বন্দে মায়া লাগাইছে লিরিক্স সহ লেখক পরিচিত জানুন

বন্দে মায়া লাগাইছে লিরিক্স এর সাথে গানটি সুরকার কে ও লেখক কে এগুলো জানার জন্য আপনি যদি আজকের এই পোস্টটির মধ্যে প্রবেশ করেন তাহলে পুড়া পোস্টটি পড়ে আপনি এই গানের সব তথ্য জেনে নিন। 

বন্দে মায়া লাগাইছে লিরিক্স

আমরা যারা প্রতিদিন বা মাঝে মাঝে গান করতে ভালোবাসি তাদের জন্য আজকের এই গানের লিরিক্স উপস্থাপন করলাম।  যাতে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যেকোন সময় যে কোন গানের লিরিক্স।

পোস্ট সূচিপত্রঃ বন্দে মায়া লাগাইছে লিরিক্স সহ লেখক পরিচিত জানুন

বন্দে মায়া লাগাইছে লিরিক্স দেখুন

বন্দে মায়া লাগাইছে লিরিক্স দেখুন যা ব্যবহার করে আপনি েই গানটি খুব সঝজেই ব্যবহার করতে পারেন আপনার গানের চর্চা করতে। এই গানটি অনেক অর্থ পুর্ণ গান যার সামান্য ভাব লিরিক্স এর পাশাপাশি এই গানের লখক ও সুরকার পরিচিতি জানানোর চেষ্টা করবো। তাহলে চলুন আর দেরি না করেবন্দে মায়া লাগাইছে লিরিক্স দেখি।

বন্দে মায়া লাগাইছে লিরিক্সঃ

বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে,

কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে (২)

বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে (২)

বসে ভাবি নিরালায়,(২) 

আগে তো জানিনা বন্ধের পিরিতের জ্বালা (৩)

বসে ভাবি নিরালায় আগে তো জানিনা বন্ধের পিরিতের জ্বালা। 

যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন লাগাইছে, 

হাইগো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন লাগাইছে দেওয়ানা বানাইছে। ঐ(২)

আমি কি বলিব আর বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার (৫)

প্রাণ বন্ধের পিরিতি আমায় পাগল করেছে, হাই গো প্রাণ বন্ধের পিরিতি আমায় পাগল করেছে দেওয়ানা বানাইছে। 

কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে (২) ঐ 

পাগল আব্দুল করিম গায়,

ভুলিতে পারিনা আমার মনে যারে চাই,।(২)

কুলনাশা পিরিতের নেশায় কুলোমান গেছে, হায়গো কোন নাসা পিরিতের নেশায় কোন মন গেছে, দিওয়ানা বানাইছে। (২) ঐ 

কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে (২)

বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিওয়ানা বানাইছে, 

কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। 

আশা করি এই তথ্যগুলো থেকে আপনি খুব সহজেই গানটি মুখস্ত করে গাইবার জন্য উপরে বিষয়গুলো প্রস্তুত করা হয়েছে। আশা করি আপনি নিঃসন্দেহে উপরে উল্লেখিত সকল তথ্য গুলো পড়ে সে অনুযায়ী গান বলতে পারবেন। এই গানটি বাউল সুফি-সাধক শাহ আব্দুল করিম তার বিভিন্ন গানের মধ্যে এটাও একটি বিখ্যাত গান বলে প্রকাশ হয়েছে যা বর্তমান সমাজেও এখনো এর প্রচলন রয়েছে।

আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা

বন্দে মায়া লাগাইছে গীতিকার কে জানুন 

বন্দে মায়া লাগাইছে গীতিকার কে এ বিষয়ে অনেকেই জানেনা। তবে এই গানের মধ্যে লেখকের নাম উল্লে করা হয়েছে চাই যারা একটু সাবধানতার সাথে এবং গান বিষয়ে জ্ঞান রাখেন তারা অবশ্যই গানটি পড়ে বুঝতে পারবেন যে গানটি কার লেখা। সাধারণত বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে এই গানটির গীতিকার হলেন উন্নত সুফি সাধক।

বন্দে মায়া লাগাইছে গীতিকার কে

বর্তমানে তার অনেক গান প্রচলিত রয়েছে। যার গান শুনলে মানুষের হৃদয়ে প্রেম জাগ্রত হয়। জাগ্রত হয় সত্য এবং অসত্যের মধ্যে থাকা বাস্তবিক কাহিনী। এই গানের রচিয়তা হলেন শাহ আব্দুল করিম। তিনি বাংলার খ্যাতিমান একজন বাউল শিল্পী হিসেবে পরিচিত তাই তার এই খ্যাতিমান গানের জন্য মানুষ তাকে অনেক ভালোবাসে এবং সম্মান করে। 

বন্দে মায়া লাগাইছে লিরিক্স কার্ড 

বন্দে মায়া লাগাইছে লিরিক্স কার্ড ব্যবহার করে আপনি খুব সহজে গানটি সুর করে এবং কিভাবে গাইলে ভালো লাগছে এ বিষয়টা বুঝতে পারবেন।  এই গানটি ব্যবহার করার জন্য আপনি যে কোড গুলো ব্যবহার করবেন তা নিচে এক নজরে দেখে নিন। স্বাতন্ত্র শুরু এবং শেষ বা মাঝখানে কিছু পর্যায়ক্রমিক কোড রয়েছে যা ব্যবহার করলে গানটি সৌন্দর্যপূর্ণ হয়। 

সাধারণ কার্ড প্রগ্রেশনঃ

  • C এই কার্ডটি শুরুর সময় ভালোভাবে ব্যবহার করতে হয়। 
  • Am কাটি শুরুর পরে মাঝখানের কার্ড হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। 
  • Em এটা একটি কার্ড এটিও একটি সম্ভাব্য উন্নত পর্যায়ের গানের জন্য ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে ফোক গান বা লোকসংগীতে। 
  • আবার G কর্ডও আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন গানের শেষে বা পরের অংশে। যাতে গানটা সকল কিছুর সাথে মিল রেখে শেষ করা যায়। 

আপনি যদি গানটি বাজানোর জন্য নতুন নতুন হন তবে কাঠগুলো দিয়ে শুরু করতে পারেন। বিভিন্ন শিল্পী সংস্কৃতির মধ্যে পার্থক্য থাকতে পারে তাকে আপনি সহজভাবে শুরু করার জন্য প্রথম অবস্থায় এই বিষয়গুলো দিয়ে শুরু করতে পারেন তাহলে আপনার ধীরে ধীরে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান বাড়বে এবং আপনি কার্ড গুলো ব্যবহার করে যে কোন গান গাইতে পারবেন।

বন্দে মায়া লাগাইছে স্বরলিপি গুলো দেখুন 

বন্দে মায়া লাগাইছে স্বরলিপি গুলো দেখে আপনি সারেগামা প্র্যাকটিস করতে পারবেন। সাধারণত ব্যবহৃত শব্দগুলো ব্যবহার করে আপেক্ষিক সহজেই হারমোনিয়াম এই গানগুলো তুলতে পারবেন। তার জন্য আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারনা থাকতে হবে। আমরা সবাই জানি যে কোন গান সারেগামাপাধানিসা এই বিষয়গুলো দিয়ে শুরু হয়।  

বন্দে মায়া লাগাইছে স্বরলিপি গুলো দেখুন

  • এই গানের স্বরলিপি হলো, (সা, রা, গা,মা, পা,ধা, না)
  • এছাড়াও ক্ষ, ন 

আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বন্দে মায়া লাগাইছে স্বরলিপি গুলো কি যা ব্যবহার করে আপনি খুব সহজ ভাবে এই গানের সাথে বাজাতে পারবেন। আমরা যারা শিল্পী তারা সবাই সারেগামাপা এগুলো প্র্যাকটিস করে যা গানের বলে মনে করা হয় তাই আপনার যে কোন গান বলার সময় এ বিষয়গুলো মাথায় রাখলে গানটি আরো মাধুর্যপূর্ণ ও সুন্দর হবে। 

লেখক এর শেষ মন্তব্য বন্দে মায়া লাগাইছে লিরিক্স 

বন্ধু মায়া লাগাইছে লিরিক্স এবং লিরিক্স কট সম্পর্কে ও স্বরলিপি সম্পর্কে আজকের এই আর্টিকেলটিতে সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করেছি এবং যা দেখে আপনি খুব সহজেই এই গানটি আয়ত্ত করতে পারবেন। বর্তমান সময়ে অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন গান বাজনার সাথে সময় দিতে পছন্দ করে।

আপনি যদি সেই দলের হয়ে থাকেন গাছপালকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই গানের লিরিক্স গুলো আপনার কাজে আসবে। সেরা গান সম্পর্কে বিভিন্ন তথ্য জানার জন্য আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনি  এই গানটির সম্পর্কে কিছু অজানা তথ্য জানতে পারবেন যা আপনাকে গানের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে। শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Post Page Ad Right After Title