ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স বাংলায় ও লেখকের নাম জানুন

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স বাংলা দেখুন যা আপনার জন্য, অনেকে আছে যারা এই প্রিয় গজলটি ভালোবাসেন তাই তাদের জন্য সহজে গজলটি পেতে লিরিক্স দেখে নিন। 

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স বাংলায়

আজকের এই আর্টিকেলটিতে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স এর পাশাপাশি জানতে পারবেন লেখক এর নাম কি। এটা কি ধরনের গান ও বিস্তারিত সকল তথ্য জানুন। 

পোস্ট সূচিপত্রঃ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স বাংলায় ও লেখকের নাম জানুন

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স বাংলা 

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স বাংলা আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এই বিষয়গুলো লক্ষ্য করতে পারেন এখানে সাধারণত সহজেই বোতলটি বা গানটি বা যেটাই বলেন না কেন এর সকল স্টেপ গুলো বাংলা লিরিক্স আকারে পেতে নিজের লিরিক্স দেখুন।

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স বাংলাঃ

*ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, 

আয়রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।২

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।।

ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিলো রে লাজ(২)

আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। ঐ (২)

*দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে(২)

কচি মুখের শাহাদাতের 

কচি মুখের শাহাদাতের

বাণী সে শুনায়,,,,।।(২) ঐ 

*আজকে যত পাপি তাপি 

সব গুনাহের পেল মাফি।(২)

দুনিয়া হতে বেইনসাফি (২)

জুলুম নিল বিদায়,,,,, ঐ (২)

*নিখিল দরুদ পড়ে লইয়ে ওনাম

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ,,,(২) বার 

জিন জিন পরী ফেরেস্তা সালাম (২)

জানাই নবীর পায়,,,, ঐ (২)

আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আশা করি গানটির লিরিক্স সহজেই বুঝতে পারবেন এখানে যেগুলো দুইবার বা দুই লেখা আছে সেই লাইনগুলো দুইবার করে পড়তে হবে। এবং সেখানে ঐ দেওয়া আছে সেই জায়গাগুলোতে প্রথমের লাইনটি দুইবার করে পড়তে হবে।

আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লেখক কে জানুন

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লেখক কে এটা অনেকেই জানেনা তবে এই গানটি অনেক জনপ্রিয় গান তাই আমরা অনেকেই এই গানটা মুখস্ত করতে এবং বলতে পছন্দ করি। সেই সুবাদে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এই অসাধারণ গজলটির যে লেখক বসে তার নাম। আমরা অনেকে জানি তবুও যারা জানেন না তাদের জন্য তথ্যগুলো উপস্থাপন করলাম। 

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লেখক কে জানুন

সাধরণতো আমরা জানি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ একটি গজল যার রচিয়তা করেন বাংলার বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম। তিনি ১৯৩৫ সালে এই গজলটি রচনা করেন এবং এটি একটি ঐতিহ্যবাহী তুর্কি লোকসংগীত নামেও পরিচিত যা কাটি বিম এর সুরে গাওয়া হয়। এছাড়াও এই গানটির গজলটির মধ্যে প্রকাশ করা হয়েছে মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন এর বইয়েও রয়েছে। 

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ইংরেজি লিরিক্স 

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ইংরেজি লিরিক্স দুই ধরনের আছে একটি হচ্ছে বাংলা কিন্তু তার অক্ষর গুলো ইংরেজিতে যাকে ইংলিশ বলা হয়। অপরটি হলো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ গানটির একটি ইংরেজি অনুবাদ করে তার নির্দেশন অনুযায়ী পরিবেশন করা যা বর্তমানে জনপ্রিয় হচ্ছে ইসরাক হোসাইন দ্বারা পরিবেশিত। নিচের ইংরেজি ভার্সন দেখুন।

O Beloved o Muhammad, who the greatest guide.

To the ones who are loved and exalted in the world.

Angels greet the perfect feet.

Oh, rivers and skies and winds, come and see.

O Beloved O Muhammad, who has come to the world.

এছাড়াও বাংলাতে ইংরেজি অক্ষর দিয়ে লিরিক্স,

Tribhuvan Priya Mohammad elo re duniya. 

I re sagor Akash batash dekhbi Jodi, 

Dhule dhora beheste Aaj, Jaipuri Lo re laj.

Aaj ke Khushi dholne nemiche dhusur saharai,

Dekhi dekh Amina Mayer kule dole Shishu Islam dhole,

Kochi Mukesh shahadater bani se sunay,

Aaj ke zoto papi o Tapi, sab gunahir pelow mafi.

Duniya hote be insafi julum nilo bidai, 

Nikhil durood pade Le Naam sallallahu alaihi wasallam, 

Jin Puri rishta Salam jana hai no Bir pay.

সাধারণত এর অনুবাদটি করে যেই একটি ভার্সন তৈরি করা হয় তাকে ইংরেজি ভার্সন বলে। যার বাংলা হয় যে হে মোহাম্মদ, হে সর্বশ্রেষ্ঠ পথপদর্শক। যদি দুনিয়ায় ভালোবাসা ও মর্যাদা সর্বোচ্চ স্থানে অধষ্ঠিত। তাই আকাশ পাতার সকল কিছুকেই দেখে যেতে বলছে যিনি আগমন করেছেন।

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ কি ধরনের গান নাকি গজল 

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ একটি গজল যা বাংলাতে সহ গোটা বিশ্বে একটি প্রচলিত গজল। সারা বাংলার সকল মানুষ এবং গোটা বিশ্বের মহানবীর অনুসারে সকলেরই একটি পছন্দের গজল। যা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের আনন্দকে সকল সৃষ্টির মধ্যে ভাগাভাগি করে দেওয়ার জন্য গাওয়া হয়েছে। 

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ কি ধরনের গান নাকি গজল

সুতরাং আপনি যদি এই গানটি সম্পর্কে একটু জানতে চান তাহলে বলতে পারি যে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের রচিত। তবে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা বহন করে যা ১৯৩৫ সালে তুরস্কের ঐতিহ্যবাহী লোকসংগীত কাটি বিম এর সুর অনুসারে গাওয়া হয়। এই সুরে আরো একটি গান রয়েছে নজরুলের রচিত সেটা হচ্ছে শুকনো পাতার নুপুর যা ১৯৩৩ সালে প্রকাশ করা হয়।

এই গজলটি সাধারণত আরব্য ধারায় সঙ্গীত মনে করা হতো আর তারই চর্চায় ষাটের দশকে গানটি উৎস নিয়ে অনশন শুরু করেন নজরুল ইসলাম গবেষণায় আসাদুল হক। বাংলাদেশের দুর্নীতি ইত্তেফাকের পাতায় সঙ্গীত নজরুলের বাংলা গানে আরবি সুরের এই প্রথম একটি অসাধারন গান। এখানের তুর্কি গানের সাথেও মিল রয়েছে। 

এই গানটির সুর কোথায় থেকে দেওয়া হয়ছে। এর প্রশ্নের উত্তরে ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কালে জার্মানি বাহিনীর বিরুদ্ধে ইরাকে প্রশিক্ষণ পাঠনের বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের কাছে এই সুরটি পেয়েছিলেন নজরুল। ১৯২৬ সালে কলকাতার আলফ্রড থিয়েটারে অনুষ্ঠান করে কবে গিয়েছিলেন মিশরের নৃত্যশিল্পী ফারিদা। বেশ আপন ছিলাম তাই নিয়ে মিশরীয় সুরে মোমের পুতুল মোমির দেশের মেয়ে গানটি গেয়েছিলেন। 

এছাড়াও এর অন্তরঙ্গ শিল্পী হচ্ছেন যাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেকর্ড করা হয় এবং বাঙালি শিল্পী হিসেবে খ্যাতিপ্রাপ্ত পেয়েছেন তিনি হলো বাংলার প্রখ্যাত অন্তরতর শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের কন্ঠে। বাঙালি সংগীত শিল্পী সংগীত পরিচালক ও সুরকারক। সাধারণত তিনি অনেক সুন্দর শিল্প একাডেমি পুরস্কার পেয়েছেন অনেক জায়গা থেকে এবং স্বাধীনতা পুরস্কারও পেয়েছেন।

শেষ মন্তব্য ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স

আশা করি আপনি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স বাংলা ও ইংরেজি বুঝতে পেরেছেন। আপনাদের সুবিধার্থে লেখক এবং এই গানের ধরন সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছি। যাতে এই সুরটি কোথায় এবং কিভাবে ব্যবহৃত হয়েছে তা বুঝতে পারেন। যদিও অনেকে এটাকে গান বলে মনে করেন তবে এটি একটি শুদ্ধ গজল যা মহানবীর শানে গাওয়া হয়ে থাকে। 

পৃথিবীতে এই ধরনের অনেক গজল আছে যা ভীষণ হযরত মুহাম্মদ সা: এর শানে তৈরি হয়েছে। আপনি যদি এই প্রিয় গজলটি অনেক পছন্দ করেন বা গাইতে চান কিন্তু আপনার যদি মনে না থাকে গোটা গজল তাহলে আজকের এই আর্টিকেলটি থেকে আপনি সকল তথ্য জানার পাশাপাশি গানটি কপি করে রাখতে পারেন। যাতে খুব সহজেই এই গজলটি আপনি মুখস্ত করে অথবা কাছে রাখতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Post Page Ad Right After Title