ফকির ভেবে বলে সদাই,
ওপ্রেম যে করে সে জানে।। ঐ
আশাকরি বুঝতে পেরেছেন উপরে লিরিক্সটি যা দেখি আপনি এই অনুযায়ী গানটি বলতে পারেন। বিশ্ব বিখ্যাত বাউল সম্রাটের গান যা বিশ্বব্যাপী প্রচলিত রয়েছে। সুতরাং এই বিখ্যাত গানগুলো সম্পর্কে আরো ভালো করে জানার জন্য নিচে দেওয়া তথ্যগুলো পড়তে পারেন। গানের মূলভাব ও লেখক পরিচিতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে।
মিলন হবে কত দিনে গানের গীতিকার কে জানুন
মিলন হবে কত দিনে গানের গীতিকার কে এটা আমরা অনেকেই জানি। কারণ বাংলাদেশের বিখ্যাত সুফি সাধক বাউল সম্রাট, ফকিরের লালন শাহ রচিত এই বিখ্যাত সুফি কালাম টি বর্তমানে সারা বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে লালন শাহের এই গানগুলো নিয়ে বিভিন্ন গবেষণা করা হয়।
তিনি তার বাস্তব জীবনের বাস্তবিক কথা দিয়ে যে বাংলা গান রচনা করেছেন। সে বাস্তবিক বাংলা গান বিশ্বের প্রতিটি মানুষের অন্তরে বেজে ওঠে। লালন সাঁইজি তার জীবন দশায় এই গানটি গেয়ে থাকেন। এই গানের তার মনের মানুষের সাথে মিলন হওয়ার জন্য কত অপেক্ষা ও ত্যাগ স্বীকার করতে হয়েছে তারই একটি প্রতিরূপ হিসেবে গানটি।
সুতরাং আপনি যদি এই গানটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে মিলন হবে কত দিনে গানের গানের অর্থ গুলো দেখার জন্য নিচের তথ্যগুলো পড়তে পারেন। বর্তমানে বিশ্ব বাজারে লালনকে স্বীকৃতি দেওয়া হয়েছে যেখানে তাদের সকল গবেষণাতে লালনের গান কে বিভিন্নভাবে পর্যালোচনা করা হয় এবং কোন প্রেক্ষিতে গান গুলো লেখা তা বিশ্লেষণ করা হয়ে থাকে। চলুন এর অর্থ গুলো জেনে নেওয়া যাক।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা
মিলন হবে কত দিনে গানের অর্থ
মিলন হবে কত দিনে গানে অর্থ জানতে তথ্যগুলো সম্পূর্ণ পূরণ আসলে এই গানটি মনের মানুষের মিলনের জন্য অধীর অপেক্ষায় লালন সাঁইজী গানটি রচনা করেন। তামিল শাহী ছিলেন একজন জাতি এবং স্বভাব কবি। তিনি তার সময় বিভিন্ন সময় ও পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে তার গানের মাধ্যমে তার সমাধান ও বিভিন্ন ধর্মীয় উপদেশ তুলে ধরেছেন।
ঠিক তেমনি এই গানটির মধ্যেও লালন সাঁই যে তার মনের মানুষের সাথে দেখা করার চেয়ে অধর আগ্রহ ত্যাগ তার বিশেষ অর্থ প্রকাশ করেছে। এখানে চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী। চাতক পাখি যেমন মেঘের বরিষণ বা মেঘের পানি ছাড়া খায় না ঠিক তেমনি মনের মানুষের সাথে মিলিত হওয়ার জন্য লালন সেই রকম অধীর আগ্রহে অপেক্ষায় আছে।
কিন্তু চরম দাসী হওয়া হয়নি তার কপাল গুণে। আবার বলা হয়েছে মেঘের বিদ্যুৎ মেঘের যেমন লুকালে না পাই অন্বেষণ। মেঝে মেখে বিদ্যুৎ চমকানোর পর সেই বিদ্যুৎ তার ক্ষতি পাওয়া যায় না, ঠিক তেমনি মনের মানুষকে হারানোর পর সেই মনের মানুষের খোঁজ সহজে পাওয়া যায় না। রূপের দর্শন করতে হলে অনেক ধৈর্য ত্যাগের প্রয়োজন হয়।
আর সেই মনের মানুষটি হচ্ছে নিজের মধ্যে থাকা আপন সত্তা যাকে নিজের ভিতরে খুঁজে বের করতে হয় তাই ওই রূপ সরল হলে কোন লোক লজ্জার ভয় থাকে না। লালন ফকির বলেছেন যে এই প্রেমে যে পড়েছে সেই শুধু জানে এই বিরহের কি জ্বালা তাই মিলন হবে কত দিনে এই গানটি বলে তিনি তার মনের এই সকল ধারা গুলো প্রকাশ করেছেন। আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে কথাগুলো উপস্থাপন করলাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা মার্জনীয়।
মিলন হবে কত দিনে কোন তাল
মিলন হবে কত দিনে কোন তালে গানটি বাজানো হয় এ বিষয়ে অনেকেই জানতে চাই তাই তাদের জন্য সহজেই তথ্যগুলো উপস্থাপন করলাম। আপনি যদি আল্লাহ সম্পর্কে সামান্য জ্ঞান অর্জন করে থাকেন তাহলে এই বিষয়গুলো দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। বিখ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন ও ফেরদৌসী রহমান তাদের গানে যে তাল ও লয় ব্যবহার করছে তা নিচে দেওয়া হলো।
তালঃ দাদরা ব্যবহার করা হয়েছে।
আর গানের বিষয়বস্তু হচ্ছে আধ্যাত্মিক মিলন বা রাসায়নিক মিলনের আকাঙ্ক্ষা প্রকাশ করা। রাসায়নিক মিলন বলতে শরীরের মধ্যে যে মন বা আত্মা রয়েছে তার সাথে পরবর্তন মিলনকে বোঝানো হয়েছে। তাই এই তালটি ব্যবহার করে গানটি করলে বেশি সুন্দর এবং মার্জনীয় দেখায়। আশাকরি বুঝতে পেরেছেন যে মিলন হবে কত দিনে এই গানটি কোন তালে ব্যবহার হয়।
মিলন হবে কত দিনে স্বরলিপি
মিলন হবে কত দিনে স্বরলিপি দেখুন সাধারণত মূল সরল একটি কম্পিউটারের কারণে দেওয়া যাবে না। তবে আপনি নিজের ভাবে সাহায্য করতে চাইলে নিচে দেওয়া তাল গুলো অনুসরণ করতে পারেন। প্রথমে তিন চার লাইন ধীর গতিতে শুনুন। প্রথম লাইনটি সা রে গা দিয়ে চেষ্টা করুন। এরপর সুর হালকা উঁচু করে কোথায় উঁচু তরঙ্গ এবং কোথাও নিচু পূর্ব নোট করুন।
সা সা রে গা । গা রে সা
রে রে গা গা মা । মা গো রে
গা গা মা পা । পা মা গা
দাদরা তালে ধা ধি না ধা তি না বিট মেপে নিয়ে বাজানো হয়। এসব আপনি নিজে কোন হারমোনিয়ামে মিউজিক অ্যাপ এর স্কেল অনুযায়ী বাজাতে পারবেন। বিশেষ করে এই গানটি সি এবং ডি স্কেলে বেশি মানায় তাই আপনি এই দুটো স্কুলের মধ্যে আপনার পছন্দমত একটি স্কেল ব্যবহার করে গানটি পরিবেশন করতে পারেন। এছাড়াও উপরের যেই স্বরলিপি গুলো আছে ওগুলো ব্যবহার করতে পারেন।
শেষ মন্তব্য মিলন হবে কত দিনে লিরিক্স
মিলন হবে কত দিনে লিরিক্স এই গানটির শুদ্ধ করে পড়ার জন্য আজকের এই আর্টিকেলটি পড়লে আপনি বুঝতে পারবেন। এখানে উপস্থাপন করা হয়েছে কোন তাল কিভাবে গানটি গাইবেন এবং সামান্য অর্থ করার চেষ্টা করেছে। একজন সচেতন মানুষ হিসেবে লালন গীতি গাইতে চাইলে এ বিষয়গুলো জানা উচিত।
আপনাদের সুবিধার্থে উপরে উল্লেখিত তথ্যগুলো উপস্থাপন করেছি। যাতে আপনি গানটি ব্যবহার করতে পারেন নিজের মত করে। আপনি জেনেছেন কাজের লিরিক্স এর পাশাপাশি গানের গীতিকার কে এবং গানটি কোন তালে ব্যবহার করলে বেশি স্বাচ্ছন্দ এবং সৌন্দর্যপূর্ণ হবে। তাতে যদি একজন শিল্পী বা গান প্রিয় হয়ে থাকেন তাহলে অবশ্যই গানের টিপসটি সংগ্রহ করতে পারেন।



মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url