সাসো কি মালা পে সিমরুমে তেরা নাম লিরিক্স বাংলা অর্থসহ sanson ki mala pe lyrics bangla translation

সাসো কি মালা পে সিমরু মে তেরা নাম লিরিক্স বাংলা আপনার যদি প্রয়োজন হয়ে থাকে। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টটি আপনার জন্য উপস্থাপন করা হলো। এই গানের সম্পূর্ণ লিরিক্স ও বাংলা অর্থ দেখে নিন। 

সাসো কি মালা পে সিমরুমে তেরা নাম লিরিক্স বাংলা অর্থসহ sanson ki mala pe lyrics bangla translation

এছাড়াও এই বিখ্যাত গানটি সম্পর্কে আরো অজানা তথ্য আছে যেগুলো আপনি জানলে আশ্চর্য হবেন। এই গানের লেখক গীতিকার সুরকার সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হবে। সুতরাং মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন। 

পোস্ট সূচিপত্রঃ সাসো কি মালা পে সিমরুমে তেরা নাম লিরিক্স বাংলা অর্থসহ

সাসো কি মালা পে সিমরুমে তেরা নাম লিরিক্স বাংলা sanson ki mala pe lyrics bangla translation

সাসো কি মালা পে সিমরু মে তেরা নাম লিরিক্স বাংলা কালেকশন করতে এই পোস্টটি ওপেন করলে অবশ্যই সঠিক জায়গায় এসেছেন। Sanson ki Mala pe lyrics Bangla meaning আপনাদের সামনে উপস্থাপন করবো যা দেখে আপনারা খুব সহজেই এই গানটির অর্থ বাংলায় বুঝতে পারবেন এবং গানটি মনে চাইলে লিখে রাখতে বা সংগ্রহ করে রাখতে পারেন। তাহলে দেখে নিন। 

সাসো কি মালা পে সিমরু মে তেরা নাম লিরিক্স বাংলা sanson ki mala pe lyrics bangla translation:

Sanson ki mala pe simruun main pee ka naam

উচ্চারণঃ সাঁসোঁ কি মালা পে সিমরুঁ ম্যাঁই পী কা নাম
অর্থঃ শ্বাসের মালায় আমি জপ করি আমার প্রিয়ের নাম

Apne man ki main jaanuun aur pee ke man ki raam

উচ্চারণঃ আপনে মন কি ম্যাঁই জানুঁ ঔর পী কে মন কি রাম
অর্থ: নিজের মনের কথা আমি জানি, আর প্রিয়ের মনের কথা জানেন ঈশ্বর

Aaa… ঐ 

উচ্চারণঃ আহ্… sanson ki mala pe,,,,
অর্থঃ প্রেমের গভীর আবেগের প্রকাশ

Yehi meri bandagi hai yehi meri pooja

উচ্চারণঃ ইয়েহি মেরি বান্দেগি হ্যায়, ইয়েহি মেরি পূজা
অর্থঃ এটিই আমার ইবাদত, এটিই আমার পূজা

Sanson ki mala pe simruun main pee ka naam

উচ্চারণঃ সাঁসোঁ কি মালা পে সিমরুঁ ম্যাঁই পী কা নাম
অর্থঃ শ্বাসের মালায় আমি জপ করি প্রিয়ের নাম

Ek ka sajan mandir main

উচ্চারণঃ এক কা সজন মন্দির ম্যাঁই
অর্থঃ কারো প্রিয় থাকে মন্দিরে

Ek ka preetam masjid main

উচ্চারণঃ এক কা প্রীতম মসজিদ ম্যাঁই
অর্থঃ কারো প্রিয় থাকে মসজিদে

Aur main sanson ki mala pe simruun main pee ka naam

উচ্চারণঃ ঔর ম্যাঁই সাঁসোঁ কি মালা পে সিমরুঁ ম্যাঁই পী কা নাম
অর্থঃ আর আমি শ্বাসের মালাতেই প্রিয়ের নাম জপ করি

Papeehay oh papeehay tu yeh kiyoon aansoo bahaata hai

উচ্চারণঃ পাপিহে ও পাপিহে, তু ইয়েহ কিঁয়ো আঁসু বহাতা হ্যায়
অর্থঃ হে পাপিয়া পাখি, তুমি কেন এত কান্না করো?

Zubaan pe teri pee pee kis liye reh reh ke aata hai

উচ্চারণঃ জুবান পে তেরি পী পী কিস লিয়ে রহ রহ কে আতা হ্যায়
অর্থঃ কেন তোমার মুখে বারবার প্রিয়ের নামই আসে?

Jo khud hi jal raha hoon aur kiyoon us ko jalaata hai

উচ্চারণঃ জো খুদ হি জল রাহা হুঁ ঔর কিঁয়ো উসকো জ্বালাতা হ্যায়
অর্থঃ যে নিজেই জ্বলছে, সে কেন অন্যকেও জ্বালায়?

Mein pee ki morat ko poojoon

উচ্চারণঃ ম্যাঁই পী কি মূরত কো পূজুঁ
অর্থঃ আমি প্রিয়ের মূর্তিকেই পূজা করি

Mein pee ki soorat ko poojon

উচ্চারণঃ ম্যাঁই পী কি সুরত কো পূজুঁ
অর্থঃ আমি প্রিয়ের রূপকেই আরাধনা করি

Har dam sanson ki mala pe simruun main pee ka naam

উচ্চারণঃ হর দম সাঁসোঁ কি মালা পে সিমরুঁ ম্যাঁই পী কা নাম
অর্থঃ প্রতি মুহূর্তে শ্বাসের মালায় জপ করি প্রিয়ের নাম

Sajni baati kab likhoon jo preetam ho pardes

উচ্চারণঃ সজনী বাতি কব লিখুঁ জো প্রীতম হো পরদেশ
অর্থঃ প্রিয় যদি দূরদেশে থাকে, আমি কাকে চিঠি লিখব?

Tan mein man mein piya basay bhejon kisay sandes

উচ্চারণঃতন ম্যাঁই মন ম্যাঁই পিয়া বসে ভেজুঁ কিসে সন্দেশ
অর্থঃ শরীর-মনজুড়ে সে-ই থাকে, কাকে বার্তা পাঠাবো?

Deen dharam sab chhor ke mein to pee ki dhun mein khoyi

উচ্চারণঃ দীন ধরম সব ছোড় কে ম্যাঁই তো পী কি ধুন ম্যাঁই খোই
অর্থঃ সব ধর্ম-কর্ম ছেড়ে আমি প্রিয়ের সুরে হারিয়ে গেছি

Aur nahi koi dooja kaam

উচ্চারণঃ ঔর নহি কোই দোজা কাম
অর্থ: আর আমার অন্য কোনো কাজ নেই

Prem ke rang mein aisi doobi bun gaya aik hi roop

উচ্চারণঃ প্রেম কে রং ম্যাঁই অ্যাইসি ডুবী বন গয়া এক হি রূপ
অর্থঃ প্রেমের রঙে এমন ডুবে গেছি যে একাকার হয়ে গেছি

Prem ki mala japte japte aap bani main shyaam

উচ্চারণঃ প্রেম কি মালা জপতে জপতে আপ বনী ম্যাঁই শ্যাম
অর্থঃ প্রেম জপ করতে করতে আমি নিজেই প্রিয় হয়ে গেছি

Jab se Radha Shaam ke nain hue hain chaar

উচ্চারণঃ জব সে রাধা শ্যাম কে নৈন হুয়ে হ্যায়ঁ চার
অর্থঃ যেদিন রাধা ও শ্যামের চোখে চোখ পড়েছে

Shaam bane hain Radhika, Radha ban gaye Shaam

উচ্চারণঃ শ্যাম বনে হ্যায়ঁ রাধিক, রাধা বন গয়ে শ্যাম
অর্থঃ সেদিন রাধা শ্যাম হয়েছে, শ্যাম রাধা

Prem piyala jab se piya hai

উচ্চারণঃ প্রেম পিয়ালা জব সে পিয়া হ্যায়
অর্থ: যেদিন থেকে প্রেমের পেয়ালা পান করেছি

Deedar pe neend aa jaye, kaanton pe aaram

উচ্চারণঃ দিদার পে নীন্দ আ জায়ে, কাঁটোঁ পে আরাম
অর্থঃ দর্শনেই ঘুম আসে, কাঁটার ওপরেও শান্তি পাই

Preetam ki nazron se gir kar jeena hai kis kaam

উচ্চারণঃ প্রীতম কি নজরোঁ সে গির কর জীনা হ্যায় কিস কাম
অর্থঃ প্রিয়ের দৃষ্টিতে না থাকলে বেঁচে থাকার মানে কী? 

আশা করি সাসো কি মালা পে সিমরু মে টিকা নাম গানটির লিরিক্স বাংলা আপনি খুশি হয়েছেন। এই গানটি সম্পূর্ণভাবে বোঝার জন্য গানের পাশাপাশি ইংরেজি উচ্চারণ ও বাংলা অনুবাদ উপস্থাপন করা হয়েছে যাতে এই গানটি যারা পছন্দ করেন এবং শোনেন তারা এর বাংলা অর্থ বুঝতে পারে। প্রকৃত অর্থে এটা বাংলাদেশের মানুষদের জন্য লেখা তবে সবাই এটা ব্যবহার করতে পারে। আরো কিছু তথ্য চলুন জেনে নেওয়া যাক। 

আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট দেখুন

গানটির সুরকার ও লেখক সম্পর্কে জানুন 

সাসো কি মালা পে সিমরুমে তেরা নাম লিরিক্স ও গানটির সুরকার ও লেখক সম্পর্কে অনেক অজানা তবে যেটুকু জানা যায় তা হচ্ছে, এটি একটি বিখ্যাত হিন্দি গজল বা কাওয়ালী তার অর্থ প্রেমিক তার প্রিয়জনকে শাশের মালায় বা নিঃশ্বাসের সাথে জপ করে। এবং এই বিষয়টি মূলত প্রিয়জনের ভালোবাসার জন্যই হয়। এই গানের মূল বিষয়টি হলো নিঃশ্বাসের সাথে প্রিয়জনের নাম স্মরণ করা যা গভীর ভক্তি ও ভালোবাসার প্রকাশ করে।  

গানটির সুরকার ও লেখক সম্পর্কে জানুন

গানটি মূলত ওস্তাদ নুসরাত ফতেহ আলী খান এবং তার ছেলে রাহাত ফতে আলী খানের কন্ঠে বেশি জনপ্রিয়তা পেয়েছে। তবে এই গানটি বা গজলটির রচিয়তা করেছেন তোফাইল হুশিয়ারপুরি(tufail hoshiarPuri) যা তার কবিতার সংকলন soch Mala থেকে প্রকাশিত হয়েছিল। বিশ্ব বিখ্যাত শিল্পী নুসরাত ফতেহ আলী খান এটি প্রথম গিয়েছিলেন এবং বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে।

এছাড়া জনা যায় বিভিন্ন উন্নত ওয়েবসাইট গুলো যেমন উইকিপিডিয়া থেকে সেটা হচ্ছে এই গানটি বা গজলটি মিরাবাই বা আমির খসরুর লেখা বলে মনে করেন এটি আসলে তুফাইল হুশিয়ার পুরীর রচনা। ১৯৯৬ সালে এই গানটি দ্বারা পুনর্নির্মাণ করা হয় চলচ্চিত্র জিৎ এর জন্য যার প্রধান চলচ্চিত্র ছিলেন, সানি দেওয়াল, কারিশমা কাপুর এবং সালমান খান। বিভিন্ন চলচ্চিত্রে বিভিন্ন সময়ে এটা ১১ সাল ২০২০ সালে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গাওয়া হয়েছে।

৩সাসো কি মালা পে সিমরুমে তেরা নাম লিরিক্স কোন ভাষায় লেখা জানুন 

এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান যা উর্দু এবং হিন্দি ভাষায় রচনা করা হয়েছে। বর্তমান যুগে এ ধরনের গান অনেক মানুষ রয়েছে যারা পছন্দ করেন বিশেষ করে যারা আধ্যাত্মিকতার সাথে জড়িত বা সেই বিষয়গুলো বুঝে বা বুঝতে চাই তারা এই গানগুলো বেশি শুনতে পছন্দ করে। বিশেষ করে কাওয়ালী, সুফি কাওয়ালী হিসেবে এই গানটি পরিচিত। 

সাসো কি মালা পে সিমরু মে পি কা নাম কোন ভাষায় লেখা

একজন গান প্রেমি হিসেবে আপনি অবশ্যই গানগুলো পছন্দ করে খুব সহজেই আপনার সংগ্রহে রাখতে পারেন। এছাড়াও অনেকেই রয়েছে যারা এই গানটির আরো কিছু বিষয় জানতে চাই যেমন ইংরেজি অক্ষর দিয়ে বাংলা উচ্চারণ সহ বিভিন্ন সময়ে গান খোঁজে তাদের জন্য এই গানের লিরিক্স গুলো আরো সুন্দর করে নিচে উপস্থাপন করা হলো। 

সাসো কি মালা পে সিমরুমে তেরা নাম লিরিক্স স্বরলিপি দেখে নিন 

সাসো কি মালা পে গানটির ইংরেজি লিরিক্স রয়েছে যা ব্যবহার করতে পছন্দ করে তাদের জন্য এই কাজটি অত্যন্ত সুবিধাজনক করে দেওয়ার জন্য নিচে ইংরেজিতে এই গানটি উপস্থাপন করা হলো। আপনি যদি একজন সচেতন মানুষ হিসেবে গান সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই বিভিন্ন ভার্সন ব্যবহার করতে পারেন। 

সাসো কি মালা পে গানের স্বরলিপি,

সা রে রে গা

সা রে গা রে রে রে গা

সা পা মা মা গা গা রে রে রে সা

সা পা মা রে রে রে মা গা

স্বরলিপি সত্যি ব্যবহার করা হয় এবং নুসরাত ফতেহ আলী স্যার গানেও খুব সহজে এই সারেগামাপা গুলো ব্যবহার করে গানটিকে আরো চমকপ্রদক করে তোলা হয়। সুতরাং আপনি যদি সারেগামাপা সম্পর্কেও জানতে চান তাহলে এই গানটির এই আর্টিকেলটি আপনাকে উপকার করবে। তাহলে আমরা জানলাম এতক্ষণ যে স্বরলিপি এবং গানটির লিরিক্স এবং গানটির বাংলা অর্থ। 

৫লেখক এর শেষ মন্তব্য সাসো কি মালা পে সিমরুমে তেরা নাম লিরিক্স

সাসো কি মালা পে সিমরুমে তেরা নাম লিরিক্স ব্যবহার করে খুব সহজেই গানগুলো সংগ্রহ করে রাখতে পারবেন। বর্তমানে অনেক মানুষই রয়েছে তারা ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের জনপ্রিয় গান লিরিকস দেখে গিয়ে জনপ্রিয়তা পেয়েছে এবং তারা বর্তমানে একটি ভালো মানের জায়গা তৈরি করে নিয়েছে। 

সুতরাং এই গানটির মত আপনি যদি আরো এই ধরনের গান লিরিক্স সহ প্রীতি জান তাহলে আজকে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার পছন্দের গানটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় এবং প্রতিদিন আপডেট নতুন নতুন গানগুলোর যে লিরিক্স রয়েছে সেগুলো হওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই বন্ধুদের মাঝে এবং সকলের মাঝে শেয়ার করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Post Page Ad Right After Title