ধন্য ধন্য মেরা সিলসিলা লিরিক্স বাংলা - dhonno dhonno mera sil sila lyrics

ধন্য ধন্য মেরা সিলসিলা লিরিক্স দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। আপনি কি গানটির লিরিক্স এবং গীতিকার ও সুরকার সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

ধন্য ধন্য মেরা সিলসিলা লিরিক্স বাংলা - dhonno dhonno mera sil sila lyrics

এই গানটির লিরিক্স পাওয়ার জন্য অনেকেই এই ভাবে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া লিরিক্স বাংলা। তাই আশা করি আপনাদের সুবিধার্থে গানটি সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি, তাই দেখে নিন এক নজরে। 

পোস্ট সূচিপত্রঃ ধন্য ধন্য মেরা সিলসিলা লিরিক্স বাংলা - dhonno dhonno mera sil sila lyrics

ধন্য ধন্য মেরা সিলসিলা লিরিক্স বাংলা 

ধন্য ধন্য মেরা সিলসিলা লিরিক্স বাংলা আপনি যদি দেখতে চান তাহলে নিজের লিরিকস গুলো অবশ্যই দেখুন। প্রতিটা মানুষের জন্য এই সকল ভালোলাগার দিকগুলো আলাদা হয়ে যাবে। অনেক রয়েছে তরা গান শুনতে পছন্দ করে এর মধ্যে অনেকে রয়েছে তারা গান বলতে বা গাইতে পছন্দ করে। তাই নিচে ধন্য ধন্য মেরা সিলসিলা বাংলা লিরিক্স উপস্থাপন করলাম।

আরো পড়ুনঃ ধন্য ধন্য বলি তারে লিরিক্স - dhonno dhonno boli tare lyric 

ধন্য ধন্য মেরা সিলসিলা লিরিক্স বাংলা,

ধন্য ধন্য মেরা সিলসিলা।।

ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়া।।

স্বয়নে স্বপনে দেখি আসিবে এক বুজুর্গ জ্ঞান 

রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। 

রাস্তা থামায়ে দিলো।।।

রাস্তা থামায়ে দিল কাফেলা, এলো দিল্লিতে নিজামুদ্দিন আওলিয়া।।

মানত করেছি আমি বড় পীরের দরবারে ।।

কেমন করে দেবো চাদর দেহ ওলীর মাজরে, দেহ ওলীর মাঝারে।।

রাস্তা থামায়ে দিলো, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায় দিলো কাফেলা হিন্দু দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া।। ঐ 

আসলে কয় লাল মিয়া ভাই কোন খবর পাইছো নি।।

বালুরঘাটে কে আসিল ইসরাহ্ ইলসার নিজহামে।। ঐ 

রাস্তা থামাইয়া দিল, রাস্তা থামায় দিলো কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। 

এই গানটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিটি বাউল এবং সাধু বৈষ্ণবদের জনপ্রিয়তার গান। এখানে খাজা মইনুদ্দিন চিশতির ভক্ত দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার আগমন নিয়ে গানটি রচনা করা হয়। একটা পর্যায়ে গানটি প্রচুর জনপ্রিয় হয়ে ওঠে এবং বর্তমান সময় এই গানটি অত্যন্ত মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে ওঠে।

আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা

ধন্য ধন্য মেরা সিলসিলা লিরিক্স নিয়ে কিছু ব্যাখ্যা 

ধন্য ধন্য মেরা সিলসিলা লিরিক্স বাংলা জানি আমাদের সকলের মাঝে এক অসাধারণ ভালোবাসার সৃষ্টি হয়। গান হচ্ছে হৃদয়ের খোরাক। গান জ্ঞান বৃদ্ধি করে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করতে সাহায্য করে। এই গানটিতে বিশেষ করে দিল্লির নিজামুদ্দিন আউলিয়া যদি খাজা বাবার ভক্ত এবং খলিফা ছিলেন। তার আগমনীতে সিলসিলাটি ধন্য হয়েছে।  

এটা বলতে দিল্লির এই অসাধারণ মহামানব খাজা মইনুদ্দিন চিশতির আ: তার সিলসিলায় এমন একজন সিলসিলা তে এমন একজন খলিফা তৈরি করেন যার নাম খাজা নিজামুদ্দিন তিনি খাজা বাবার এসেছিলো থেকে আরো সমৃদ্ধ এবং সহজ ভাবি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। যার জন্য এই গানটির দাঁড়া খাজাবাবার সিলসিলার পরিপূর্ণতা বোঝনো হয়েছে।

রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন জায়গায় কাফেলা থামিয়ে তিনি ইসলামের শিক্ষা দিয়েছেন এবং ইসলামের জ্ঞান প্রচার করয়েছেন। এভাবে ইসলামের পরিধি আরো বৃদ্ধি করেছেন। এই এই গানটি নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে যতটুকু জানা হয়েছে সে বিষয়ে সম্পর্কে আপনাদেরকে জানাবো। 

দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া গানের লেখক কে জানুন 

দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া গানের লেখক সম্পর্কে আমাদের সকলের সচেতন জানা উচিত। বিভিন্ন তথ্য প্রমাণ এবং যাবতীয় ওয়েবসাইট এবং ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে জানা যায় যে, আমাদের এই জনপ্রিয় গান দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া নির্দিষ্ট লেখক সম্পর্কে যতটুকু জানা যায়। সে বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, এটি একটি সুফি ঐতিহ্যবাহী গান। 

যা বিভিন্ন সময়ে যুগে যুগে বাউল ও ফকিরি শিল্পীরা বিভিন্ন ভাবে, তবে বলো হাসান চিশতী এই গানটি কথা ও সুর করেছেন বলে জানা যায়। এই গানটি আরমানে ফকির সহ বিভিন্ন প্রকৃতির পরিবেশে জনপ্রিয়তা পেয়েছে। নিজামুদ্দিন আউলিয়ার দরগা এর সাথে সম্পর্কিত একটি ভক্তিমূলক গান। এই গানটির মাধ্যমে চিশতিয়া তরিকার সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার প্রতি মুক্তি ও শ্রদ্ধা দেওয়ার জন্য গানটি গাওয়া হয়। 

লেখক এর শেষ মন্তব্য ধন্য ধন্য মেরা সিলসিলা লিরিক্স 

ধন্য ধন্য মেরা সিলসিলা লিরিক্স বাংলা যা আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপন করেছি। আপনি যদি এই গানটি সম্পর্কে না জেনে থাকেন তাহলে ইতিমধ্যে জেনেছেন যে এই গানটি কার লেখা এবং কিভাবে গানটির উৎপত্তি হয়েছে। প্রত্যেকটি জনগণের কাছে এই গানটি অনেক প্রিয়। এই গানটি শান্তি এবং সতর্কতা সাথে ভক্তি মূলক গান।

যারা সাধু সন্ন্যাসী থাকে কোথায় বিশ্বাসী তাদের মত অনেকেই রয়েছে তারা গানটি খুব ভালোভাবে শুনতে এবং গাইতে পছন্দ করেন। তাদের জন্য এই গানটির লিরিক্স উপস্থাপন করেছি তাতে খুব সহজেই গানটি পরিবেশন করতে পারে বিভিন্ন পরিস্থিতিতে। বর্তমান ইন্টারনেটের যুগে যে কোন সময় আপনি হাতের মোবাইল দিয়ে গানটি দেখতে পারেন খুব সহজেই যার জন্য আমাদের এই পরিশ্রম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Post Page Ad Right After Title