ধন্য ধন্য বলি তারে লিরিক্স - dhonno dhonno boli tare lyric

ধন্য ধন্য বলি তারে লিরিক্স আপনি কি জানতে চান? তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। এখানে এই গানের লিরিক্স এর পাশাপাশি সুরকার ও গীতিকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

ধন্য ধন্য বলি তারে লিরিক্স

তাই আপনি যদি গান প্রিয় হন তাহলে এই গানটির কথা গুলো নিচে দেখুন। এই গানের লিরিক্স এর সাথে সামান্য ব্যাখ্যা জেনে নিতে পারেন।

পোস্ট সূচিপত্রঃ ধন্য ধন্য বলি তারে লিরিক্স - dhonno dhonno boli tare lyric

ধন্য ধন্য বলি তারে লিরিক্স দেখুন

ধন্য ধন্য বলি তারে লিরিক্স দেখুন। এই গানটি আমাদের সমাজের কম বেশি সবারই প্রিয়। এই গানটি লালন গীতি হিসেবে বেশি পরিচিত। সুফি সম্রাট লালন ফকির তির্ধর দিবস বর্তমানে আন্তর্জাতিক ভাবেপালন করা হয়। আর গানটি অনেক জনপ্রিয়। তাই এর লিরিক্স কালেকশন করতে চান তাহলে অবশ্যই নিচের লিরিক্স দেখুন।

ধন্য ধন্য বলি তারে লিরিক্সঃ

ধন্য ধন্য বলি তারে,

বেঁধেছ এমনি ঘর

শূন্যের উপর পোস্টা করে।। ঐ 

ঘরের সবে মাত্র একটি খুঁটি 

খুঁটির গোড়ায় নাইকো মাটি।। ঐ 

কিসে ঘর রবে খাঁটি, 

ঝড়ি তুফান এলে পরে।। ঐ 

ঘরের মূলাধার কুঠুরি নয়টা 

তার উপরে চিলেকোঠা,

তাহে এক পাগলা বেটা 

বসে একা একেশ্বরে।। ঐ 

ঘরের উপর নিচে সারি সারি 

সাড়ে নয় দরজা তারি। 

লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে।।

ধন্য ধন্য বলি তারে। 

বেঁধেছো এমন ঘর শূন্যের উপর পোস্তা করে।।

আজকের এই বিখ্যাত গানটি আপনারা অনেকেই পছন্দ করেন। তাই লালন সাঁইজির এই বিখ্যাত কালাম আপনাদের সুবিধার্থে লিরিক্স আকারে উপস্থাপন করেছি। সকল গান প্রেমিকায় এই গানটি গাইতে এবং পড়তে পারে। যারা গানকে ভালোবাসে লালনকে ভালোবাসে তাদের জন্য আর্টিকেলটি উপস্থাপন করলাম।

ধন্য ধন্য বলি তারে গানের ব্যাখ্যা জানুন 

ধন্য ধন্য বলি তারে গানের ব্যাখ্যা যারা জানতে চান তাদের জন্য নিচের এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। লালন শাহের ধন্য ধন্য বলি তারে গানটি মহামানব দেহকে একটি রহস্যময় ঘর হিসেবে বর্ণনা করে। যা শূন্যের উপর নির্মিত হয়েছে যার একটি মাত্র খুঁটি বা মেরুদণ্ড আছে। কোন ভিত্তি নেই শুধু মাটি। যা ক্ষণস্থায়ী জীবনের প্রতীক। 

ধন্য ধন্য বলি তারে গানের ব্যাখ্যা জানুন

আরো পড়ুনঃ মিলন হবে কত দিনে লিরিক্স দেখে নিন 

এই দেহতত্ত্বের গভীরে রয়েছে, পাগলা বেটা অর্থাৎ আত্মা এর নানা দরজা রয়েছে যেগুলোকে ইন্দ্রিয় বলা হয়। আত্ম অনুসন্ধান ও পরমেশ্বরকে খোঁজার কথা বলা হয়েছে এই গানের মধ্যে। যা এই মানবদেহে বিরাজমান তাই গভীরভাবে এর ব্যাখ্যা করতে গেলে বলা যায় যে আলো নিয়ে আত্মদর্শনের কথায় নিজেকে দর্শন করার বিষয়ে কতগুলো বলা হয়েছে। 

আরো পড়ুনঃ অলির কথা শুনে লিরিক্স বাংলা ও গীতিকার সুর জানুন 

মানুষের মানবদেহের যে নয়টি দরজা আছে এগুলো হলো, আমাদের তুই কান, নাক, মুখ, এবং মূত্র ও বায়ু পথ। এগুলোর দ্বারাই মানুষ বিভিন্ন প্রকার খারাপ কাজ করে থাকে। লালন এই বিষয়গুলোকে কন্ট্রোল বানিয়েছিলে আনার জন্য বলেছেন এই গানের মধ্যে। কুরআনের কিছু বিষয় রয়েছে যেমন কোরআনের রয়েছে সে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনে ফেলেছে। 

সুতরাং আপনি যদি আপনার এই ইন্দ্রিয় গুলো সম্পর্কে সচেতন জ্ঞান লাভ করেন তাহলে অবশ্যই আপনার নিজেকে চিনতে পারবেন এবং নিজেকে চিনতে পারলে আপনি আপনার রব কে চিনতে পারবেন। মানুষ তাদের এই ইন্দ্রিয় এবং রিপু মাধ্যমে বিভিন্ন পাপ এবং খারাপ কাজ বা ভালো এবং অন্য কাজ করে থাকে। সুতরাং আপনি এই গানটি সম্পর্কে জানলে অবশ্যই দেহতত্ত্ব সম্পর্কে জানতে পারবেন। 

ধন্য ধন্য বলি তারে স্বরলিপি 

ধন্য ধন্য বলি তারে এটি লালন গীতি। লালনগীতি সকল গানের ধরন কমবেশি একই রকম। নিচের শর্তি গুলো বেসিক আকারে উপস্থাপন করা হয়। সাধারণত এই গানটি দেহতত্ত্ব ভিত্তিক গান। যেখানে ইন্দ্রিয় এবং বিভিন্ন রিপু সম্পর্কে বলা হয়েছে। এই গানটি দাদরা ছয় মাত্র তাল ব্যবহার করা হয় হিসেবে। স্বরলিপি গুলো নিম্নরূপ হলো,  

ধন্য ধন্য বলি তারে স্বরলিপি

শুরুতে,

নি সে রে গা | রে গা মা গা

মা গা রে সা | রে গা রে

অন্তরায়, 

মা মা পা ধা | পা মা গা | 

উক্ত স্বরলিপি গুলো ব্যবহার করে আপনি হারমোনিয়াম বাজে গানটি করতে পারবেন এবং এই গানটির সাথে তবলা অথবা তাল হিসেবে দাদরা ছয় মাত্রার ব্যবহার করতে পারবেন। এই গানটি অত্যন্ত মধুর এবং অন্তরঙ্গ ঘরে করা হয়েছে তাই আপনি যদি গান ভালবাসেন এবং গানকে চর্চা করতে চান তাহলে এই নিয়মগুলো অনুসরণ করতে পারেন। 

আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা 

লেখক এর শেষ মন্তব্য ধন্য ধন্য বলি তারে লিরিক্স

ধন্য ধন্য বলি তারে লিরিক্স পড়ে আপনি অবশ্যই এই গান সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে এই গানের সাধারণ ভাবে সামান্য ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যা পড়ে আপনি গানটি কি উদ্দেশ্যে এবং কেন লেখা হয়েছে সে বিষয়টি বুঝতে পেরেছেন। গানটি বিভিন্ন শিল্পী গেয়েছেন এই গানের ব্যাখ্যা গানের লিরিক্স আছে।

অনেকেই এই গানটি সম্পর্কে ধন্য ধন্য বলি তারে কোন তাল এটা জানার জন্য সার্চ দেয় তাই তাদের জন্য আজকের এই পোস্টটি সম্পূর্ণ সাজানো হয়েছে যারা এই গান সম্পর্কে কিছুই জানেন না তারাও এই গানটি করার জন্য আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে যদি পড়েন তাহলে গানটি করতে পারবেন ইনশাআল্লাহ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Post Page Ad Right After Title