বাংলাদেশের জাতীয় দিবস কয়টি ও কি কি বিস্তারিত ঘটনা জানুন
বাংলাদেশের জাতীয় দিবস কয়টি ও কি কি আজকের আর্টিকেলটি পড়ে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জেনে নিন। এখানে আমার জানতে পারবো বাংলাদেশের জাতীয় সরকারি-বেসরকারি সকল দিবস সম্পর্কে।
বাংলাদেশের এই জাতীয় দিবসগুলো কিভাবে পালন করা হয় এবং কোন উপলক্ষে প্রত্যেকটি দিবস পালন করা হয় তা পর্যায়ক্রমে জানবো। তাহলে চলুন দেরি না করে জেনে নিন সেই দিবসগুলো।
পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশের জাতীয় দিবস কয়টি ও কি কি বিস্তারিত ঘটনা জানুন
ভূমিকা
বাংলাদেশের জাতীয় দিবস সমূহের পিছনে এক স্মরণীয় ইতিহাস রয়েছ। সাধারণত এই দিবসগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু বিজয় বা স্মরণীয় করে রাখার জন্য পালন করা হয়। তবে বিভিন্ন সময়ে এই দিবসগুলো অর্জন করার জন্য বাংলাদেশের হাজারো মানুষের রক্ত ঝরাতে রয়েছে। শহীদ হতে হয়েছে হাজারো মানুষ মা বোনকে তাদের ত্যাগের বিনিময়ে এই দিবসগুলো অর্জিত।
বাংলাদেশের জাতীয় দিবস গুলো জাতির জন্য ইতিহাস। এই দিবসগুলো স্বাধীনতা ও গৌরবের স্মারক। দিবসগুলো জাতির আত্মপরিচয়, দেশপ্রেম এবং ঐক্যের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মহান স্বাধীনতা দিবস বিজয় দিবস, ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বিভিন্ন ধরনের দিবস রয়েছে।
আরো পড়ুনঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ও অসুবিধা বিস্তারিত
যা আমাদের জাতীয় ভাবে উন্নয়ন ও বিভিন্ন অনুপ্রেরণার চেতনা জায়গায় এবং এগুলো বিভিন্নভাবে স্বাধীনতা স্মরণীয় আমাদের মনোভাব কোমল ও মসৃণ করে রাখতে সাহায্য করে। জাগিয়ে তুলে মানবতা একেক কথা ও বিভিন্ন উন্নতি। স্কুল-কলেজ বিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বত্র এই দিনগুলো উদযাপন করা হয়। আর এই দিনগুলো নানান কর্মসূচি দ্বারা পালিত হয় জাতীয় পতাকা উত্তোলন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা এবং ক্রিয়া প্রতিযোগিতা বা বিভিন্ন ঐক্য বা দেশপ্রেম মূলক দৃঢ় বিশ্বাস। সুতরাং বাংলাদেশের জাতীয় দিবস কেবল একটি স্মৃতি নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস যা ভবিষ্যতে এই মহান মানবিকতার স্মরণ করিয়ে দেয় এবং মানুষকে মানবিক করে তুলতে বিশেষভাবে সাহায্য করে।
বাংলাদেশের জাতীয় দিবস কয়টি
বাংলাদেশের জাতীয় দিবস কয়টি আপনি যদি না জেনে থাকেন, তাহলে আশা করি আজকের এই পোস্টটি মনোযোগ সহকারেও সকল বিস্তারিত তথ্য জিনে উপকৃত হবেন। বাংলাদেশের সরকারিভাবে পালিত জাতীয় দিবসের সংখ্যা মোট ১৪ টি। ইতিহাস গুলো সম্পর্কে নিচের তালিকা দেখে নিন।
- ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
- ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস।
- ২ এ মার্চ বাংলাদেশের পতাকা উত্তোলন দিবস।
- ১২ ই মার্চ পতাকা উত্তোলন দিবস।
- ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
- ২৫ শে মার্চ গণহত্যা দিবস।
- ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
- ১৪ এপ্রিল বাংলা নববর্ষ দিবস।
- ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস।
- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।
- ৩ নভেম্বর জেল হত্যা দিবস।
- ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (বর্তমান সরকারি স্বীকৃতি সীমিত)
- ৬ ই ডিসেম্বর গণতন্ত্র পুনরুদ্ধার দিবস।
- ১৬ ডিসেম্বর বিজয় দিবস।
বর্তমান বাংলাদেশের জাতীয় দিবস সরকারিভাবে পালিত হয় তার তালিকা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যাতে এক নজরে আপনি দেখে বুঝতে পারেন বাংলাদেশের জাতীয় দিবস গুলো যেগুলো সরকারিভাবে পালিত হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন রাজনৈতিক কারণে দেশের অনেক দিবসগুলো পালিত হয় না। আরজে দিবসগুলো রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে দেখুন।
বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ
বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ আপনি কি জানেন না। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই জাতীয় দিবসগুলো কত তারিখ তা দেখার জন্য আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। এখানে বাংলাদেশের জাতীয় দিবস গুলোর নাম উল্লেখ করা হবে এবং বাংলাদেশের জাতীয় দিবস গুলো কত তারিখে অনুষ্ঠিত হবে তা দেখানো হবে।
বাংলাদেশের জাতীয় দিবস ১৪ টি পালন করা হয়। যাও উপরে উল্লেখিত করেছি দিন তারিখ সহ। সাধারণত জাতীয় দিবস একটি নির্দিষ্ট দিন যে দিনের উদযাপন কোন রাষ্ট্র বা অ সার্বভৌম জাতির জাতিসত্তাকে চিহ্নিত করে। প্রজাতন্ত্র গঠনের তারিখ বা কোন রক্ষাকর্তা শাসকের জন্য একটি নির্দিষ্ট তারিখ দ্বারা প্রতীকী কি হতে পারে।
আরো পড়ুনঃ মানুষের মৌলিক চাহিদা কয়টি ও মৌলিক চাহিদা পূরণ করা হয় কেন বিস্তারিত জানুন
কিছু ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে দিনটিকে জাতীয় দিবস বলা হয় না তবে এটি উদযাপন করা হয় একই ধরনের বিবেচনা করা যেতে পারে। জাতীয় দিবসটি প্রায় জাতীয় ছুটির দিন হয়ে থাকে তবে বিভিন্ন দেশে এই জাতীয় দিবস বিভিন্ন হয়ে থাকে। বিশ্বের বেশিরভাগ দেশে একটি নির্দিষ্ট তারিখের দিন জাতীয় দিবস পালন করা হয় তবে কিছু কিছু দেশে তা পরিবর্তন হয়।
উদাহরণস্বরূপ জামাই কোতে ১৯৯৭ সাল পর্যন্ত আগস্টের প্রথম সোমবার তাদের জাতীয় দিবস পালন হতো। যুক্তরাজ্য থেকে স্বাধীনতার লাভের স্মরণে পালিত হয় ১৯৬২ সালের ৬ আগস্ট সোমবার। একদিন দিনটি সে বছরের আগস্টের প্রথম সংবাদ ছিল। একটা সময় বাস্তব প্রভাব হল স্বাধীনতা দিবস ১৫ এপ্রিল থেকে ১৫ ই মে এর মধ্যে যেকোনো দিন পালন করা হতো।
বেশিরভাগ ক্ষেত্রে জাতীয় দিবস কে দুটি বড় দলের সাথে শ্রেণীবদ্ধ করা হয়। নতুনদের স্কুলে যারা তাদের জাতীয় দিবসের যা তাদের জাতীয়তা দিবস হিসেবে পালন করে। আবার পুরনো দেশগুলি যা তাদের জাতীয় দিবস কে বিশেষ তাৎপর্যপূর্ণ কোন ঘটনাকে ব্যবহার করে। কিছু কিছু দেশ আছে যে দেশগুলো জাতীয় দিবস নির্ধারণ করে না যদিও কিছু ক্ষেত্রে তাদের জাতীয় দিবসের বৈশিষ্ট্যের সাথে মিল থাকে।
আজ কি দিবস বাংলাদেশ
আজ কি দিবস বাংলাদেশে এটা আপনি যদি না জানেন তাহলে দেখে নিতে পারেন। আজ কি দিবস বাংলাদেশ ২০২৪, আজ কি দিবস বাংলাদেশের ২০২৫। আবার অনেকেই এভাবে জানতে চাই বাংলাদেশের কোন দিন কি দিবস। কিছু কিছু মানুষ আছে যারা বলে আজ কি দিবস বিশ্বে এই প্রশ্নের উত্তরগুলো দেখুন।
আজ কি দিবস বাংলাদেশে এর উত্তর করতে গেলে প্রথমে বলতে হয় যে বাংলাদেশের প্রতিদিন তেমন কোন দিবস নেই। তবে উল্লেখিত জাতীয় দিবসগুলো উপরে উল্লেখ করা হয়েছে এর মধ্যে আজকের দিনটি কোন দিবসের মধ্যে পড়ে, তবে আজকের দিনকে ইতিহাসের পাতায় জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়।
সাধারণত ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতের বেলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং দেশ রূপান্তর এর সময়কাল ৪ জন স্বাধীনতার যুদ্ধের নায়ককে নির্ঘুম ভাবে হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে তাজউদ্দিন আহমদ, মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান, ও সৈয়দ নজরুল ইসলাম ছিলেন।
এই দিনে আমাদের স্মরণ করিয়ে দেয় সেই স্বাধীনতার কথা যেটা অনেকটাই কঠিন ছিল। দেশপ্রেম আত্মত্যাগ ও ন্যায় বিচার রক্ষার জন্য বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে এই দিনটি শুধু শোকের দিন নয় বরং আমাদের প্রতিটি প্রজন্মের জন্য গণতন্ত্র রক্ষা করার দায়িত্বের প্রতীক। সুতরাং আশা করি আপনি বুঝতে পেরেছেন আজকে কি দিবস বাংলাদেশে পালিত হচ্ছে।
বাংলাদেশের বিভিন্ন দিবসের তালিকা pdf
বাংলাদেশের বিভিন্ন দিবসের তালিকা pdf বা টেবিল আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যাতে আপনি খুব সহজেই তালিকাটি মোবাইলে সেভ করে রাখতে পারেন অথবা পিন্ট করে রাখতে পারে বিভিন্ন অফিস আদালত বা সরকারি প্রতিষ্ঠানগুলোতে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এগুলো প্রিন্ট করে রাখা উচিত যাতে শিক্ষার্থীরা খুব সহজেই বিষয়গুলো আয়ত্ত করতে পারে।
আরো পড়ুনঃ দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট নিয়ে বিস্তারিত জানুন
বাংলাদেশের দিবস সমূহ মাস অনুযায়ী দেখুনঃ
জানুয়ারি মাস,
- জাতীয় সমাজসেবা দিবস ২ এ জানুয়ারি
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ই জানুয়ারি
- বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ চলার সময় শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কালীন দীর্ঘ নয় মাস কারা ভোগ করা হয় যা ১৯৭২ সালে স্বদেশে ফিরে আসেন এবং তার উপলক্ষে দিবসটি পালিত হয়।
- শহীদ আসাদ দিবস ২০ শে জানুয়ারি,
- 1969 খ্রিস্টাব্দে এমটি আমানুল্লাহ আসাদুজ্জামান নামের একজন ছাত্র নেতা তৎকালীন পূর্ব পাকিস্তানের শাসক আইয়ুব শাহির পতনের দাবিতে মিছিল করায় পুলিশের গুলিতে নিহত হন। তিনি 1969 সালে বাঙালির কোন আন্দোলনে সে সময় পূর্ব পাকিস্তানের তিন শহীদের একজন, অন্য দুজন হইল শহীদ রুস্তম ও শহীদ মতিউর।
- গণঅভ্যুত্থান দিবস 24 শে জানুয়ারি,
- ১৯৬৯ খ্রিস্টাব্দে এইটি তৎকালীন পাকিস্তান শাসকদের বিরুদ্ধে বিশেষ করে পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তোলেন। মিছিল হয় এবং বিভিন্ন সময় গুলি বর্ষণের দ্বারা পুলিশের গুলিতে নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান মারা যাই এবং সেই থেকে দিনটি পালন করা হয়।
- কম্পিউটারের বাংলা প্রচলন দিবস 25 শে জানুয়ারি,
- প্রবাসি প্রকৌশলী সাইফুদ্দাহার শহীদ 1985 খ্রিস্টাব্দে আপেলের মেকিংটোস কম্পিউটারের এদিন প্রথম বাংলা লিখন চালু করে।
- সলঙ্গা দিবস ২৭ শে জানুয়ারি।
এবার ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ,
- জাতীয় নিরাপত্তা খাদ্য দিবস ২ ই ফেব্রুয়ারি
- জাতীয় জনসংখ্যা দিবস ২ ফেব্রুয়ারি
- ক্যান্সার দিবস ৪ ই ফেব্রুয়ারি
- জাতীয় গ্রন্থাগার দিবস ৫ই ফেব্রুয়ারি
- জাতীয় ইশারা ভাষা দিবস ৭ই ফেব্রুয়ারি
- জাতীয় সড়ক ও হত্যা দিবস ১১ ই ফেব্রুয়ারি
- জাতীয় আলিঙ্গন দিবস ১২ ই ফেব্রুয়ারি
- জাতীয় বস্ত্র দিবস ১৪ ই ফেব্রুয়ারি, অনেকেই দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে।
- সুন্দরবন দিবস ১৪ ই ফেব্রুয়ারি,
- ২০০১ খ্রিস্টাব্দে এই দিনে বাংলাদেশের পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় ৭০ টি পরিবেশবাদী সংগঠন গড়ে ওঠে এবং সেখানে অংশগ্রহণ করে অনুষ্ঠিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন দিবসকে সুন্দরবন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- শহীদ দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি।
- জাতীয় পরিসংখ্যান দিবস ২৭শে ফেব্রুয়ারি।
- জাতীয় ডায়াবেটিস সচেতন দিবস ২৮ শে ফেব্রুয়ারি, এটি ১৯৫৬ খ্রিস্টাব্দে পালন করা হয়। প্রথমবারের মতো ডক্টর ইব্রাহিম এর উদ্যোগে বাংলাদেশের ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে দিনটিকে প্রতিবছরে ১৪ ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করা হয়।
মার্চ মাসের সকল দিবস সমূহ,
- জাতীয় বীমা দিবস ১লা মার্চ
- জাতীয় ভোটার দিবস ২ এ মার্চ
- জাতীয় পতাকা দিবস ২ ই মার্চ
- টাকা দিবস ৪ মার্চ
- জাতীয় পাট দিবস ৬ মার্চ
- জাতীয় নারী দিবস ৮ই মার্চ
- জাতীয় পতাকা উত্তোলন দিবস ২৩ শে মার্চ, যা ১৯৭১ সালের পল্টন ময়দানে শেখ মুজিবুর রহমানের উপস্থিতি ছাত্র সংগ্রাম পরিষদ জাতীয় বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। সে থেকে এই দিবসটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা শুরু পালিত হয়।
- জাতীয় দুর্ভোগ প্রস্তুতি দিবস ১০ ই মার্চ, এখানে ১৯৯৮ খ্রিস্টাব্দে থেকে প্রতিবছর বাংলাদেশের দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রস্তুতি হিসেবে দিবসটি পালন করা হয়।
- স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২৬ শে মার্চ। এই দিবসটি সম্পর্কে আমরা অনেকেই জানি ১৯৭১ সালে পাকিস্তান শাসকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আনুষ্ঠানিকভাবে বাঙ্গালীদের আহ্বান জানানো হয় এবং স্বাধীনতা ঘোষণা হিসেবে সম্মানিত পরিচয় হয়। সেই আহ্বান প্রচুর মানুষ যুদ্ধে অংশগ্রহণ করে।
এপ্রিল মাসের দিবস সমূহ,
- জাতীয় প্রতিবন্ধী দিবস ২ এপ্রিল
- জাতীয় চলচ্চিত্র দিবস ২ এপ্রিল
- বাংলাদেশ স্কাউট দিবস ৮ এপ্রিল
- পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ১৪ এপ্রিল
- মুজিবনগর দিবস ১৭ ই এপ্রিল, ১৯৭১ সালের দিনে কুষ্টিয়া জেলার বর্তমান মেহেরপুর জেলা যা পূর্ব পাকিস্তানের বিকল্প সরকার শপথ গ্রহণ করেছিল।
- জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস ২৮ শে এপ্রিল।
মে মাসের সকল দিবস সমূহ,
- মহান মে দিবস বিশ্ব শ্রমিক দিবস ১লা মে।
- ফারাক্কা লংমার্চ দিবস ১৬ ই মে, ফারাক্কা বাঁধের কারণে বাধাগ্রস্ত জলপ্রবাহের নিমিত্তে বাংলার লোম জননেতা মাওলানা হামিদ খান ভাসানী ডাকে লাখো মানুষ সাড়া দিয়ে সমস্যার সমাধান করে।
- জাতীয় নৌ নিরাপত্তা দিবস ২৩ শে মে, এর সংক্ষিপ্ত একটি কারণ রয়েছে ২০০৪ সালের ২৩ শে মে বাংলাদেশের চাঁদপুরের কাছে মেঘনা নদী ডুবে যাওয়া ফিটনেস বিন লঞ্চ এমনকি লাইভ সান মাদারীপুর থেকে ছেড়ে আসা ৮ শতাধিক যাত্রী ছিলেন যারা অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটে।
- বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ২৫ শে মে।
- নিরাপদ মাতৃত্ব দিবস ২৮ শে মে
জুন মাসের সকল দিবস সমূহ,
- ১লা জুন জাতীয় দুগ্ধ দিবস
- জাতীয় চা দিবস ৪ ই জুন।
- ছয় দফা দিবস ৭ ই জুন
- নারী উদ্যোক্তা করণ প্রতিরোধ দিবস বা ইভটিজিং প্রতিরোধ দিবস ১৩ ই জুন।
- পলাশী দিবস ২৩ শে জুন।
জুলাই এর সকল দিবস সমূহ,
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পহেলা জুলাই, ১৯২১ সালের পহেলা জুলাইয়ে এই দিনটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই দিন এই ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
আগস্ট এর দিবস সমূহ,
- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ৯ আগস্ট
- দিঘলিয়ার দিয়ারা গণহত্যা দিবস ২৭ আগস্ট, এই দিবসটি ১৯৭১ সালের এই দিনে খুলনার দিলিয়ার ঘেরাওয়া গ্রামে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার এর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করাই 60 জন নিরাপরাধের বাঙালির হত্যার প্রতিশোধ বা তাদের সরণের দিনটি পালন করা হয়।
সেপ্টেম্বর মাসের দিবস সমূহ,
- মহান শিক্ষা দিবস এই সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে পালিত হয়।
- কৃষ্ণপুর গণহত্যা দিবস ১৮ সেপ্টেম্বর। ৭১ সালের কৃষ্ণপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ১২৭ জন এবং আশেপাশের এলাকায় আরো শতাধিক মানুষকে হত্যা করার জন্য এক কথায় পুরুষদের হত্যা করার জন্য দিনটি পালিত হয়।
- মাহমুদপুর গণহত্যা দিবস ২৯ শে সেপ্টেম্বর।
- কন্যা শিশু দিবস ২৩ সেপ্টেম্বর পালিত হয়
অক্টোবর মাসের দিবস সমূহ,
- পথ শিশু দিবস বা সুবিধা বঞ্চিত শিশু দিবস 2 অক্টোবর।
- জাতীয় উৎপাদনশীলতা দিবস ২ অক্টোবর।
- বিশ্ব বসতি দিবস ৩ ই অক্টোবর
- শিক্ষক দিবস ৫ ই অক্টোবর
- জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ৬ অক্টোবর।
- বিশ্ব ডিম দিবস ১৪ ই অক্টোবর
- নিরাপদ সড়ক দিবস ২২ অক্টোবর
নভেম্বর মাসের দিবস সমূহ,
- জাতীয় যুব দিবস ১লা নভেম্বর
- জাতীয় সমবায় দিবস প্রথম শনিবার নভেম্বর মাসের।
- জেলহত্যা দিবস ৩ নভেম্বর
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ ই নভেম্বর
- নূর হোসেন দিবস বা স্বৈরাচার বিরোধী দিবস ১০ ই নভেম্বর।
- রেল দিবস ১৫ ই নভেম্বর
- সশস্ত্র বাহিনী দিবস ২১ শে নভেম্বর, এই দিনের বাংলাদেশের সার্বিক দিকে সামরিক বাহিনীর সহ তৎকালীন বাঙালি আপনাদর জনগণ একত্রে আক্রমণ করে তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনী থেকে রক্ষা পায়।
- জাতীয় আয়কর দিবস, পূর্বে প্রতিবছর ১৫ সেপ্টেম্বরের এবং ২০০৮ সাল থেকে এই দিবসটি জাতীয়ভাবে দিবসটি উদযাপিত হলেও ২০১৬ সাল থেকে ৩০ শে নভেম্বর দিবসটি পালিত হয়।
ডিসেম্বর মাসের দিবস সমূহ,
- মুক্তিযোদ্ধা দিবস ১ ডিসেম্বর, এই দিনে বেসরকারিভাবে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা দিবস পালন করে আসছে প্রতিবছর, যা নতুন প্রজন্মের জন্য এক সচেতনতা মূলক দিক হয়ে যায়।
- স্বৈরাচার পতন দিবস বা সংবিধান সংরক্ষণ দিবস ৬ ডিসেম্বর।
- জাতীয় যুব দিবস ৮ ডিসেম্বর
- বেগম রোকিয়া দিবস ৯ ডিসেম্বর
- জাতীয় ভ্যাট দিবস ১০ ই ডিসেম্বর
- বিজয় দিবস ১৬ ডিসেম্বর।
- শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ই ডিসেম্বর
উল্লেখিত দিবস গুলো পালন করা হয় বাংলাদেশে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের যে দিবস সমূহ রয়েছে সেই দিবস সমূহের কারণ এবং কোন দিনে কোন দিবস পালন করা হয় তা সম্পর্কে বিস্তারিত। এখন আমরা জানবো বৈশ্বিক যে দিবসগুলো রয়েছে সে সম্পর্কে।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা
বৈশ্বিক দিবস সমূহ সম্পর্কে জানুন
বিশ্বের যেকোনো এক দেশে প্রান্তরের পর বিদি দিবসটির প্রতিপাদ্য গত সৌন্দর্য বা ফল সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে বাংলাদেশে চালু হয়েছে দিবসগুলো বৈশ্বিকভাবে সেই দিবসগুলোকে বৈশ্বিক দিবস বা বিশ্ব দিবস বা আন্তর্জাতিক দিবস হিসেবে বলা হয়।
জানুয়ারি মাস,
- বিশ্ব কুষ্ঠ দিবস শেষ রবিবার
- বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস ২ ই জানুয়ারি
- বিশ্ব ব্রেইল দিবস ৪ জানুয়ারি
- বিশ্বের সম্মোহন দিবস ৪ জানুয়ারি
- বিশ্ব হিন্দি দিবস ১০ শে জানুয়ারি
- আন্তর্জাতিক কাস্টম দিবস ২৬ শে জানুয়ারি
- বিশ্ব বেস্ট পাম্পিং দিবস ২৭ শে জানুয়ারি
- বিশ্ব তথ্য সুরক্ষা দিবস ২৮ শে জানুয়ারি
ফেব্রুয়ারি মাস,
- পহেলা ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস,
- ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস
- ১২ ই ফেব্রুয়ারি বিশ্ব ডারউইন দিবস যা চার্লস ডারউইনের জন্মবার্ষিকীতে সারাবিশ্বব্যাপী অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে পালিত হয়।
- ১৩ ই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস
- ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে
- ১৫ ই ফেব্রুয়ারি বিশ্ব শিশু ক্যান্সার দিবস
- ২০ শে ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস
- ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- ২২ শে ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস
মার্চ মাস,
- মার্চ মাসের দ্বিতীয় সোমবার কমনওয়েলথ দিবস
- বিশ্ব বই দিবস ৩ মার্চ
- বিশ্ব বন্যপ্রাণী দিবস ৩ ই মার্চ
- বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস ৪ এ মার্চ
- বিশ্ব নারী দিবস ৮ ই মার্চ
- বিশ্ব কিডনি দিবস ৯ মার্চ
- আন্তর্জাতিক নদীত্ব দিবস ১৪ ই মার্চ
- বিশ্ব পাই দিবস ১৪ ই মার্চ
- বিশ্ব পঙ্গু দিবস ১৫ ই মার্চ
- বিশ্ব ভোক্তা অধিকার দিবস ১৫ ই মার্চ
- বিশ্ব শিশু ওযু গো থিয়েটার দিবস ২০ শে মার্চ
- বিশ্ব বন দিবস ২১ শে মার্চ
- বিশ্ব কবিতা দিবস ২১ শে মার্চ
- বিশ্ব বর্ণ বৈষম্য দিবস ২১ শে মার্চ
- বিশ্ব পানি দিবস ২২ শে মার্চ
- বিশ্ব আবহাওয়া দিবস ২৩ শে মার্চ
- বিশ্ব যক্ষা দিবস ২৪ শে মার্চ
- বিশ্ব আর্থ আওয়ার ২৬ শে মার্চ
- বিশ্ব নাট্য দিবস ২৭ শে মার্চ
এপ্রিল মাস,
- বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২ এপ্রিল, বিশ্বব্যাপী অটিজম বা মানববন্ধন প্রতিবন্ধতা বিষয়ে সচেতনতা তৈরিতে ২০০৮ খ্রিস্টাব্দে থেকে এ দিবসটি পালিত হয়।
- বিশ্ব শিশু বই দিবস ২ এপ্রিল
- বিশ্ব মাইন বিরোধী দিবস ৪ এপ্রিল
- বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল
- বিশ্ব পথ শিশু দিবস ১২ এপ্রিল
- বিশ্ব কন্ঠ দিবস ১৬ এপ্রিল
- বিশ্ব হিমোফিলিয়া দিবস ১৭ এপ্রিল
- বিশ্ব ধরিত্রী দিবস ২২ শে এপ্রিল
- বিশ্ব বই দিবস বা বিশ্ব গ্রন্থ ও গ্রন্থ স্তম্ভ দিবস ২৩ শে এপ্রিল।
- বিশ্ব ভেটেনারী দিবস ২৪ এপ্রিল
- বিশ্ব ম্যালেরিয়া দিবস ২৫ এপ্রিল
- বিশ্ব মেধা সম্পদ দিবস ২৬ এপ্রিল
- বিশ্ব আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২৬ এপ্রিল
- বিশ্ব নকশা দিবস ২৭ এপ্রিল
- বিশ্ব পিশাগ্রস্ত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস ২৮ এপ্রিল
- বিশ্ব নৃত্য দিবস ২৯ শে এপ্রিল
মে মাস,
- শ্রমিক দিবস পহেলা মে
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস ৩ মে
- বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ৮ই মে
- বিশ্ব মা দিবস মে মাসের দ্বিতীয় রবিবার
- বিশ্ব পরিযায়ী পাখি দিবস ১৪ ই মে
- বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ১৭ ই মে
- বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ১৭ ই মে
- আন্তর্জাতিক জাদুঘর দিবস ১৮ ই মে
- বিশ্ব মেট্রলজি দিবস ২০ মে
- বিশ্ব জীববৈচিত্র্য দিবস ২২ শে মে
- বিশ্ব রাজস্রাব স্বাস্থ্যবিধি দিবস ২৮ শে মে
- বিশ্ব তামাকমুক্ত দিবস ৩১ শে মে
জুন মাস বৈশ্বিক দিবস,
- বিশ্ব বাবা দিবস তৃতীয় রবিবার
- বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন
- বিশ্ব মহাসাগর দিবস ৮ ই জুন
- বিশ্ব ব্রেইন টিউমার দিবস ৮ই জুন
- বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস ১২ ই জুন
- বিশ্ব রক্ত দাতা দিবস ১৪ ই জুন
- বিশ্ব মরুময়তা দিবস ১৭ ই জুন
- বিশ্ব সঙ্গীত দিবস ২১শে জুন
- বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২১ শে জুন
জুলাই বৈশ্বিক দিবস,
- বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসএস২ জুলাই
- বিশ্ব জনসংখ্যা দিবস ১১ ই জুলাই
- বিশ্বযুগ ক্ষমতা দিবস ১৫ জুলাই
- বিশ্ব বাঘ দিবস ২৯ শে জুলাই
- বিশ্ব বন্ধুত্ব দিবস ৩০ শে জুলাই
আরো পড়ুনঃ বাংলাদেশের ছয় ঋতুর বৈশিষ্ট্য এবং ঋতু নিয়ে বিশেষ আলোচনা সম্পর্কে
আগস্ট মাসের বৈশ্বিক দিবস,
- বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পহেলা আগস্ট
- হিরোশিমা দিবস ৬ আগস্ট
- বিশ্ব আলোকচিত্র দিবস ১৯শে আগস্ট
- নাগাসিকা দিবস ৯ আগস্ট
- বিশ্ব আলোকচিত্র দিবস ১৯ শে আগস্ট
- বিশ্ব মশক দিবস ২০ শে আগস্ট
সেপ্টেম্বর মাসের বৈশ্বিক দিবস সমূহ,
- বিশ্ব ফিজিও থেরাপি দিবস ১৮ সেপ্টেম্বর
- বিশ্ব ওজন দিবস ১৬ সেপ্টেম্বর
- বিশ্ব নৌ দিবস ১৮ সেপ্টেম্বর
- বিশ্ব কারামুক্ত দিবস ২২ শে সেপ্টেম্বর
- বিশ্ব মিনা দিবস ২৪ শে সেপ্টেম্বর
- বিশ্ব পর্যটন দিবস ২৭ সপ্টেম্বর
- বিশ্ব জলনাঙ্ক দিবস ২৮ শে সেপ্টেম্বর
- বিশ্ব নদী দিবস চতুর্থ রবিবার সেপ্টেম্বর মাস
- বিশ্ব বধির দিবস শেষ রবিবার
- বিশ্ব হৃদয় দিবস ২৯ শে সেপ্টেম্বর
- বিশ্ব কন্যা শিশু দিবস ৩০ সেপ্টেম্বর
অক্টোবর মাসের বৈশ্বিক দিবস,
- আন্তর্জাতিক প্রবীণ দিবস পহেলা অক্টোবর
- বিশ্ব নিরামিষ দিবস পহেলা অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস ৮ ই অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস ৫ ই অক্টোবর
- বিশ্ব ডাক দিবস ৯ অক্টোবর
- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ১০ ই অক্টোবর
- বিশ্ব ডিম দিবস ১৪ ই অক্টোবর
- বিশ্ব দুর্যোগ প্রমোশন দিবস ১৩ ই অক্টোবর
- বিশ্ব মান দিবস ১৪ ই অক্টোবর
- বিশ্ব দৃষ্টি দিবস দ্বিতীয় বৃহস্পতিবার
- বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর
- বিশ্ব ছাত্র দিবস ১৫ই অক্টোবর
- বিশ্ব সাদাছড়ি দিবস ১৫ ই অক্টোবর
- বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর
- বিশ্ব খাদ্য দিবস ১৬ ই অক্টোবর
- বিশ্ব রঞ্জক ক্ষান্তি দিবস ১৮ ই অক্টোবর
- বিশ্ব তথ্য উন্নতকরণ দিবস ২৪ অক্টোবর
- বিশ্ব মৃতব্যয়ী দিবস ৩১ অক্টোবর
- বিশ্ব স্থাপক দিবস অক্টোবরের প্রথম সোমবার
- বিশ্বের শহর দিবসে ৩১ অক্টোবর
- আন্তর্জাতিক পুরস্কার সপ্তাহ অক্টোবরের প্রথম সপ্তাহ
- বিশ্ব হাসি দিবস অক্টোবরের প্রথম শুক্রবার
- বিশ্ব রেডিওলজি দিবস ৮ ই নভেম্বর
- বিশ্ব ডায়াবেটিস দিবস ১৮ নভেম্বর
- বিশ্ব নিউমোনিয়া দিবস ১২ ই নভেম্বর
- বিশ্ব প্রাপ্তবয়স্ক দিবস ১৮ ই নভেম্বর
- বিশ্ব টয়লেট দিবস ১৯ শে নভেম্বর
- বিশ্ব শিশু দিবস ২০ শে নভেম্বর
- বিশ্ব আফ্রিকান শিল্পায়ন দিবস ২০ নভেম্বর
- বিশ্ব টেলিভিশন দিবস ২১ শে নভেম্বর
- ফিলিস্তিনি সংহতি দিবস ২৯ শে নভেম্বর
ডিসেম্বর মাসের বৈশ্বিক দিবস সমূহ,
- বিশ্ব এইডস দিবস পহেলা ডিসেম্বর
- বিশ্ব প্রতিবন্ধী দিবস ৩ ই ডিসেম্বর
- বিশ্ব নদী দিবস ৪ ডিসেম্বর
- বিশ্ব মৃত্তিকা দিবস ৫ ডিসেম্বর
- বিশ্ব মানবাধিকার দিবস ১০ ই ডিসেম্বর
- বিশ্ব পর্বত দিবস ১১ ই ডিসেম্বর
- বিশ্ব বড়দিন বা যিশুখ্রিস্টের জন্মদিন ২৫ শে ডিসেম্বর
আশা করি আপনি আন্তর্জাতিক দেশি-বিদেশি সকল বিষয়ের দিবস গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। এছাড়াও সাধারণভাবে জাতিসংঘ কর্তৃক চালু করা উদযাপিত হওয়া দিবসগুলোকে আন্তর্জাতিক দেশের দিবস হিসেবে বাংলাদেশে উদযাপন করা হয়। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক শুল্ক দিবস ২৬ শে জানুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস ৪ ই ফেব্রুয়ারি।
জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ pdf
জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ pdf সম্পর্কে আজকের এই আর্টিকেলটি পড়লে আপনি বিস্তারিত জেনে যাবেন। বিশ্বের যেসকল দিনগুলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালন করা হয় তার একটি ধারাবাহিক তালিকা উল্লেখ করেছে যা দেখে আপনি খুব সহজেই দিনগুলো চিহ্নিত করতে পারবেন।
সুতরাং আপনি যদি জাতীয় আন্তর্জাতিক দিবস সমূহের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য এই পোস্টটির মধ্যে প্রবেশ করেন। তাহলে অবশ্যই এই পর্যন্ত পড়লে সকল বিষয় সম্পর্কে দিবসের যে গুরুত্বপূর্ণ দিক রয়েছে তা জানতে পেরেছেন। সাধারণত আপনি যদি এই দিবসগুলো তালিকা বিভিন্ন কাজে ব্যবহার করতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য বিশেষ উপকার করবে।
জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন 2025
জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ২০২৫ সম্পর্কে ইতিমধ্যে আপনাদের সামনে বিশেষ তথ্য এবং দিনসমূহ উপস্থাপন করেছি। সুতরাং আপনি যদি বিভিন্ন সময় বাংলাদেশে যেগুলো পালিত হয় জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার একটি তালিকা দেখে নিনত পারেন।
| ক্রমিক | দিবসের নাম | তারিখ |
|---|---|---|
| ১ | জাতীয় সমাজসেবা দিবস | ২ জানুয়ারি ২০২৫ |
| ২ | বার্ষিক প্রশিক্ষণ দিবস | ২৩ জানুয়ারি ২০২৫ |
| ৩ | জাতীয় নিরাপদ খাদ্য দিবস | ২ ফেব্রুয়ারি ২০২৫ |
| ৪ | জাতীয় ক্যানসার দিবস | ৪ ফেব্রুয়ারি ২০২৫ |
| ৫ | জাতীয় গ্রন্থাগার দিবস | ৫ ফেব্রুয়ারি ২০২৫ |
| ৬ | শহীদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ২১ ফেব্রুয়ারি ২০২৫ |
| ৭ | জাতীয় স্থানীয় সরকার দিবস | ২৫ ফেব্রুয়ারি ২০২৫ |
| ৮ | জাতীয় পরিসংখ্যান দিবস | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ |
| ৯ | জাতীয় বিমা দিবস | ১ মার্চ ২০২৫ |
| ১০ | জাতীয় ভোটার দিবস | ২ মার্চ ২০২৫ |
| ১১ | জাতীয় পাট দিবস | ৬ মার্চ ২০২৫ |
| ১২ | আন্তর্জাতিক নারী অধিকার ও শান্তি দিবস | ৮ মার্চ ২০২৫ |
| ১৩ | জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস | ১০ মার্চ ২০২৫ |
| ১৪ | বিশ্ব প্রতিবন্ধী দিবস | ১৫ মার্চ ২০২৫ |
| ১৫ | বিশ্ব পানি দিবস | ২২ মার্চ ২০২৫ |
| ১৬ | বিশ্ব আবহাওয়া দিবস | ২৩ মার্চ ২০২৫ |
| ১৭ | বিশ্ব যক্ষা দিবস | ২৪ মার্চ ২০২৫ |
| ১৮ | গণহত্যা দিবস | ২৫ মার্চ ২০২৫ |
| ১৯ | স্বাধীনতা ও জাতীয় দিবস | ২৬ মার্চ ২০২৫ |
| ২০ | জাতীয় চলচ্চিত্র দিবস | ৩ এপ্রিল ২০২৫ |
| ২১ | আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া দিবস | ৬ এপ্রিল ২০২৫ |
| ২২ | বিশ্ব স্বাস্থ্য দিবস | ৭ এপ্রিল ২০২৫ |
| ২৩ | মুজিবনগর দিবস | ১৭ এপ্রিল ২০২৫ |
| ২৪ | বিশ্ব মেধা সম্পদ দিবস | ২৬ এপ্রিল ২০২৫ |
| ২৫ | জাতীয় আইনগত সহায়তা দিবস | ২৮ এপ্রিল ২০২৫ |
| ২৬ | জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস | ২৮ এপ্রিল ২০২৫ |
| ২৭ | মে দিবস | ১ মে ২০২৫ |
| ২৮ | বিশ্ব প্রেস ফ্রিডম দিবস | ৩ মে ২০২৫ |
| ২৯ | ফ্রিডম রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস | ৮ মে ২০২৫ |
| ৩০ | বিশ্ব টেলিযোগাযোগ দিবস | ১৫ মে ২০২৫ |
| ৩১ | নিরাপদ মাতৃত্ব দিবস | ২৮ মে ২০২৫ |
| ৩২ | বিশ্ব তামাক মুক্ত দিবস | ৩১ মে ২০২৫ |
| ৩৩ | জাতীয় চা দিবস | ৪ জুন ২০২৫ |
| ৩৪ | বিশ্ব পরিবেশ দিবস | ৫ জুন ২০২৫ |
| ৩৫ | বিশ্ব অ্যাক্রোডিটেশন দিবস | ৯ জুন ২০২৫ |
| ৩৬ | বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস | ১৭ জুন ২০২৫ |
| ৩৭ | মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস | ২৬ জুন ২০২৫ |
| ৩৮ | বিশ্ব জনসংখ্যা দিবস | ১১ জুলাই ২০২৫ |
| ৩৯ | জাতীয় পাবলিক সার্ভিস দিবস | ২৩ জুলাই ২০২৫ |
| ৪০ | আন্তর্জাতিক সমবায় দিবস | জুলাই মাসের প্রথম শনিবার |
| ৪১ | জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস | ৯ আগস্ট ২০২৫ |
| ৪২ | আন্তর্জাতিক সাক্ষরতা দিবস | ৮ সেপ্টেম্বর ২০২৫ |
| ৪৩ | আন্তর্জাতিক ওজোন সংরক্ষণ দিবস | ১৬ সেপ্টেম্বর ২০২৫ |
| ৪৪ | বিশ্ব পর্যটন দিবস | ২৭ সেপ্টেম্বর ২০২৫ |
| ৪৫ | বিশ্ব হার্ট দিবস | সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার |
| ৪৬ | বিশ্ব নৌ দিবস | সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ |
| ৪৭ | আন্তর্জাতিক প্রবীণ দিবস | ১ অক্টোবর ২০২৫ |
| ৪৮ | জাতীয় উৎপাদনশীল দিবস | ২ অক্টোবর ২০২৫ |
| ৪৯ | বিশ্ব শিক্ষক দিবস | ৫ অক্টোবর ২০২৫ |
| ৫০ | জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস | ৬ অক্টোবর ২০২৫ |
| ৫১ | বিশ্ব ডাক দিবস | ৯ অক্টোবর ২০২৫ |
| ৫২ | বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস | ১০ অক্টোবর ২০২৫ |
| ৫৩ | আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস | ১৩ অক্টোবর ২০২৫ |
| ৫৪ | বিশ্ব খাদ্য দিবস | ১৬ অক্টোবর ২০২৫ |
| ৫৫ | জাতিসংঘ দিবস | ২০ অক্টোবর ২০২৫ |
| ৫৬ | জাতীয় নিরাপদ সড়ক দিবস | ২২ অক্টোবর ২০২৫ |
| ৫৭ | বিশ্ব বসতি দিবস | অক্টোবর মাসের প্রথম সোমবার |
| ৫৮ | শিশু অধিকার দিবস | অক্টোবর মাসের প্রথম সোমবার |
| ৫৯ | বিশ্ব সাদা ছড়ি দিবস | অক্টোবর মাসে col 3 |
| ৬০ | জাতীয় যুব দিবস | ১ নভেম্বর ২০২৫ |
| ৬১ | জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস | ২ নভেম্বর ২০২৫ |
| ৬২ | বিশ্ব ডায়াবেটিক দিবস | ১৪ নভেম্বর ২০২৫ |
| ৬৩ | প্যালেস্টাইনের জনগণের প্রতি আন্তর্জাতিক সহমর্মিতা দিবস | ২৯ নভেম্বর ২০২৫ |
| ৬৪ | জাতীয় সমবায় দিবস | নভেম্বর মাসের প্রথম শনিবার |
| ৬৫ | বিশ্ব এইডস দিবস | ১ ডিসেম্বর ২০২৫ |
| ৬৬ | জাতীয় বস্ত্র দিবস | ৪ ডিসেম্বর ২০২৫ |
| ৬৭ | আন্তর্জাতিক দুর্নীতি দিবস | ৯ ডিসেম্বর ২০২৫ |
| ৬৮ | বেগম রোকেয়া দিবস | ৯ ডিসেম্বর ২০২৫ |
| ৬৯ | বিশ্ব মানবাধিকার দিবস | ১০ ডিসেম্বর ২০২৫ |
| ৭০ | বিজয় দিবস | ১৬ ডিসেম্বর ২০২৫ |
| ৭১ | আন্তর্জাতিক অভিবাসী দিবস | ১৮ ডিসেম্বর ২০২৫ |
| ৭২ | বড়দিন | ২৫ ডিসেম্বর ২০২৫ |
| ৭৩ | জাতীয় জীববৈচিত্র্য দিবস | ২৯ ডিসেম্বর ২০২৫ |
| ৭৪ | জাতীয় প্রবাসী দিবস | ৩০ ডিসেম্বর ২০২৫ |
| ৭৫ | বাংলা নববর্ষ | ১ বৈশাখ |
| ৭৬ | রবীন্দ্র জয়ন্তী | ২৫ বৈশাখ |
| ৭৭ | নজরুল জয়ন্তী | ১১ জৈষ্ঠ |
| ৭৮ | ঈদুল ফিতর | ১ শাওয়াল |
| ৭৯ | ঈদুল আজহা | ১০ জিলহজ |
| ৮০ | ঈদে মিলাদুন্নবী | ১২ রবিউল আউয়াল |
উক্ত তালিকার মধ্যে কতগুলো দিন রয়েছে এবং সেই দিনগুলোর নাম কি এবং এই দিনগুলো কি জন্য ব্যবহার করা হয়। আজকের এই লিস্ট দেখে আপনি আপনার কাক্ষিত সকল দিন, যেগুলো আমাদের দেশে ও সকল আন্তজার্তিক দেশে পালন করা হয় আসা করি বুঝতে পেরেছেন।
শেষ মন্তব্য বাংলাদেশের জাতীয় দিবস কয়টি ও কি কি
বাংলাদেশের জাতীয় দিবস কয়টি ও কি কি? বিস্তারিতভাবে আজকের এই আর্টিকেলটি পড়ে থাকেন। তাহলে অবশ্যই পুরা পোস্টটি পড়ে দেখলে সকল বিষয়ে জানতে পারেন। যা আপনার জীবনের চিন্তাভাবনাকে দেশকে ভালোবাসার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশের জাতীয় দিবস জাতীয় গৌরব স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার স্মৃতিগুলোকে এবং এই বিসর্জন গুলোকে গুরুত্বপূর্ণ করে তোলে প্রত্যেকটা নতুন প্রজন্মের মাঝে অনুপ্রেরণা যুগাবে। সুতরাং আপনি আসা করি অনেক উপকার করে।



মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url