বকুলের মালা শুকাবে লিরিক্স গান - এই মন তোমাকে দিলাম বাংলা লিরিক্স
আপনারা যারা বাংলাদেশের জনপ্রিয় গানগুলো পছন্দ করেন তাদের জন্য এই আর্টিকেলটি তৈরি করলাম। আজকে বকুলের মালা শুকাবে লিরিক্স গান উপস্থাপন করব যাতে আপনি গান গাইতে পারেন।
অনেকেই এই মন তোমাকে দিলাম বাংলা লিরিক্স গান হিসাবে পেতে এই গানটি সার্চ করে তাই আপনাদের সুবিধার্থে পুরো লিরিক্সটি লেখক ও কোন ছবির গান সব জেনে নিন।
পোস্ট সূচিপত্রঃ বকুলের মালা শুকাবে লিরিক্স গান - এই মন তোমাকে দিলাম বাংলা লিরিক্স
বকুলের মালা শুকাবে লিরিক্স গান - এই মন তোমাকে দিলাম বাংলা লিরিক্স
চলুন জেনে নিয়ে যাক বকুলের মালা শুকাবে লিরিক্স গান যা অনেকেই এই মন তোমাকে দিলাম বাংলা লিরিক্স হিসেবে সার্চ করে। যারা খুব সহজেই এই গানটি সংগ্রহ করতে নিচে দেওয়া লিরিক্স গুলো সংগ্রহ করতে পারে। চলুন কথা না বাড়িয়ে প্রথমে লিরিক্সটা দেখি।
আরো পড়ুনঃ মিলন হবে কত দিনে লিরিক্স দেখে নিন
বকুলের মালা শুকাবে লিরিক্স গান এই মন তোমাকে দিলাম বাংলা লিরিক্সঃ
এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম
তুমি চোখের আড়াল হও কাছে কি ব দূরে রও মনে রেখো আমিও ছিলাম।।
এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম (২)
বকুলের মালা শুকাবে রেখে দেবো তার সুরভী দিন গিয়ে রাতে লুকাবে মুছো না গো আমার ওই ছবি তুমি ভুলো না আমারই নাম।
ও তুমি চোখের আড়াল কাছে কিবা দূর রও মনে রেখো আমিও ছিলাম। ঐ
ভালোবেসে আমি বারেবার, ভালোবেসে আমি বারে বার তোমারই ও মনে হারাবো এই জীবনে আমি যে তোমার মরনেও তোমারই হবো আমি মিনতি করে গেলাম।
তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম। ঐ
এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম। তুমি কাছে কি বা দুর রও মনে রেখো আমি ছিলাম। এই গানটি জনপ্রিয়তা অনেক বেশি বাংলা গান মধ্যে আধুনিক জনপ্রিয় গান এটা। ইংলিশে এই গানের স্বরলিপি উপস্থাপন করলাম দেখে নিতে পারেন এছাড়াও লেখক শিল্পী সম্পর্কে ধারণা দেওয়া হবে।
বকুলের মালা শুকাবে স্বরলিপি জানুন
বকুলের মালা শুকাবে স্বরলিপি জানলে গানটি সম্পর্কে সুর দিয়ে এবং হারমনি বাদ্যযন্ত্রের সাথে বাজানো যায়। গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান যা সাবিনা ইয়াসমিন গেয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন এরা অনেক শিল্পী রয়েছে তারা এই গানটি গেয়েছেন। এর স্বরলিপি গুলো হলো,
কর্ড বা স্কেলঃ F Dm F A# F Dm F Dm A.
বাংলা স্বরলিপিঃ
না না না দে রে না না না
দে রে না না না দে রে না না না
দে রে না না না দে রে না না না
এই ছিল গানটির বাংলা শিলালিপি যা দেখি আপনি গানটি বাজাতে পারবেন সহজেই। গানটি সম্পর্কে আরও কিছু তথ্য যা আপনার জানা না ও থাকতে পারে। সম্পূর্ণ পোস্ট থেকে আরো অজানা তথ্য জেনে নিন। আপনার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে সাহায্য করবে।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা দেখুন
অলির কথা শুনে লিরিক্স বাংলা ও গীতিকার সুর জানুন
বকুলের মালা শুকাবে বাংলা গানের লিরিক্স লেখক ও গীতিকার সুরকার সম্পর্কে
বকুলের মালা শুকাবে আসলে একটি প্রসিদ্ধ বাংলা চলচ্চিত্রের গান। এই মন তোমাকে দিলাম এর একটি অংশ যার ছবির মূল গায়ক ছিল সাবিনা ইয়াসমিন। তবে এই গানটির সুরকার ও সঙ্গীত হলেন আনোয়ার পারভেজ। তিনি এই গানটিকে সুন্দরভাবে সুগঠিত সুর দিয়ে পরিবেশন করান।
আমার এই গানটি সম্পূর্ণ গীতিকার লেখক হলেন কাজী মাজহারুল আনোয়ার। এখনো বাংলা গানের জগতে কিছু গান রয়েছে যেগুলো শুনা মাত্র মানুষের অনুভূতির দুয়ার খুলে যায়। ভূগোলের মা প্রতীকে অর্থ হচ্ছে কোমলতা নিষ্কলঙ্ক প্রেম ও সৌন্দর্যের প্রতীক।
সময় বদলায় অনুভূতি থাকে তাই এই গানটি সবকিছু বদলে দিতে পারে আপনার প্রথম অনেক আগের স্মৃতি গুলো মনে করে দিতে পারে এক মুহূর্তে। ভালোবাসার মধ্য গুলো অনুভূতির এক অতি দ্রুত প্রভাব বিস্তার করে। এই গানের সুরের মধ্যে আছে মায়ার উচ্চকণ্ঠ থাকলেও আবেগ নিয়ে পরম রয়েছে নীরব কষ্ট চাপা ভালোবাসা এবং অপ্রকাশিত অনুভূতির দীর্ঘশ্বাস।
এক কথায় বলতে গেল গানটি অনেক মানুষের জীবনই বা ইতিহাসের সাথে মিলে যায়। ভালোবাসা জিনিস নয় অনুভূতি স্মৃতি শুকায় না শুধু রূপ পাল্টায় তাই সত্যিকারের প্রেম সময়ের সাথে উঠে থাকে সেটা সেটা কাছে অথবা দূরে।
শেষ কথা বকুলের মালা শুকাবে লিরিক্স গান
বকুলের মালা শুকাবে লিরিক্স গান এই মন তোমাকে দিলাম বাংলা লিরিক্স ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছি তাই আপনি যদি গান প্রিয় হয়ে থাকেন তাহলে আরো এ ধরনের গানের লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
পৃথিবীতে অনেক ধরনের গান রয়েছে গান বা সংগীত যা হৃদয়ের কথা বলে। তাই আপনার মনের অনুভূতি গুলোকে আরো বিস্তৃত এবং উদার পরিকল্পনার মধ্যে ছেড়ে দিতে আপনি গান শুনে সময় পার করতে পারেন, যা মানুষের মনের শান্তি বৃদ্ধি করতে পারে। সাধু গুরুতর ভাষায় বলা হয় সঙ্গীত হলো হৃদয়ের খোরাক।



মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url